বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
ভারত ট্রাকের স্লট বুকিং না দেওয়ায় দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি বন্ধ রয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টা থেকে এই বন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি বন্ধ রেখেছেন ভারতীয় ব্যবসায়ীরা।
হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন।
হিলি কাস্টমস কর্মকর্তা শফিউল ইসলাম বলেন, ‘ভারত থেকে গতকাল মঙ্গলবার দুপুর ১২টার পর থেকে কোনো ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশ করেনি তবে বাংলাদেশ থেকে রপ্তানি স্বাভাবিক রয়েছে। তাতে হিলি স্থলবন্দর দিয়ে সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত মাত্র পাঁচটি ট্রাক পণ্য নিয়ে দেশে ঢুকেছে। কী কারণে ভারত সরকার পণ্য রপ্তানি বন্ধ রেখেছে, সে বিষয়ে আমাদের কোনো চিঠি দেওয়া হয়নি।’
এদিকে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, রপ্তানির ক্ষেত্রে আলু ও পেঁয়াজবাহী ভারতীয় ট্রাকের অনলাইন স্লট বুকিং বন্ধ করে দেওয়ার প্রতিবাদে বাংলাদেশে সব ধরনের পণ্য পরিবহন বন্ধ রেখেছেন ভারতের ব্যবসায়ীরা। দাম বৃদ্ধির অজুহাতে পশ্চিমবঙ্গ সরকার গত রোববার থেকে এই দুটি পণ্যবাহী ট্রাকের অনলাইন স্লট বুকিং বন্ধ করে দেয়। ফলে গতকাল দুপুর ১২টা থেকে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পণ্যবাহী ভারতীয় কোনো ট্রাক বন্দরে প্রবেশ করেনি।
ভারতের ব্যবসায়ী পাপ্পু আগরওয়াল বলেন, বাংলাদেশে রপ্তানি না করার জন্য আলু ও পেঁয়াজবাহী ট্রাকের অনলাইন স্লট বুকিং বন্ধ করে দেয় পশ্চিমবঙ্গ সরকার। হঠাৎ পশ্চিমবঙ্গ সরকারের এমন সিদ্ধান্তে শতাধিক আলু ও পেঁয়াজবাহী ভারতীয় ট্রাক বাংলাদেশে যাওয়ার অপেক্ষায় সীমান্তের কাছে আটকা পড়ে। এসব ট্রাকে এই দুটি পণ্য লোড থাকায় নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। তাই গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে আমরা পেঁয়াজবাহী একটি ট্রাক বাংলাদেশে রপ্তানির জন্য বন্দরের গেটে পাঠাই। এ সময় পুলিশ আটকে দিলে ব্যবসায়ীরা উত্তেজিত হয়ে পেঁয়াজবাহী ট্রাকটি বন্দরের প্রবেশমুখে রেখে দেয়। তাতে হিলি স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য পরিবহন বন্ধ হয়ে যায়।
পাপ্পু আগরওয়াল আরও বলেন, ‘পশ্চিমবঙ্গ সরকার আলু ও পেঁয়াজবাহী ট্রাকের অনলাইন স্লট বুকিং চালু না করা পর্যন্ত আমরা বাংলাদেশে কোনো রপ্তানি পণ্যবাহী ট্রাক যেতে দেব না। এ বিষয়ে আমরা আমাদের ব্যবসায়ী সংগঠনের মিটিং করেছি। আমাদের সিদ্ধান্ত হলো অনলাইন স্লট বুকিং চালু করে রপ্তানি করতে দিতে হবে। অন্যথায় সব ধরনের পণ্য পরিবহন বন্ধ থাকবে। বিষয়টি রাজ্যসহ কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি।’
ভারত ট্রাকের স্লট বুকিং না দেওয়ায় দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি বন্ধ রয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টা থেকে এই বন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি বন্ধ রেখেছেন ভারতীয় ব্যবসায়ীরা।
হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন।
হিলি কাস্টমস কর্মকর্তা শফিউল ইসলাম বলেন, ‘ভারত থেকে গতকাল মঙ্গলবার দুপুর ১২টার পর থেকে কোনো ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশ করেনি তবে বাংলাদেশ থেকে রপ্তানি স্বাভাবিক রয়েছে। তাতে হিলি স্থলবন্দর দিয়ে সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত মাত্র পাঁচটি ট্রাক পণ্য নিয়ে দেশে ঢুকেছে। কী কারণে ভারত সরকার পণ্য রপ্তানি বন্ধ রেখেছে, সে বিষয়ে আমাদের কোনো চিঠি দেওয়া হয়নি।’
এদিকে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, রপ্তানির ক্ষেত্রে আলু ও পেঁয়াজবাহী ভারতীয় ট্রাকের অনলাইন স্লট বুকিং বন্ধ করে দেওয়ার প্রতিবাদে বাংলাদেশে সব ধরনের পণ্য পরিবহন বন্ধ রেখেছেন ভারতের ব্যবসায়ীরা। দাম বৃদ্ধির অজুহাতে পশ্চিমবঙ্গ সরকার গত রোববার থেকে এই দুটি পণ্যবাহী ট্রাকের অনলাইন স্লট বুকিং বন্ধ করে দেয়। ফলে গতকাল দুপুর ১২টা থেকে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পণ্যবাহী ভারতীয় কোনো ট্রাক বন্দরে প্রবেশ করেনি।
ভারতের ব্যবসায়ী পাপ্পু আগরওয়াল বলেন, বাংলাদেশে রপ্তানি না করার জন্য আলু ও পেঁয়াজবাহী ট্রাকের অনলাইন স্লট বুকিং বন্ধ করে দেয় পশ্চিমবঙ্গ সরকার। হঠাৎ পশ্চিমবঙ্গ সরকারের এমন সিদ্ধান্তে শতাধিক আলু ও পেঁয়াজবাহী ভারতীয় ট্রাক বাংলাদেশে যাওয়ার অপেক্ষায় সীমান্তের কাছে আটকা পড়ে। এসব ট্রাকে এই দুটি পণ্য লোড থাকায় নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। তাই গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে আমরা পেঁয়াজবাহী একটি ট্রাক বাংলাদেশে রপ্তানির জন্য বন্দরের গেটে পাঠাই। এ সময় পুলিশ আটকে দিলে ব্যবসায়ীরা উত্তেজিত হয়ে পেঁয়াজবাহী ট্রাকটি বন্দরের প্রবেশমুখে রেখে দেয়। তাতে হিলি স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য পরিবহন বন্ধ হয়ে যায়।
পাপ্পু আগরওয়াল আরও বলেন, ‘পশ্চিমবঙ্গ সরকার আলু ও পেঁয়াজবাহী ট্রাকের অনলাইন স্লট বুকিং চালু না করা পর্যন্ত আমরা বাংলাদেশে কোনো রপ্তানি পণ্যবাহী ট্রাক যেতে দেব না। এ বিষয়ে আমরা আমাদের ব্যবসায়ী সংগঠনের মিটিং করেছি। আমাদের সিদ্ধান্ত হলো অনলাইন স্লট বুকিং চালু করে রপ্তানি করতে দিতে হবে। অন্যথায় সব ধরনের পণ্য পরিবহন বন্ধ থাকবে। বিষয়টি রাজ্যসহ কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি।’
হবিগঞ্জের আজমিরীগঞ্জে সমিতির তহবিলের হিসাব চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) অন্তত ৩০ জন আহত হয়েছেন। আজ বুধবার সকাল ৯টার দিকে উপজেলার জলসুখা ইউনিয়নের নোয়াগড় গ্রামে এ ঘটনা ঘটে।
৯ মিনিট আগেচট্টগ্রাম নগরীর মেথরপট্টি গলির নিলয় স্বজন ভবনের সামনে এখনো ছোপ ছোপ রক্ত। ইসকন সমর্থকদের হাতে হত্যাকাণ্ডের শিকার হওয়া আইনজীবী সাইফুল ইসলাম আলিফের রক্ত। এই ভবনের সামনেই তাঁকে উপর্যুপরি কুপিয়ে ও ইটে থেঁতলে হত্যা করা হয়। ইসকন সমর্থকেরা আলিফকে যখন মেথরপট্টির গলির পূর্ব দিক থেকে ধাওয়া দেয় তখন তিনি পা পিছল
৩৩ মিনিট আগেমুন্সিগঞ্জের শ্রীনগরে নিখোঁজের তিনদিন পর সিঙ্গাপুর প্রবাসী রমজান মুন্সী (৪০) নামে এক ব্যক্তির বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের গাদিঘাট এলাকার ষোলঘর খাল থেকে লাশটি উদ্ধার হয়।
৩৪ মিনিট আগেঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজনের রিমান্ড আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার ঠাকুরগাঁও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান শুনানি শেষে একদিনের জন্য জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।
৩৭ মিনিট আগে