সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের প্রধান ডাক ঘরের (পোস্ট অফিস) পরিদর্শক গোলবার হোসেন অনন্তের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলা তদন্ত শেষে আদালতে অভিযোগ পত্র দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ সোমবার বেলা ১২টার দিকে দুদকের পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাধন চন্দ্র সুত্রধর বলেন, ‘মামলাটি আমার কাছে ছিল। এখন কর্মকর্তা পরিবর্তন হয়েছে। আদালতে অভিযোগ পত্র দাখিল করা হয়েছে। এখন আর আমাদের কোনো কাজ নেই। যা কিছু করার আদালত করবে।’
গোলবার হোসেন সিরাজগঞ্জ পৌর এলাকার সাহেদনগর মহল্লার মৃত গোলাম মোস্তফা সরকারের ছেলে। তিনি ২০০০ সালের ২৯ জুন পোস্ট অফিসের পরিদর্শক হিসেবে যোগদান করেন।
মামলার অভিযোগ পত্র জানা গেছে, পোস্ট অফিস পরিদর্শক গোলবার হোসেনের দাখিল করা সম্পদ বিবরণীতে স্থাবর ও অস্থাবর সম্পদ মিলে ১ কোটি ১১ লাখ টাকার সম্পদ থাকার ঘোষণা দেন। কিন্তু ওই সম্পদ বিবরণী যাচাইকালে তাঁর স্থাবর ও অস্থাবর সম্পদ বাবদ ১ কোটি ৩১ লাখ ২০ হাজার টাকার তথ্য পাওয়া যায়। সে হিসেবে গোলবার হোসেন ২০ লাখ ২০ হাজার টাকার সম্পদ থাকার তথ্য গোপন করেছেন।
অন্যদিকে, নথিপত্র যাচাই-বাছাইকালে পোস্ট পরিদর্শক গোলবার হোসেনের বেতন ভাতা বাবদ আয় ৩৪ লাখ ৬৩ হাজার ৪০০ টাকা এবং পারিবারিক ব্যয় ১০ লাখ ৩৯ হাজার ১০ টাকা পাওয়া যায়। ফলে তার পারিবারিক ব্যয়সহ সম্পদ অর্জনে ব্যয় পাওয়া যায় ১ কোটি ৪১ লাখ ৫৯ হাজার ১০ টাকা। এ ক্ষেত্রে তিনি বেতন-ভাতা ব্যতীত এক কোটি ৬ লাখ ৯৫ হাজার ৬১০ টাকা মূল্যের জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জন করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। তদন্ত শেষে চলতি বছরের ১৩ মে আদালতে অভিযোগ পত্র দাখিল করা হয়।
এ বিষয়ে সিরাজগঞ্জ প্রধান ডাক ঘরের (পোস্ট অফিস) পরিদর্শক গোলবার বলেন, ‘আমি ষড়যন্ত্রের শিকার। কিছু লোক আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমার কোনো অবৈধ সম্পদ নাই। মামলার বিষয়ে আমি আইনি মোকাবিলা করব।’
সিরাজগঞ্জের প্রধান ডাক ঘরের (পোস্ট অফিস) পরিদর্শক গোলবার হোসেন অনন্তের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলা তদন্ত শেষে আদালতে অভিযোগ পত্র দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ সোমবার বেলা ১২টার দিকে দুদকের পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাধন চন্দ্র সুত্রধর বলেন, ‘মামলাটি আমার কাছে ছিল। এখন কর্মকর্তা পরিবর্তন হয়েছে। আদালতে অভিযোগ পত্র দাখিল করা হয়েছে। এখন আর আমাদের কোনো কাজ নেই। যা কিছু করার আদালত করবে।’
গোলবার হোসেন সিরাজগঞ্জ পৌর এলাকার সাহেদনগর মহল্লার মৃত গোলাম মোস্তফা সরকারের ছেলে। তিনি ২০০০ সালের ২৯ জুন পোস্ট অফিসের পরিদর্শক হিসেবে যোগদান করেন।
মামলার অভিযোগ পত্র জানা গেছে, পোস্ট অফিস পরিদর্শক গোলবার হোসেনের দাখিল করা সম্পদ বিবরণীতে স্থাবর ও অস্থাবর সম্পদ মিলে ১ কোটি ১১ লাখ টাকার সম্পদ থাকার ঘোষণা দেন। কিন্তু ওই সম্পদ বিবরণী যাচাইকালে তাঁর স্থাবর ও অস্থাবর সম্পদ বাবদ ১ কোটি ৩১ লাখ ২০ হাজার টাকার তথ্য পাওয়া যায়। সে হিসেবে গোলবার হোসেন ২০ লাখ ২০ হাজার টাকার সম্পদ থাকার তথ্য গোপন করেছেন।
অন্যদিকে, নথিপত্র যাচাই-বাছাইকালে পোস্ট পরিদর্শক গোলবার হোসেনের বেতন ভাতা বাবদ আয় ৩৪ লাখ ৬৩ হাজার ৪০০ টাকা এবং পারিবারিক ব্যয় ১০ লাখ ৩৯ হাজার ১০ টাকা পাওয়া যায়। ফলে তার পারিবারিক ব্যয়সহ সম্পদ অর্জনে ব্যয় পাওয়া যায় ১ কোটি ৪১ লাখ ৫৯ হাজার ১০ টাকা। এ ক্ষেত্রে তিনি বেতন-ভাতা ব্যতীত এক কোটি ৬ লাখ ৯৫ হাজার ৬১০ টাকা মূল্যের জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জন করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। তদন্ত শেষে চলতি বছরের ১৩ মে আদালতে অভিযোগ পত্র দাখিল করা হয়।
এ বিষয়ে সিরাজগঞ্জ প্রধান ডাক ঘরের (পোস্ট অফিস) পরিদর্শক গোলবার বলেন, ‘আমি ষড়যন্ত্রের শিকার। কিছু লোক আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমার কোনো অবৈধ সম্পদ নাই। মামলার বিষয়ে আমি আইনি মোকাবিলা করব।’
যশোর হর্টিকালচার সেন্টারে বিক্রির তালিকায় থাকা সব গাছ সেন্টারে নেই। উদ্যানে নিজস্বভাবে চারা উৎপাদনের জন্য ‘রিভলভিং’ ফান্ডের মাধ্যমে অর্থ বরাদ্দ দেওয়া থাকলেও সেটি করা হচ্ছে না। চারা উৎপাদন না করে বাইরে থেকে কম দামে মানহীন চারা এনে উদ্যানে রেখে বিক্রি করা হচ্ছে। সেন্টারে একটি ভার্মি কম্পোস্ট প্ল্যান্ট
৩৯ মিনিট আগেচট্টগ্রামের রাউজানে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় মাসুদ নামের এক পথচারী গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
৪৪ মিনিট আগেগতকাল বৃহস্পতিবার দিবাগত আড়াইটার দিকে ধানমন্ডি–১৫–এর একটি পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় ঘটনাটি ঘটে। আহত অবস্থায় বাসার ভাড়াটিয়ারা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক ভোর পৌনে ৪টার দিকে মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগেকিশোরগঞ্জের কটিয়াদীতে প্রথম স্ত্রীর বাসায় যাওয়ায় স্বামীকে তাঁর দ্বিতীয় স্ত্রী হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। গত বুধবার গভীর রাতে পৌর এলাকার পশ্চিমপাড়ার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে