মো. তারেক রহমান, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের দুই নেতা খুন হয়েছেন। তাঁদের সঙ্গে ঘটনাস্থলে আওয়ামী লীগের আরও দুই কর্মী ছিলেন। আহতাবস্থায় পালিয়ে রক্ষা পাওয়া দুই ব্যক্তিরা ছাড়াও প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় উঠে এসেছে গতকাল বৃহস্পতিবারের হামলার রোমহর্ষ বর্ণনা।
প্রত্যক্ষদর্শীদের বয়ানে, ঘড়িতে সময় রাত ৮টা। চারদিকে মাইকে এশার আজান হচ্ছে। এমন সময় রাণীহাটি ডিগ্রি কলেজের সামনে চেয়ার পেতে গল্প করছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ সদস্য ও নয়ালাভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, একই ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও হরিনগর হাইস্কুলের সহকারী শিক্ষক আব্দুল মতিন, আওয়ামী লীগ কর্মী টিটো ও আব্দুর রহিম বাদশা।
এ সময় হঠাৎ তাঁদের ওপর এসে পড়ে একটি হাতবোমা। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন আব্দুস সালাম ও আব্দুল মতিন। আহতাবস্থায় পালিয়ে রক্ষা পান আব্দুর রহিম ও টিটো। এরপরই ছোড়া হয় গুলি। ২০-২৫ জনের একটি দল ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে সালাম ও মতিনের। এরপরেই তারা প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
খবর পেয়ে সালামের মরদেহ নেওয়া হয় বাড়িতে ও মতিনের মরদেহ জেলা হাসপাতালে। এরপরই উত্তপ্ত হয়ে ওঠে নয়ালাভাঙ্গা।
ভাগ্যক্রমে প্রাণে বেঁচে যাওয়া আব্দুর রহিম বাদশা আজকের পত্রিকাকে বলেন, ‘সালামকে হত্যার জন্য মরিয়া হয়ে উঠেছিল শিবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও নয়ালাভাঙ্গা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফুল হক। তাঁর নির্দেশেই হত্যা করতে রাতের অন্ধকারে প্রাইভেট কার ও বাড়িতে হামলা চালানো হয়। সে দুই দফায় প্রাণে বেঁচে যান সালাম। কিন্তু এবার বাঁচানো গেল না। পরিকল্পনা করেই হত্যা করা হলো।’
বাদশা বলেন, ‘গত ২৪ মার্চ রাত সাড়ে ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে নিজ বাড়ি ফেরার পথে চৌধুরী মোড়ে সালামকে বহনকারী প্রাইভেট কারে অতর্কিত হাতবোমা নিক্ষেপ করা হয়। ওই দিন প্রাইভেট কারটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হলেও সবাই অক্ষত থাকি। এরপর আবারও হত্যার উদ্দেশ্যে রাতের অন্ধকারে বাড়ি ঘিরে ব্যাপক হাতবোমা নিক্ষেপ করা হয়। সেদিনও প্রতিবেশীরা এগিয়ে এলে পালিয়ে যায় সন্ত্রাসীরা।’
নিহত সালামের ভাতিজা মো. রনি বলেন, ‘বিএনপি নেতা আশরাফ বহু মানুষকে খুন করেছে। যাকে মন চেয়েছে তাকেই পঙ্গু বানিয়েছে। সঠিক বিচার না হওয়ার কারণে বারবার পার পেয়ে গেছে। তার জন্যই আরও বেপরোয়া হয়ে উঠে। সব কটি হত্যাকাণ্ডের বিচার হলে তার ক্যাডার বাহিনীর হাতে সাধারণ মানুষকে জীবন দিতে হতো না।’
সালামের রাজনৈতিক সহকর্মীরা জানান, স্থানীয় রাজনীতিতে আশরাফ প্রতিপক্ষ রাখতে চান না। তিনি যাকেই প্রতিপক্ষ মনে করেন, যেকোনো কৌশলে দুনিয়া থেকে বিদায় করে দেন। মানুষ খুন ও লুটপাটের জন্য তাঁর নিজস্ব ক্যাডার বাহিনী রয়েছে। যারা প্রায় সময় হাতে ককটেল নিয়ে ঘোরাফেরা করেন। তিনি হুকুম করলেই সংঘটিত হয় হত্যাসহ নানান অপরাধ। তাঁর হুকুমে সালাম ও মতিন হত্যার পর এখন তিনি পলাতক আছেন। সব হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
নিহত আব্দুস সালামের স্ত্রী ফেরদৌসী বেগম বলেন, ‘স্থানীয় ইউপি সদস্য আলম হোসেন হত্যা মামলার আসামি ছিলেন আব্দুস সালাম। এ মামলাটি সমাধানের চেষ্টা করছিলেন সালামসহ দুপক্ষের লোকজন। কিন্তু আশরাফ মীমাংসার নামে নাটক করেছে। সে আমার স্বামীর ওপর হামলার জন্য নির্দেশ দিয়েছে। আমার স্বামী হত্যায় আশরাফ মূল পরিকল্পনাকারী।’
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. ছাইদুল হাসান বলেন, ‘কোনো হত্যাকাণ্ডই কাম্য নয়। পুলিশ সব অপরাধের তদন্ত করে বিচারের মুখোমুখি করে। সালাম ও মতিন হত্যাকাণ্ডের সঠিক তদন্ত হবে। যারা দোষী, তাদের শাস্তি নিশ্চিত করা হবে।’
তিনি আরও বলেন, নয়ালাভাঙ্গায় পরিবেশ স্বাভাবিক রাখতে রাত থেকেই পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকারীদের ধরতে পুলিশের সদস্যরা মাঠে কাজ করছেন।
এদিকে আজ শুক্রবার দুপুরে জেলা হাসপাতাল থেকে নিহত দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে বিকেল সাড়ে ৪টার দিকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এতে সালামের রাজনৈতিক সহকর্মীসহ অসংখ্য মুসল্লি অংশগ্রহণ করেন।
এ সময় বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ নজমুল কবির মুক্তা, সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান এডুসহ জেলা ও উপজেলার আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের দুই নেতা খুন হয়েছেন। তাঁদের সঙ্গে ঘটনাস্থলে আওয়ামী লীগের আরও দুই কর্মী ছিলেন। আহতাবস্থায় পালিয়ে রক্ষা পাওয়া দুই ব্যক্তিরা ছাড়াও প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় উঠে এসেছে গতকাল বৃহস্পতিবারের হামলার রোমহর্ষ বর্ণনা।
প্রত্যক্ষদর্শীদের বয়ানে, ঘড়িতে সময় রাত ৮টা। চারদিকে মাইকে এশার আজান হচ্ছে। এমন সময় রাণীহাটি ডিগ্রি কলেজের সামনে চেয়ার পেতে গল্প করছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ সদস্য ও নয়ালাভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, একই ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও হরিনগর হাইস্কুলের সহকারী শিক্ষক আব্দুল মতিন, আওয়ামী লীগ কর্মী টিটো ও আব্দুর রহিম বাদশা।
এ সময় হঠাৎ তাঁদের ওপর এসে পড়ে একটি হাতবোমা। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন আব্দুস সালাম ও আব্দুল মতিন। আহতাবস্থায় পালিয়ে রক্ষা পান আব্দুর রহিম ও টিটো। এরপরই ছোড়া হয় গুলি। ২০-২৫ জনের একটি দল ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে সালাম ও মতিনের। এরপরেই তারা প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
খবর পেয়ে সালামের মরদেহ নেওয়া হয় বাড়িতে ও মতিনের মরদেহ জেলা হাসপাতালে। এরপরই উত্তপ্ত হয়ে ওঠে নয়ালাভাঙ্গা।
ভাগ্যক্রমে প্রাণে বেঁচে যাওয়া আব্দুর রহিম বাদশা আজকের পত্রিকাকে বলেন, ‘সালামকে হত্যার জন্য মরিয়া হয়ে উঠেছিল শিবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও নয়ালাভাঙ্গা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফুল হক। তাঁর নির্দেশেই হত্যা করতে রাতের অন্ধকারে প্রাইভেট কার ও বাড়িতে হামলা চালানো হয়। সে দুই দফায় প্রাণে বেঁচে যান সালাম। কিন্তু এবার বাঁচানো গেল না। পরিকল্পনা করেই হত্যা করা হলো।’
বাদশা বলেন, ‘গত ২৪ মার্চ রাত সাড়ে ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে নিজ বাড়ি ফেরার পথে চৌধুরী মোড়ে সালামকে বহনকারী প্রাইভেট কারে অতর্কিত হাতবোমা নিক্ষেপ করা হয়। ওই দিন প্রাইভেট কারটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হলেও সবাই অক্ষত থাকি। এরপর আবারও হত্যার উদ্দেশ্যে রাতের অন্ধকারে বাড়ি ঘিরে ব্যাপক হাতবোমা নিক্ষেপ করা হয়। সেদিনও প্রতিবেশীরা এগিয়ে এলে পালিয়ে যায় সন্ত্রাসীরা।’
নিহত সালামের ভাতিজা মো. রনি বলেন, ‘বিএনপি নেতা আশরাফ বহু মানুষকে খুন করেছে। যাকে মন চেয়েছে তাকেই পঙ্গু বানিয়েছে। সঠিক বিচার না হওয়ার কারণে বারবার পার পেয়ে গেছে। তার জন্যই আরও বেপরোয়া হয়ে উঠে। সব কটি হত্যাকাণ্ডের বিচার হলে তার ক্যাডার বাহিনীর হাতে সাধারণ মানুষকে জীবন দিতে হতো না।’
সালামের রাজনৈতিক সহকর্মীরা জানান, স্থানীয় রাজনীতিতে আশরাফ প্রতিপক্ষ রাখতে চান না। তিনি যাকেই প্রতিপক্ষ মনে করেন, যেকোনো কৌশলে দুনিয়া থেকে বিদায় করে দেন। মানুষ খুন ও লুটপাটের জন্য তাঁর নিজস্ব ক্যাডার বাহিনী রয়েছে। যারা প্রায় সময় হাতে ককটেল নিয়ে ঘোরাফেরা করেন। তিনি হুকুম করলেই সংঘটিত হয় হত্যাসহ নানান অপরাধ। তাঁর হুকুমে সালাম ও মতিন হত্যার পর এখন তিনি পলাতক আছেন। সব হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
নিহত আব্দুস সালামের স্ত্রী ফেরদৌসী বেগম বলেন, ‘স্থানীয় ইউপি সদস্য আলম হোসেন হত্যা মামলার আসামি ছিলেন আব্দুস সালাম। এ মামলাটি সমাধানের চেষ্টা করছিলেন সালামসহ দুপক্ষের লোকজন। কিন্তু আশরাফ মীমাংসার নামে নাটক করেছে। সে আমার স্বামীর ওপর হামলার জন্য নির্দেশ দিয়েছে। আমার স্বামী হত্যায় আশরাফ মূল পরিকল্পনাকারী।’
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. ছাইদুল হাসান বলেন, ‘কোনো হত্যাকাণ্ডই কাম্য নয়। পুলিশ সব অপরাধের তদন্ত করে বিচারের মুখোমুখি করে। সালাম ও মতিন হত্যাকাণ্ডের সঠিক তদন্ত হবে। যারা দোষী, তাদের শাস্তি নিশ্চিত করা হবে।’
তিনি আরও বলেন, নয়ালাভাঙ্গায় পরিবেশ স্বাভাবিক রাখতে রাত থেকেই পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকারীদের ধরতে পুলিশের সদস্যরা মাঠে কাজ করছেন।
এদিকে আজ শুক্রবার দুপুরে জেলা হাসপাতাল থেকে নিহত দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে বিকেল সাড়ে ৪টার দিকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এতে সালামের রাজনৈতিক সহকর্মীসহ অসংখ্য মুসল্লি অংশগ্রহণ করেন।
এ সময় বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ নজমুল কবির মুক্তা, সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান এডুসহ জেলা ও উপজেলার আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
যশোর হর্টিকালচার সেন্টারে বিক্রির তালিকায় থাকা সব গাছ সেন্টারে নেই। উদ্যানে নিজস্বভাবে চারা উৎপাদনের জন্য ‘রিভলভিং’ ফান্ডের মাধ্যমে অর্থ বরাদ্দ দেওয়া থাকলেও সেটি করা হচ্ছে না। চারা উৎপাদন না করে বাইরে থেকে কম দামে মানহীন চারা এনে উদ্যানে রেখে বিক্রি করা হচ্ছে। সেন্টারে একটি ভার্মি কম্পোস্ট প্ল্যান্ট
৪০ মিনিট আগেচট্টগ্রামের রাউজানে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় মাসুদ নামের এক পথচারী গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেগতকাল বৃহস্পতিবার দিবাগত আড়াইটার দিকে ধানমন্ডি–১৫–এর একটি পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় ঘটনাটি ঘটে। আহত অবস্থায় বাসার ভাড়াটিয়ারা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক ভোর পৌনে ৪টার দিকে মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগেকিশোরগঞ্জের কটিয়াদীতে প্রথম স্ত্রীর বাসায় যাওয়ায় স্বামীকে তাঁর দ্বিতীয় স্ত্রী হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। গত বুধবার গভীর রাতে পৌর এলাকার পশ্চিমপাড়ার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে