নওগাঁ প্রতিনিধি
নওগাঁয় সিএনজিচালিত অটোরিকশাচালক ও বাস শ্রমিকদের মধ্যে দ্বন্দ্বের জেরে দ্বিতীয় দিনেও আন্তজেলা ও জেলার অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে যাত্রীরা।
অন্যদিকে এই দ্বন্দ্বের জেরে গত সোমবার বিকেল থেকে সিএনজিচালিত অটোরিকশা বন্ধ থাকলেও আজ বুধবার সকাল থেকে সড়কে অটোরিকশা চলাচল স্বাভাবিক দেখা গেছে। অটোরিকশার চালকেরা বলছেন, তাঁদের নিজেদের সংগঠনের সিদ্ধান্তের পর জনগণের ভোগান্তি কমাতে অটোরিকশা চলাচল স্বাভাবিক রেখেছেন তাঁরা। এর আগে অটোরিকশার শ্রমিকেরা বাসশ্রমিকদের মারধরের প্রতিবাদে গতকাল মঙ্গলবার সকাল থেকে বাস চলাচল বন্ধ রাখেন বাস মালিক ও শ্রমিকেরা। পরে অটোরিকশাও চলাচল বন্ধ করে দেন চালকেরা।
আজ সকাল ১০টায় শহরের বালুডাঙ্গা বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, বাস ধর্মঘটের কারণে টার্মিনাল থেকে কোনো বাস ছেড়ে যাচ্ছে না। টার্মিনাল এলাকায় সারিবদ্ধভাবে রাখা হয়েছে বাস। যাত্রীরা টার্মিনালে এসে দাঁড়িয়ে আছে। গন্তব্যে যেতে না পেরে চরম দুর্ভোগে পড়েছে তারা। তবে সিএনজি অটোস্ট্যান্ড এলাকায় গিয়ে অটোরিকশা চলাচল স্বাভাবিক দেখা গেছে।
সাধারণ যাত্রীদের কাছ থেকে জানা গেছে, বাস বন্ধ থাকায় এখন একমাত্র ভরসা সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা। গতকাল সকালে অটোরিকশাও বন্ধ ছিল। তবে বাস বন্ধ থাকায় আজ বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে অটোরিকশায় গন্তব্যে যেতে হচ্ছে।
নজিপুরের যাত্রী মিনহাজ ফারাবি বলেন, ‘পরিবহন মালিক-শ্রমিকেরা যেসব কারণে ধর্মঘটের ডাক দিয়েছেন, সেগুলো দ্রুত সমাধান করা উচিত। এভাবে আমাদের দুর্ভোগে ফেলার কোনো যৌক্তিকতা নাই।’ বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা আব্দুল হান্নান বলেন, ‘অনেকক্ষণ অপেক্ষা করেও কোনো বাস পাইনি। আবার সিএনজি অটোরিকশা ভাড়া চাইছে বেশি। এখন বাধ্য হয়ে বেশি ভাড়া দিয়েই অফিসে যেতে হবে।’
পরিবহনসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অটোরিকশা চালাতে বাধা দেওয়াকে কেন্দ্র করে বাস ও অটোরিকশাশ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়। ওই ঘটনার পর সন্ধ্যায় নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে অটোরিকশার নিবন্ধন প্রদান, সড়কে চলাচলে বাধা দেওয়াসহ অটোরিকশাচালককে মারধরের প্রতিবাদে অটোরিকশা শ্রমিক ইউনিয়ন ও মালিকেরা সড়ক অবরোধ করে বাস চলাচল বন্ধ করে দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ ঘটনার জেরে গতকাল মঙ্গলবার ভোর থেকে বাস ধর্মঘটের ডাক দিয়েছেন বাস মালিক ও শ্রমিকেরা। সেই সঙ্গে অটোরিকশার মালিকেরাও তাঁদের অটোরিকশা চলাচল বন্ধ করে দেন।
জেলা বাস মালিক সমিতির সভাপতি শহিদুল ইসলাম বলেন, বুধবার দুপুর পর্যন্ত বাস চলাচলের বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত হয়নি। তবে সমস্যা সমাধানের জন্য দুপুরের পর বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ আলোচনায় বসবেন। আলোচনা শেষে বিকেলে বাস চলাচলের বিষয়ে একটা সিদ্ধান্ত আসতে পারে।
