লালমনিরহাট প্রতিনিধি
মায়ের সামনেই তিস্তা রেলওয়ে সেতুর ৪ নম্বর পিলারের ওপর থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন এক তরুণী। নিখোঁজ তরুণীকে খুঁজতে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ৪ ঘণ্টা চেষ্টা করে ব্যর্থ হয়ে উদ্ধারকাজ সমাপ্ত ঘোষণা করেছে।
মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে তিস্তা রেল সেতুর কাউনিয়া প্রান্তে এ ঘটনা ঘটে। তিস্তায় নিখোঁজ কাকলি (১৯) রংপুর শহরের লালবাগ এলাকার আব্দুল কাউয়ুমের মেয়ে।
ফায়ার সার্ভিস, পুলিশ এবং ওই শিক্ষার্থীর স্বজনেরা জানান, মেয়েটি এবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছেন। মঙ্গলবার তাঁর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার কথা ছিল। এ নিয়ে পরিবারের সঙ্গে কয়েক দিন ধরে ঝগড়াঝাঁটি হয়। দুদিন আগে পরিবারের কাউকে না বলে বাড়ি থেকে বেরিয়ে কাউনিয়া এলাকায় আত্মীয়ের বাড়িতে ওঠেন। মঙ্গলবার দুপুরে মা ফেরদৌসী বেগম তাঁকে নিতে সেই আত্মীয়ের বাড়ি যান। মা–মেয়ে রংপুরের উদ্দেশে অটোরিকশা নিয়ে যাত্রা করেন। পথে মেয়েটি তিস্তা রেলওয়ে সেতু দেখা কথা বলে অটোরিকশা থামান। এরপর রেলসেতুর কাছে গিয়ে দাঁড়ায়। মা অটোরিকশা থেকে নামার আগেই দৌড়ে রেলসেতুর ৪ নম্বর পিলারে গিয়ে উঠে বলেন, ‘মা আমি গেলাম, আমাকে আর তোমরা কেউ খুঁজে পাবে না।’
এই বলেই কাকলি তিস্তা নদীতে লাভ দেন। সঙ্গে থাকা ব্যাগ, ছাতা ও স্যান্ডেল পিলারেই রেখে গেছেন। মা ও উপস্থিত লোকজন চিৎকার করতে থাকেন। তাঁদের সামনেই নদীতে তলিয়ে যান কাকলি। পরে কাউনিয়া থানা-পুলিশ, ফায়ার সার্ভিস ও রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল আসে। তাঁরা ব্যর্থ হয়ে সন্ধ্যা ৭টায় উদ্ধার কাজের সমাপ্তি ঘোষণা করেন।
কাউনিয়া থানার পরিদর্শক (তদন্ত) ফরহাদ হোসেন বলেন, ‘আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে আসি। ফায়ার সার্ভিস দলের সঙ্গে আমাদের পুলিশ সদস্যরাও উদ্ধার কাজে নেমে পড়েন।’
কাউনিয়া ফায়ার সার্ভিস অফিসের সাব স্টেশন অফিসার সামসুল আলম বলেন, ‘খবর পেয়েই আমরা ঘটনাস্থলে আসি এবং রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলও ঘটনাস্থলে আসে। সবাই মিলে প্রায় চার ঘণ্টা নদীর ভাটিতে উদ্ধার কাজ চালাই। কিন্তু তাঁকে পাওয়া যায়নি। সন্ধ্যা হওয়ায় উদ্ধার কাজ বন্ধ রাখা হয়েছে। মেয়েটির কোনো নিশানা পেলে বুধবার আবার উদ্ধার কাজ শুরু করা হবে।’
মায়ের সামনেই তিস্তা রেলওয়ে সেতুর ৪ নম্বর পিলারের ওপর থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন এক তরুণী। নিখোঁজ তরুণীকে খুঁজতে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ৪ ঘণ্টা চেষ্টা করে ব্যর্থ হয়ে উদ্ধারকাজ সমাপ্ত ঘোষণা করেছে।
মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে তিস্তা রেল সেতুর কাউনিয়া প্রান্তে এ ঘটনা ঘটে। তিস্তায় নিখোঁজ কাকলি (১৯) রংপুর শহরের লালবাগ এলাকার আব্দুল কাউয়ুমের মেয়ে।
ফায়ার সার্ভিস, পুলিশ এবং ওই শিক্ষার্থীর স্বজনেরা জানান, মেয়েটি এবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছেন। মঙ্গলবার তাঁর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার কথা ছিল। এ নিয়ে পরিবারের সঙ্গে কয়েক দিন ধরে ঝগড়াঝাঁটি হয়। দুদিন আগে পরিবারের কাউকে না বলে বাড়ি থেকে বেরিয়ে কাউনিয়া এলাকায় আত্মীয়ের বাড়িতে ওঠেন। মঙ্গলবার দুপুরে মা ফেরদৌসী বেগম তাঁকে নিতে সেই আত্মীয়ের বাড়ি যান। মা–মেয়ে রংপুরের উদ্দেশে অটোরিকশা নিয়ে যাত্রা করেন। পথে মেয়েটি তিস্তা রেলওয়ে সেতু দেখা কথা বলে অটোরিকশা থামান। এরপর রেলসেতুর কাছে গিয়ে দাঁড়ায়। মা অটোরিকশা থেকে নামার আগেই দৌড়ে রেলসেতুর ৪ নম্বর পিলারে গিয়ে উঠে বলেন, ‘মা আমি গেলাম, আমাকে আর তোমরা কেউ খুঁজে পাবে না।’
এই বলেই কাকলি তিস্তা নদীতে লাভ দেন। সঙ্গে থাকা ব্যাগ, ছাতা ও স্যান্ডেল পিলারেই রেখে গেছেন। মা ও উপস্থিত লোকজন চিৎকার করতে থাকেন। তাঁদের সামনেই নদীতে তলিয়ে যান কাকলি। পরে কাউনিয়া থানা-পুলিশ, ফায়ার সার্ভিস ও রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল আসে। তাঁরা ব্যর্থ হয়ে সন্ধ্যা ৭টায় উদ্ধার কাজের সমাপ্তি ঘোষণা করেন।
কাউনিয়া থানার পরিদর্শক (তদন্ত) ফরহাদ হোসেন বলেন, ‘আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে আসি। ফায়ার সার্ভিস দলের সঙ্গে আমাদের পুলিশ সদস্যরাও উদ্ধার কাজে নেমে পড়েন।’
কাউনিয়া ফায়ার সার্ভিস অফিসের সাব স্টেশন অফিসার সামসুল আলম বলেন, ‘খবর পেয়েই আমরা ঘটনাস্থলে আসি এবং রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলও ঘটনাস্থলে আসে। সবাই মিলে প্রায় চার ঘণ্টা নদীর ভাটিতে উদ্ধার কাজ চালাই। কিন্তু তাঁকে পাওয়া যায়নি। সন্ধ্যা হওয়ায় উদ্ধার কাজ বন্ধ রাখা হয়েছে। মেয়েটির কোনো নিশানা পেলে বুধবার আবার উদ্ধার কাজ শুরু করা হবে।’
রাজধানীর আজিমপুরে মেডিকেল স্টাফ কোয়ার্টারের একটি বাসায় দিনদুপুরে ডাকাতিসহ বাচ্চাকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার দুপুরে লালবাগ টাওয়ারের পাশে ফারজানা আক্তার নামের এক নারীর বাসায় এ ঘটনা ঘটে
৫ মিনিট আগেবরগুনা সদরের ঘটবাড়িয়া গ্রামের আবদুল লতিফ ফরায়েজীর স্ত্রী জাহানারা বেগমকে (৬০) প্রায় ২৫ বছর পর খুঁজে পেয়েছে তাঁর স্বজনেরা। আজ শুক্রবার দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া বাজার এলাকা থেকে তাঁকে নিয়ে যান স্বজনেরা। ১৯৯৯ সালে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে নিখোঁজ হয়েছিলেন তিনি।
১৩ মিনিট আগেসিলেটে ছাত্র-জনতার আন্দোলনে হামলা-গুলির অভিযোগে করা মামলায় সিলেট মহানগর যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২৮ মিনিট আগেকবির বলেন, ‘আমার ছেলে তো কোনো রাজনীতি করত না। কোনো অন্যায় করেনি। তাহলে কেন এভাবে তাকে হত্যা করা হলো? সায়েম দেশের জন্য শহীদ হলেও সরকার থেকে বা অন্য কেউ কোনো খবর নিতে আসেনি।’
৩৯ মিনিট আগে