শিপুল ইসলাম, রংপুর
রংপুর সিটি করপোরেশনে (রসিক) গত মঙ্গলবারের নির্বাচনে জাতীয় পার্টির মেয়রপ্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফার কাছে শোচনীয়ভাবে পরাজিত হয়েছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া। হারিয়েছেন জামানতও। তবে ওয়ার্ড কাউন্সিলর পদে আওয়ামী লীগের মুখরক্ষা হয়েছে। সাধারণ ও সংরক্ষিত নারী কাউন্সিলরের মোট ৪৪ টির মধ্যে ১৩টি পদ পেয়েছে আওয়ামী লীগ।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ৩০ নম্বর ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের একজন নির্বাচিত হওয়ায় মঙ্গলবার ৪৩ পদে ভোট হয়। এতে স্বতন্ত্র ২০, আওয়ামী লীগের ১২, জাতীয় পার্টির ৯ ও বাসদের একজন নির্বাচিত হন। স্বতন্ত্রের মধ্যে একজন বিএনপি ও একজন যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত। আর ২৬ নম্বর ওয়ার্ডে দুই প্রার্থী সমান সংখ্যক ভোট পাওয়ায় সেখানে পুনরায় নির্বাচন হবে।
সাধারণ কাউন্সিলর পদে জয়ী আওয়ামী লীগের প্রার্থীরা হলেন ২ নম্বর ওয়ার্ডে গোলাম সরোয়ার মির্জা, ৪ নম্বরে হারাধন চন্দ্র রায়, ১৩ নম্বরে ফজলে এলাহী, ১৫ নম্বরে জাকারিয়া আলম, ১৬ নম্বরে আমিনুর রহমান, ১৭ নম্বরে আবদুল গাফফার, ২০ নম্বরে তৌহিদুল ইসলাম, ২৪ নম্বরে রফিকুল ইসলাম, ২৮ নম্বরে শাহাদত হোসেন, ২৯ নম্বরে হারুন অর রশিদ, ২২ নম্বরে মিজানুর রহমান, ৩২ নম্বরে শাহাদৎ হোসেন। সেই সঙ্গে ৩০ নম্বর ওয়ার্ডে জাহাঙ্গীর আলম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
জাতীয় পার্টি থেকে কাউন্সিলর হলেন ১ নম্বর ওয়ার্ডে রফিকুল ইসলাম, ৩ নম্বরে আসেক আলী, ১৯ নম্বরে মাহমুদুর রহমান, ২১ নম্বরে মাহাবুবার রহমান, ৩১ নম্বরে সামসুল হক ও ৩৩ নম্বরে মিনাজুল ইসলাম।
জয়ী স্বতন্ত্র প্রার্থীরা হলেন ৫ নম্বর ওয়ার্ডে মোখলেছুর রহমান, ৬ নম্বরে আবু হাসান চঞ্চল, ৭ নম্বরে আনোয়ারুল ইসলাম, ৮ নম্বরে আফসার আলী, ৯ নম্বরে নজরুল ইসলাম দেওয়ানী, ১০ নম্বরে কামরুজ্জামান, ১১ নম্বরে ওয়াজেদুল আরেফীন, ১২ নম্বরে মকবুল হোসেন (বিএনপি), ১৮ নম্বরে মাসুদ রানা, ২৩ নম্বরে লিটন পারভেজ (যুবদল), ২৫ নম্বরে নুরুন্নবী ফুলু ও ২৭ নম্বরে রেজওয়ার আল মেহেদী। বাসদ থেকে জয় পেয়েছেন ১৪ নম্বরে মমদেল হোসেন সরকার।
সংরক্ষিত নারী কাউন্সিল পদে নির্বাচিত ১১ জনের মধ্যে ১ নম্বর ওয়ার্ডে দিলারা বেগম, ২ নম্বরে সুলতানা পারভিন, ৪ নম্বরে শামীমা আকতার, ৫ নম্বরে মোসলেমা বেগম, ৬ নম্বরে জাহেদা আনোয়ারী, ৯ নম্বরে মনোয়ারা সুলতানা, ১০ নম্বরে সাজমিন নাহার শিউলি ও ১১ নম্বরে ঝরনা খাতুন স্বতন্ত্র প্রার্থী ছিলেন। এ ছাড়া ৩ নম্বরে মোছলেমা বেগম, ৭ নম্বরে ফেরদৌসী বেগম ও ৮ নম্বরে হাসনা বানু জাপার হয়ে জয়ী হন।
রংপুর সিটি করপোরেশনে (রসিক) গত মঙ্গলবারের নির্বাচনে জাতীয় পার্টির মেয়রপ্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফার কাছে শোচনীয়ভাবে পরাজিত হয়েছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া। হারিয়েছেন জামানতও। তবে ওয়ার্ড কাউন্সিলর পদে আওয়ামী লীগের মুখরক্ষা হয়েছে। সাধারণ ও সংরক্ষিত নারী কাউন্সিলরের মোট ৪৪ টির মধ্যে ১৩টি পদ পেয়েছে আওয়ামী লীগ।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ৩০ নম্বর ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের একজন নির্বাচিত হওয়ায় মঙ্গলবার ৪৩ পদে ভোট হয়। এতে স্বতন্ত্র ২০, আওয়ামী লীগের ১২, জাতীয় পার্টির ৯ ও বাসদের একজন নির্বাচিত হন। স্বতন্ত্রের মধ্যে একজন বিএনপি ও একজন যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত। আর ২৬ নম্বর ওয়ার্ডে দুই প্রার্থী সমান সংখ্যক ভোট পাওয়ায় সেখানে পুনরায় নির্বাচন হবে।
সাধারণ কাউন্সিলর পদে জয়ী আওয়ামী লীগের প্রার্থীরা হলেন ২ নম্বর ওয়ার্ডে গোলাম সরোয়ার মির্জা, ৪ নম্বরে হারাধন চন্দ্র রায়, ১৩ নম্বরে ফজলে এলাহী, ১৫ নম্বরে জাকারিয়া আলম, ১৬ নম্বরে আমিনুর রহমান, ১৭ নম্বরে আবদুল গাফফার, ২০ নম্বরে তৌহিদুল ইসলাম, ২৪ নম্বরে রফিকুল ইসলাম, ২৮ নম্বরে শাহাদত হোসেন, ২৯ নম্বরে হারুন অর রশিদ, ২২ নম্বরে মিজানুর রহমান, ৩২ নম্বরে শাহাদৎ হোসেন। সেই সঙ্গে ৩০ নম্বর ওয়ার্ডে জাহাঙ্গীর আলম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
জাতীয় পার্টি থেকে কাউন্সিলর হলেন ১ নম্বর ওয়ার্ডে রফিকুল ইসলাম, ৩ নম্বরে আসেক আলী, ১৯ নম্বরে মাহমুদুর রহমান, ২১ নম্বরে মাহাবুবার রহমান, ৩১ নম্বরে সামসুল হক ও ৩৩ নম্বরে মিনাজুল ইসলাম।
জয়ী স্বতন্ত্র প্রার্থীরা হলেন ৫ নম্বর ওয়ার্ডে মোখলেছুর রহমান, ৬ নম্বরে আবু হাসান চঞ্চল, ৭ নম্বরে আনোয়ারুল ইসলাম, ৮ নম্বরে আফসার আলী, ৯ নম্বরে নজরুল ইসলাম দেওয়ানী, ১০ নম্বরে কামরুজ্জামান, ১১ নম্বরে ওয়াজেদুল আরেফীন, ১২ নম্বরে মকবুল হোসেন (বিএনপি), ১৮ নম্বরে মাসুদ রানা, ২৩ নম্বরে লিটন পারভেজ (যুবদল), ২৫ নম্বরে নুরুন্নবী ফুলু ও ২৭ নম্বরে রেজওয়ার আল মেহেদী। বাসদ থেকে জয় পেয়েছেন ১৪ নম্বরে মমদেল হোসেন সরকার।
সংরক্ষিত নারী কাউন্সিল পদে নির্বাচিত ১১ জনের মধ্যে ১ নম্বর ওয়ার্ডে দিলারা বেগম, ২ নম্বরে সুলতানা পারভিন, ৪ নম্বরে শামীমা আকতার, ৫ নম্বরে মোসলেমা বেগম, ৬ নম্বরে জাহেদা আনোয়ারী, ৯ নম্বরে মনোয়ারা সুলতানা, ১০ নম্বরে সাজমিন নাহার শিউলি ও ১১ নম্বরে ঝরনা খাতুন স্বতন্ত্র প্রার্থী ছিলেন। এ ছাড়া ৩ নম্বরে মোছলেমা বেগম, ৭ নম্বরে ফেরদৌসী বেগম ও ৮ নম্বরে হাসনা বানু জাপার হয়ে জয়ী হন।
আজ শুক্রবার সকাল থেকে মসজিদের সামনে অবস্থান নিয়েছে সাদপন্থীরা। সকাল থেকে মসজিদে প্রবেশ করেন শত শত সাদপন্থী। তাঁদের লক্ষ্য, লাখো মুসল্লির সমাগমে জুমার নামাজ আদায় করে নিজেদের অবস্থান ও শক্তি জানান দেওয়া। জমায়েতের চাপে আশপাশে সব রাস্তা বন্ধ হয়ে গেছে।
৮ মিনিট আগেবাড়ির আঙিনায় বেড়া দেওয়া নিয়ে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় শ্যালকের শাবলের আঘাতে দুলাভাইয়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার পৌরশহরের কালিনগর মহল্লায় এ ঘটনা ঘটে। শুক্রবার সকালে অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
২১ মিনিট আগেগাইবান্ধার গোবিন্দগঞ্জে দোকানে সিগারেট না পেয়ে ছুরিকাঘাতে বিএনপি-জামায়াতের ৬ নেতা-কর্মীকে আহত করার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা মারুফ হাসানের বিরুদ্ধে। ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার পৌর শহরের চৌমাথা মোড়ে এ ঘটনা ঘটে।
২৬ মিনিট আগেযশোর হর্টিকালচার সেন্টারে বিক্রির তালিকায় থাকা সব গাছ সেন্টারে নেই। উদ্যানে নিজস্বভাবে চারা উৎপাদনের জন্য ‘রিভলভিং’ ফান্ডের মাধ্যমে অর্থ বরাদ্দ দেওয়া থাকলেও সেটি করা হচ্ছে না। চারা উৎপাদন না করে বাইরে থেকে কম দামে মানহীন চারা এনে উদ্যানে রেখে বিক্রি করা হচ্ছে। সেন্টারে একটি ভার্মি কম্পোস্ট প্ল্যান্ট
১ ঘণ্টা আগে