নওগাঁ সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আশিক হোসেন বলেন, ‘গত সোমবারের ঘটনাটি পরে সমাধান হয়েছে। এরপর বাস চলাচলের কথা থাকলেও তাঁরা (বাসমালিক) বন্ধ রাখেন। পরে জানতে পারলাম অন্য কোনো ঘটনাকে কেন্দ্র করে তাঁরা বাস বন্ধ রেখেছেন। কিন্তু আমাদের সঙ্গে ঘটে যাওয়া বিষয়টি তাঁরা সামনে নিয়ে আসছেন।’ তিনি আরও বলেন, ‘আমরা আমাদের সংগঠনের সিদ্ধান্তের পর জনগণের ভোগান্তি যেন না হয় সে জন্য অটোরিকশা চলাচল স্বাভাবিক রেখেছি।’
নওগাঁ সদর থানার ওসি ফয়সাল বিন আহসান বলেন, বাস চলাচল স্বাভাবিক করতে আলোচনা চলছে। আশা করছি দ্রুত যান চলাচল স্বাভাবিক হবে।
নওগাঁয় সিএনজিচালিত অটোরিকশাচালক ও বাস শ্রমিকদের মধ্যে দ্বন্দ্বের জেরে দ্বিতীয় দিনেও আন্তজেলা ও জেলার অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে যাত্রীরা।
অন্যদিকে এই দ্বন্দ্বের জেরে গত সোমবার বিকেল থেকে সিএনজিচালিত অটোরিকশা বন্ধ থাকলেও আজ বুধবার সকাল থেকে সড়কে অটোরিকশা চলাচল স্বাভাবিক দেখা গেছে। অটোরিকশার চালকেরা বলছেন, তাঁদের নিজেদের সংগঠনের সিদ্ধান্তের পর জনগণের ভোগান্তি কমাতে অটোরিকশা চলাচল স্বাভাবিক রেখেছেন তাঁরা। এর আগে অটোরিকশার শ্রমিকেরা বাসশ্রমিকদের মারধরের প্রতিবাদে গতকাল মঙ্গলবার সকাল থেকে বাস চলাচল বন্ধ রাখেন বাস মালিক ও শ্রমিকেরা। পরে অটোরিকশাও চলাচল বন্ধ করে দেন চালকেরা।
আজ সকাল ১০টায় শহরের বালুডাঙ্গা বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, বাস ধর্মঘটের কারণে টার্মিনাল থেকে কোনো বাস ছেড়ে যাচ্ছে না। টার্মিনাল এলাকায় সারিবদ্ধভাবে রাখা হয়েছে বাস। যাত্রীরা টার্মিনালে এসে দাঁড়িয়ে আছে। গন্তব্যে যেতে না পেরে চরম দুর্ভোগে পড়েছে তারা। তবে সিএনজি অটোস্ট্যান্ড এলাকায় গিয়ে অটোরিকশা চলাচল স্বাভাবিক দেখা গেছে।
সাধারণ যাত্রীদের কাছ থেকে জানা গেছে, বাস বন্ধ থাকায় এখন একমাত্র ভরসা সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা। গতকাল সকালে অটোরিকশাও বন্ধ ছিল। তবে বাস বন্ধ থাকায় আজ বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে অটোরিকশায় গন্তব্যে যেতে হচ্ছে।
নজিপুরের যাত্রী মিনহাজ ফারাবি বলেন, ‘পরিবহন মালিক-শ্রমিকেরা যেসব কারণে ধর্মঘটের ডাক দিয়েছেন, সেগুলো দ্রুত সমাধান করা উচিত। এভাবে আমাদের দুর্ভোগে ফেলার কোনো যৌক্তিকতা নাই।’ বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা আব্দুল হান্নান বলেন, ‘অনেকক্ষণ অপেক্ষা করেও কোনো বাস পাইনি। আবার সিএনজি অটোরিকশা ভাড়া চাইছে বেশি। এখন বাধ্য হয়ে বেশি ভাড়া দিয়েই অফিসে যেতে হবে।’
পরিবহনসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অটোরিকশা চালাতে বাধা দেওয়াকে কেন্দ্র করে বাস ও অটোরিকশাশ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়। ওই ঘটনার পর সন্ধ্যায় নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে অটোরিকশার নিবন্ধন প্রদান, সড়কে চলাচলে বাধা দেওয়াসহ অটোরিকশাচালককে মারধরের প্রতিবাদে অটোরিকশা শ্রমিক ইউনিয়ন ও মালিকেরা সড়ক অবরোধ করে বাস চলাচল বন্ধ করে দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ ঘটনার জেরে গতকাল মঙ্গলবার ভোর থেকে বাস ধর্মঘটের ডাক দিয়েছেন বাস মালিক ও শ্রমিকেরা। সেই সঙ্গে অটোরিকশার মালিকেরাও তাঁদের অটোরিকশা চলাচল বন্ধ করে দেন।
জেলা বাস মালিক সমিতির সভাপতি শহিদুল ইসলাম বলেন, বুধবার দুপুর পর্যন্ত বাস চলাচলের বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত হয়নি। তবে সমস্যা সমাধানের জন্য দুপুরের পর বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ আলোচনায় বসবেন। আলোচনা শেষে বিকেলে বাস চলাচলের বিষয়ে একটা সিদ্ধান্ত আসতে পারে।
নওগাঁ সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আশিক হোসেন বলেন, ‘গত সোমবারের ঘটনাটি পরে সমাধান হয়েছে। এরপর বাস চলাচলের কথা থাকলেও তাঁরা (বাসমালিক) বন্ধ রাখেন। পরে জানতে পারলাম অন্য কোনো ঘটনাকে কেন্দ্র করে তাঁরা বাস বন্ধ রেখেছেন। কিন্তু আমাদের সঙ্গে ঘটে যাওয়া বিষয়টি তাঁরা সামনে নিয়ে আসছেন।’ তিনি আরও বলেন, ‘আমরা আমাদের সংগঠনের সিদ্ধান্তের পর জনগণের ভোগান্তি যেন না হয় সে জন্য অটোরিকশা চলাচল স্বাভাবিক রেখেছি।’
নওগাঁ সদর থানার ওসি ফয়সাল বিন আহসান বলেন, বাস চলাচল স্বাভাবিক করতে আলোচনা চলছে। আশা করছি দ্রুত যান চলাচল স্বাভাবিক হবে।
আজ শুক্রবার সকাল থেকে মসজিদের সামনে অবস্থান নিয়েছে সাদপন্থীরা। সকাল থেকে মসজিদে প্রবেশ করেন শত শত সাদপন্থী। তাঁদের লক্ষ্য, লাখো মুসল্লির সমাগমে জুমার নামাজ আদায় করে নিজেদের অবস্থান ও শক্তি জানান দেওয়া। জমায়েতের চাপে আশপাশে সব রাস্তা বন্ধ হয়ে গেছে।
৭ মিনিট আগেবাড়ির আঙিনায় বেড়া দেওয়া নিয়ে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় শ্যালকের শাবলের আঘাতে দুলাভাইয়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার পৌরশহরের কালিনগর মহল্লায় এ ঘটনা ঘটে। শুক্রবার সকালে অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
২০ মিনিট আগেগাইবান্ধার গোবিন্দগঞ্জে দোকানে সিগারেট না পেয়ে ছুরিকাঘাতে বিএনপি-জামায়াতের ৬ নেতা-কর্মীকে আহত করার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা মারুফ হাসানের বিরুদ্ধে। ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার পৌর শহরের চৌমাথা মোড়ে এ ঘটনা ঘটে।
২৫ মিনিট আগেযশোর হর্টিকালচার সেন্টারে বিক্রির তালিকায় থাকা সব গাছ সেন্টারে নেই। উদ্যানে নিজস্বভাবে চারা উৎপাদনের জন্য ‘রিভলভিং’ ফান্ডের মাধ্যমে অর্থ বরাদ্দ দেওয়া থাকলেও সেটি করা হচ্ছে না। চারা উৎপাদন না করে বাইরে থেকে কম দামে মানহীন চারা এনে উদ্যানে রেখে বিক্রি করা হচ্ছে। সেন্টারে একটি ভার্মি কম্পোস্ট প্ল্যান্ট
১ ঘণ্টা আগে