শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুরে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা ফিরোজ আহম্মেদকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পায়ের রগ কেটে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে ।
আজ শনিবার দুপুরে শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত ফিরোজ আহম্মেদ (৪০) বর্তমানে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফিরোজ আহম্মেদ শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়ন (পূর্ব) স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এবং রামেশ্বরপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
স্থানীয়রা জানান, আজ শনিবার দুপুর ১২টার দিকে স্থানীয় এক জামায়াত নেতার নির্দেশে কয়েকজন ফিরোজের ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাঁর বাঁ পায়ের রগ কেটে দেওয়া হয়।
পরে তাঁকে উদ্ধার করে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাঁর অবস্থার অবনতি হলে বগুড়া শজিমেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁর পায়ে অস্ত্রোপচার করা হয়।
শেরপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নূরে আলম সানি আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা এই বর্বর হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। সেই সঙ্গে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোরদার জানাচ্ছি।’
এ বিষয়ে গাড়ীদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জামায়াতে ইসলামীর সাবেক সহসভাপতি তবিবুর রহমান বলেন, ‘বিরোধ নিষ্পত্তির জন্য সকালে আব্দুল করিমের তিন সহোদর নিজেদের জমি মাপ দিচ্ছিল। একপর্যায়ে তাদের মধ্যে কলহ শুরু হলে ঘটনাস্থলে উপস্থিত ফিরোজ আহম্মেদ আহত হয়। এটাকে রাজনৈতিকভাবে দেখা দুঃখজনক।’
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত আমরা কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
বগুড়ার শেরপুরে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা ফিরোজ আহম্মেদকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পায়ের রগ কেটে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে ।
আজ শনিবার দুপুরে শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত ফিরোজ আহম্মেদ (৪০) বর্তমানে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফিরোজ আহম্মেদ শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়ন (পূর্ব) স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এবং রামেশ্বরপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
স্থানীয়রা জানান, আজ শনিবার দুপুর ১২টার দিকে স্থানীয় এক জামায়াত নেতার নির্দেশে কয়েকজন ফিরোজের ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাঁর বাঁ পায়ের রগ কেটে দেওয়া হয়।
পরে তাঁকে উদ্ধার করে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাঁর অবস্থার অবনতি হলে বগুড়া শজিমেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁর পায়ে অস্ত্রোপচার করা হয়।
শেরপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নূরে আলম সানি আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা এই বর্বর হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। সেই সঙ্গে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোরদার জানাচ্ছি।’
এ বিষয়ে গাড়ীদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জামায়াতে ইসলামীর সাবেক সহসভাপতি তবিবুর রহমান বলেন, ‘বিরোধ নিষ্পত্তির জন্য সকালে আব্দুল করিমের তিন সহোদর নিজেদের জমি মাপ দিচ্ছিল। একপর্যায়ে তাদের মধ্যে কলহ শুরু হলে ঘটনাস্থলে উপস্থিত ফিরোজ আহম্মেদ আহত হয়। এটাকে রাজনৈতিকভাবে দেখা দুঃখজনক।’
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত আমরা কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
ফেনীর পরশুরামে কলেজছাত্র এমরান হোসেন রিফাত হত্যার ঘটনায় মামলা হয়েছে। এতে ছয়জনের নাম উল্লেখ করা হয়। তাঁদের মধ্যে দুজনকে গ্রেপ্তার করে আজ শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
৬ মিনিট আগেসিলেটে ২৮০ বস্তা ভারতীয় চিনিসহ আকবর মিয়া (৪২) নামের এক ট্রাকচালককে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে সিলেটের সীমান্তবর্তী এলাকায় চেকপোস্ট বসিয়ে তাঁকে আটক করা হয়।
৯ মিনিট আগেরাজধানীর আজিমপুরে মেডিকেল স্টাফ কোয়ার্টারের একটি বাসায় দিনদুপুরে ডাকাতিসহ বাচ্চাকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার দুপুরে লালবাগ টাওয়ারের পাশে ফারজানা আক্তার নামের এক নারীর বাসায় এ ঘটনা ঘটে...
২৪ মিনিট আগেবরগুনা সদরের ঘটবাড়িয়া গ্রামের আবদুল লতিফ ফরায়েজীর স্ত্রী জাহানারা বেগমকে (৬০) প্রায় ২৫ বছর পর খুঁজে পেয়েছে তাঁর স্বজনেরা। আজ শুক্রবার দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া বাজার এলাকা থেকে তাঁকে নিয়ে যান স্বজনেরা। ১৯৯৯ সালে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে নিখোঁজ হয়েছিলেন তিনি।
৩২ মিনিট আগে