চাঁপাইনবাবগঞ্জে কৃষক লীগের যুগ্ম সম্পাদক টুটুলকে স্থায়ীভাবে বহিষ্কার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৩, ১৬: ০৪

চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক মেসবাউল হক টুটুলকে দলীয় পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। গত ৬ অক্টোবর কৃষক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি স্বাক্ষরিত এক পত্রে তাঁকে বহিষ্কার করা হয়। পত্রটি জেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, কৃষক লীগের সভাপতি-সম্পাদক বরাবর পাঠানো হয়েছে।

জেলা কৃষক লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুস সামাদ বকুল আজকের পত্রিকাকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দ্রুত সময়ের মধ্যে শূন্য হওয়া পদটি পূরণ করা হবে।’

চিঠিতে উল্লেখ করা হয়, ২০২২ সালের ৫ ডিসেম্বর জেলা কৃষক লীগের সম্মেলনের দিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য আব্দুল ওদুদের হুজরাপুরের বাড়িতে হামলা হয়। এ ঘটনায় অভিযুক্ত করে হামলার ভিডিও ফুটেজ তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু মেসবাউল হক টুটুল কোনো উত্তর দেননি।

এ ছাড়া গত ২৭ রমজান জেলা যুবলীগ নেতা ও শিবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর খাইরুল আলম জেমকে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগ কেন্দ্রীয় কমিটির কাছে আসে। এর পরিপ্রেক্ষিতে সংগঠনের ২৪ এর (ক) ধারায় সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ করাই তাঁকে কৃষক লীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। বর্তমানে ওই হত্যা মামলায় তিনি কারাগারে আছেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্য সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ–পাকিস্তান, শঙ্কায় ভারত

হাসিনা ক্ষমতা ছাড়ার পর দেশ ‘মবের মুল্লুক’: সামিনা লুৎফা

অধিকৃত অঞ্চলে প্রাকৃতিক সম্পদের সার্বভৌম মালিকানা ফিলিস্তিনিদের, জাতিসংঘে প্রস্তাব পাস

গাজীপুরে বেতন পেলেন ৫ কারখানার সাড়ে ৩ হাজার শ্রমিক, কাজে যোগ দেবে কাল

বিসিএস নিয়োগ: নিজেই রাজনৈতিক সম্পৃক্ততার তথ্য দিয়ে ফেঁসে যাচ্ছেন অনেকে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত