স্টেশন পরিচ্ছন্ন রাখতে সহযোগিতা চাইলেন পশ্চিমাঞ্চল রেলওয়ের জিএম 

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৪, ১৬: ৩৭

স্টেশনগুলো পরিচ্ছন্ন রাখতে যাত্রীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) মামুনুল ইসলাম। আজ বুধবার সকালে রাজশাহী রেলওয়ে স্টেশনের সচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি সবার প্রতি এ আহ্বান জানান। 

তিনি বলেন, রাজশাহী রেলওয়ে স্টেশন পশ্চিমাঞ্চলের একটি মডেল স্টেশন। স্টেশনটিকে সার্বক্ষণিক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন। তিনি যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার জন্য সবার প্রতি অনুরোধ জানান। 

এ সময় পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর ১৫ জন পরিচ্ছন্নতা কর্মী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেন। এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে রেল কর্মকর্তারা জানিয়েছেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্যিক সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ-পাকিস্তান, শঙ্কায় ভারত

হাসিনা ক্ষমতা ছাড়ার পর দেশ ‘মবের মুল্লুক’: সামিনা লুৎফা

বাংলাদেশের বন্দরে পাকিস্তানের কার্গো জাহাজ, ‘ঐতিহাসিক’ বলা হচ্ছে যে কারণে

পরশুরামে ছুরিকাঘাতে তরুণ নিহত

নির্বাচন সংস্কার কমিশনের সংলাপ শুরু কাল, চলবে পুরো নভেম্বর

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত