নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের নবাবগঞ্জ জাতীয় উদ্যানের ঘন শালবনে দফায় দফায় আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে বনের একাংশ পুড়ে গেছে। প্রায় ছয় ঘণ্টার মধ্যে কয়েক দফায় আগুনে পুড়ে গেছে বনের বাঁশ-বেতসহ বেশ কিছু ছোট-বড় গাছ।
আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উদ্যানের শালবনের বিভিন্ন স্থানে আগুন লাগে।
নবাবগঞ্জ জাতীয় উদ্যান রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মো. মাহাবুবুর রহমান জানান, আজ প্রথমে বেলা ১১টার দিকে বিট অফিসের পাশে আগুন লাগে। স্থানীয়রা পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলে। এভাবে তিন দফায় আগুন লেগেছে। শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ফায়ার সার্ভিসকে জানানো হয়। তাঁরা এসে আগুন নেভায়।
নবাবগঞ্জ ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত টিম লিডার মো. জহুরুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, বেলা ৩টা ১৫ মিনিটে বনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে সন্ধ্যায় আবার আগুন লাগার খবর পাওয়া যায়। কর্মীরা গিয়ে আগুন নেভান।
আগুন লাগার কারণ জানতে চাইলে জহুরুল ইসলাম বলেন, ‘প্রচণ্ড গরম এবং বৃষ্টি না হওয়ায় বন শুকিয়ে আছে। ফলে দ্রুত আগুন ছড়িয়ে যায়। তবে আগুন লাগার সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।’
নবাবগঞ্জ বিট কর্মকর্তা মো. খায়রুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, আগুন লেগে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বনের বেতবাগান। এ ছাড়া কিছু চারাসহ প্রায় ৭ একর বন ক্ষতিগ্রস্ত হয়েছে। নেশাগ্রস্ত বা বখাটেরা আগুন লাগিয়ে দিতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন এই কর্মকর্তা।
চট্টগ্রাম বনবিদ্যা বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউটের শিক্ষার্থী মো. রোকনুজ্জামানদের বাড়ি শালবনের পাশেই। তিনি ঈদে বাড়িতে এসেছেন। আজ দফায় দফায় আগুন লাগার বিষয়ে তিনি বলেন, এই মৌসুমে প্রতিবছর বনে আগুন লাগে। বন বিভাগের অবহেলায় বনের গহিনে অসংখ্য গাছপালা পুড়ে বন ক্ষতিগ্রস্ত হয়। বনের বেশ কিছু পয়েন্টে মাদকসেবীদের আস্তানা। যাতায়াতের পথ পরিষ্কার করতেই তারা আগুন ধরিয়ে দিয়ে থাকে।
দিনাজপুরের নবাবগঞ্জ জাতীয় উদ্যানের ঘন শালবনে দফায় দফায় আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে বনের একাংশ পুড়ে গেছে। প্রায় ছয় ঘণ্টার মধ্যে কয়েক দফায় আগুনে পুড়ে গেছে বনের বাঁশ-বেতসহ বেশ কিছু ছোট-বড় গাছ।
আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উদ্যানের শালবনের বিভিন্ন স্থানে আগুন লাগে।
নবাবগঞ্জ জাতীয় উদ্যান রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মো. মাহাবুবুর রহমান জানান, আজ প্রথমে বেলা ১১টার দিকে বিট অফিসের পাশে আগুন লাগে। স্থানীয়রা পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলে। এভাবে তিন দফায় আগুন লেগেছে। শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ফায়ার সার্ভিসকে জানানো হয়। তাঁরা এসে আগুন নেভায়।
নবাবগঞ্জ ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত টিম লিডার মো. জহুরুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, বেলা ৩টা ১৫ মিনিটে বনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে সন্ধ্যায় আবার আগুন লাগার খবর পাওয়া যায়। কর্মীরা গিয়ে আগুন নেভান।
আগুন লাগার কারণ জানতে চাইলে জহুরুল ইসলাম বলেন, ‘প্রচণ্ড গরম এবং বৃষ্টি না হওয়ায় বন শুকিয়ে আছে। ফলে দ্রুত আগুন ছড়িয়ে যায়। তবে আগুন লাগার সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।’
নবাবগঞ্জ বিট কর্মকর্তা মো. খায়রুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, আগুন লেগে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বনের বেতবাগান। এ ছাড়া কিছু চারাসহ প্রায় ৭ একর বন ক্ষতিগ্রস্ত হয়েছে। নেশাগ্রস্ত বা বখাটেরা আগুন লাগিয়ে দিতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন এই কর্মকর্তা।
চট্টগ্রাম বনবিদ্যা বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউটের শিক্ষার্থী মো. রোকনুজ্জামানদের বাড়ি শালবনের পাশেই। তিনি ঈদে বাড়িতে এসেছেন। আজ দফায় দফায় আগুন লাগার বিষয়ে তিনি বলেন, এই মৌসুমে প্রতিবছর বনে আগুন লাগে। বন বিভাগের অবহেলায় বনের গহিনে অসংখ্য গাছপালা পুড়ে বন ক্ষতিগ্রস্ত হয়। বনের বেশ কিছু পয়েন্টে মাদকসেবীদের আস্তানা। যাতায়াতের পথ পরিষ্কার করতেই তারা আগুন ধরিয়ে দিয়ে থাকে।
সিলেটে ২৮০ বস্তা ভারতীয় চিনিসহ আকবর মিয়া (৪২) নামের এক ট্রাকচালককে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে সিলেটের সীমান্তবর্তী এলাকায় চেকপোস্ট বসিয়ে তাঁকে আটক করা হয়।
২ মিনিট আগেরাজধানীর আজিমপুরে মেডিকেল স্টাফ কোয়ার্টারের একটি বাসায় দিনদুপুরে ডাকাতিসহ বাচ্চাকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার দুপুরে লালবাগ টাওয়ারের পাশে ফারজানা আক্তার নামের এক নারীর বাসায় এ ঘটনা ঘটে
১৬ মিনিট আগেবরগুনা সদরের ঘটবাড়িয়া গ্রামের আবদুল লতিফ ফরায়েজীর স্ত্রী জাহানারা বেগমকে (৬০) প্রায় ২৫ বছর পর খুঁজে পেয়েছে তাঁর স্বজনেরা। আজ শুক্রবার দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া বাজার এলাকা থেকে তাঁকে নিয়ে যান স্বজনেরা। ১৯৯৯ সালে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে নিখোঁজ হয়েছিলেন তিনি।
২৫ মিনিট আগেসিলেটে ছাত্র-জনতার আন্দোলনে হামলা-গুলির অভিযোগে করা মামলায় সিলেট মহানগর যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৪০ মিনিট আগে