পাবনা প্রতিনিধি
ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে পাবনায় ঝোড়ো বাতাস ও বৃষ্টি হচ্ছে। সড়কে উপড়ে পড়েছে গাছপালা। এতে ব্যাহত হয় যান চলাচল। গতকাল রোববার মধ্যরাতের পর থেকে আজ সোমবার সকাল ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রচণ্ড বাতাসের সঙ্গে বৃষ্টি হচ্ছিল। খুব প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে বের হচ্ছে না।
পাবনা-বাঘাবাড়ী সড়কের ফরিদপুরে একটি স্থানে সড়কে ভেঙে পড়ে বড় গাছ। এতে ঢাকার সঙ্গে চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর, পাবনার বাস চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। পরে দমকল বাহিনীর কর্মীরা এসে গাছ কেটে যান চলাচল স্বাভাবিক করেন।
ঢাকা থেকে চাটমোহরগামী শাহজাদপুর ট্রাভেলসের যাত্রী হৃদয় হোসেন বলেন, ‘ঢাকা থেকে বাসে বাড়ি ফিরছিলাম। ভোর ৫টার দিকে বাসটি ফরিদপুর উপজেলার কাশেমের বটতলা নামক স্থানে পৌঁছালে দেখা যায় রাস্তায় বড় বড় গাছ ভেঙে উপড়ে পড়ে আছে। পরে বাসের চালক ট্রিপল নাইনে ফোন করলে ফায়ার সার্ভিস এসে গাছ কেটে সড়ক থেকে সরিয়ে দেয়।’
শাহজাদপুর ট্রাভেলসের চালক শেখ ফরিদ বলেন, ‘সড়কে যেভাবে বড় বড় গাছপালা পড়ে ছিল, তাতে গাড়ি চলাচল সম্ভব ছিল না। অনেক গাড়ি আটকা পড়ে। উপায় না পেয়ে ট্রিপল নাইনে ফোন করে সাহায্য চাই। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে গাছ কেটে রাস্তা পরিষ্কার করে দিলে আমরা গাড়ি নিয়ে গন্তব্যে যাই। এতে প্রায় সাড়ে তিন ঘণ্টা সব ধরনের যান চলাচল বন্ধ ছিল।’
ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আলতাব হোসেন বলেন, ‘ট্রিপল নাইনে ফোন পেয়ে সকাল সাড়ে ৬টার দিকে ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করি। একটি বিশাল বড় গাছ উপড়ে রাস্তার ওপর পড়ে গাড়ি চলাচল বন্ধ ছিল। পরে নিজেরা অনেক চেষ্টা করে গাছ সরাতে না পেরে স্থানীয় করাত আছে এমন শ্রমিকদের ডেকে নিয়ে আসি। তাদের সহায়তায় গাছ কেটে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।’
ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে পাবনায় ঝোড়ো বাতাস ও বৃষ্টি হচ্ছে। সড়কে উপড়ে পড়েছে গাছপালা। এতে ব্যাহত হয় যান চলাচল। গতকাল রোববার মধ্যরাতের পর থেকে আজ সোমবার সকাল ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রচণ্ড বাতাসের সঙ্গে বৃষ্টি হচ্ছিল। খুব প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে বের হচ্ছে না।
পাবনা-বাঘাবাড়ী সড়কের ফরিদপুরে একটি স্থানে সড়কে ভেঙে পড়ে বড় গাছ। এতে ঢাকার সঙ্গে চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর, পাবনার বাস চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। পরে দমকল বাহিনীর কর্মীরা এসে গাছ কেটে যান চলাচল স্বাভাবিক করেন।
ঢাকা থেকে চাটমোহরগামী শাহজাদপুর ট্রাভেলসের যাত্রী হৃদয় হোসেন বলেন, ‘ঢাকা থেকে বাসে বাড়ি ফিরছিলাম। ভোর ৫টার দিকে বাসটি ফরিদপুর উপজেলার কাশেমের বটতলা নামক স্থানে পৌঁছালে দেখা যায় রাস্তায় বড় বড় গাছ ভেঙে উপড়ে পড়ে আছে। পরে বাসের চালক ট্রিপল নাইনে ফোন করলে ফায়ার সার্ভিস এসে গাছ কেটে সড়ক থেকে সরিয়ে দেয়।’
শাহজাদপুর ট্রাভেলসের চালক শেখ ফরিদ বলেন, ‘সড়কে যেভাবে বড় বড় গাছপালা পড়ে ছিল, তাতে গাড়ি চলাচল সম্ভব ছিল না। অনেক গাড়ি আটকা পড়ে। উপায় না পেয়ে ট্রিপল নাইনে ফোন করে সাহায্য চাই। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে গাছ কেটে রাস্তা পরিষ্কার করে দিলে আমরা গাড়ি নিয়ে গন্তব্যে যাই। এতে প্রায় সাড়ে তিন ঘণ্টা সব ধরনের যান চলাচল বন্ধ ছিল।’
ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আলতাব হোসেন বলেন, ‘ট্রিপল নাইনে ফোন পেয়ে সকাল সাড়ে ৬টার দিকে ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করি। একটি বিশাল বড় গাছ উপড়ে রাস্তার ওপর পড়ে গাড়ি চলাচল বন্ধ ছিল। পরে নিজেরা অনেক চেষ্টা করে গাছ সরাতে না পেরে স্থানীয় করাত আছে এমন শ্রমিকদের ডেকে নিয়ে আসি। তাদের সহায়তায় গাছ কেটে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিহত আবদুল্লাহকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় বেনাপোল পৌর বল ফিল্ড মাঠে গার্ড অব অনার শেষে পাশের বড় আঁচড়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
১৩ মিনিট আগেপাবনার চাটমোহরে নিখোঁজের ২৪ ঘণ্টা পর গোলজার হোসেন (৫৩) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার বিলচলন ইউনিয়নের খলিশাগাড়ী বিলের কাজীর নালা থেকে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
১৭ মিনিট আগেঘন কুয়াশার কারণে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামায় বিঘ্ন ঘটছে। আজ শুক্রবার ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়ে রানওয়ে।
১৯ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে কলেজছাত্র ইমন হত্যা মামলায় সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মো. আব্দুর রাজ্জাককে টাঙ্গাইলের মির্জাপুর থানায় পাঁচ দিনের রিমান্ডে আনা হয়েছে। আজ শুক্রবার সকালে তাঁকে টাঙ্গাইল কারাগার থেকে থানায় নিয়ে আসে পুলিশ।
২৬ মিনিট আগে