বগুড়া প্রতিনিধি
বগুড়া শহরে আজ শনিবার সন্ধ্যার পর থেকে ভোটকেন্দ্রের আশপাশে ও বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত কমপক্ষে ১০ স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনায় কেউ হতাহত হয়নি।
বগুড়ার অতিরিক্ত পুলিশ (প্রশাসন) স্নিগ্ধ আখতার বলেন, ‘বিভিন্ন এলাকায় ভোটকেন্দ্রের আশপাশে ককটেল ও বিকট শব্দের পটকা ফোটানো হচ্ছে বলে শোনা যাচ্ছে। ভোটকেন্দ্রের আশপাশে পুলিশের টহল জোরদার করা হয়েছে।’
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বগুড়া রেলস্টেশনের প্রবেশমুখে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। রাত ৮টার দিকে শহরের সাতমাথার অদূরে বিআরটিসি বাস ডিপোর সামনে একটি ককটেলের বিস্ফোরিত হয়। একই সময়ে বড়গোলা টিনপট্টি এলাকায় একটি পানবোঝাই ট্রাকে পেট্রল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে ট্রাকের ত্রিপলে আগুন ধরে যায়। স্থানীয়রা সঙ্গে সঙ্গে আগুন নিভিয়ে ফেলে।
বগুড়া শহরের ফকির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মতিয়ার রহমান বলেন, ‘আজ রাত সাড়ে ৮টার দিকে ভোটকেন্দ্রের সীমানাপ্রাচীরের বাইরে বিকট শব্দে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।’ একই কথা জানান বগুড়া ভান্ডারি স্কুলের প্রিসাইডিং কর্মকর্তা গোলাম মুর্শেদ।
এ ছাড়া আটাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে, সরকারি আজিজুল হক কলেজ পুরোনো ভবন ভোটকেন্দ্র, করনেশন ইনস্টিটিউশন ভোটকেন্দ্র, এরুলিয়া উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তাদের যোগাযোগ করা হলে তাঁরা জানান, ভোটকেন্দ্রের বাইরে তাঁরা বিকট শব্দ শুনেছেন।
বগুড়া শহরে আজ শনিবার সন্ধ্যার পর থেকে ভোটকেন্দ্রের আশপাশে ও বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত কমপক্ষে ১০ স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনায় কেউ হতাহত হয়নি।
বগুড়ার অতিরিক্ত পুলিশ (প্রশাসন) স্নিগ্ধ আখতার বলেন, ‘বিভিন্ন এলাকায় ভোটকেন্দ্রের আশপাশে ককটেল ও বিকট শব্দের পটকা ফোটানো হচ্ছে বলে শোনা যাচ্ছে। ভোটকেন্দ্রের আশপাশে পুলিশের টহল জোরদার করা হয়েছে।’
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বগুড়া রেলস্টেশনের প্রবেশমুখে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। রাত ৮টার দিকে শহরের সাতমাথার অদূরে বিআরটিসি বাস ডিপোর সামনে একটি ককটেলের বিস্ফোরিত হয়। একই সময়ে বড়গোলা টিনপট্টি এলাকায় একটি পানবোঝাই ট্রাকে পেট্রল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে ট্রাকের ত্রিপলে আগুন ধরে যায়। স্থানীয়রা সঙ্গে সঙ্গে আগুন নিভিয়ে ফেলে।
বগুড়া শহরের ফকির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মতিয়ার রহমান বলেন, ‘আজ রাত সাড়ে ৮টার দিকে ভোটকেন্দ্রের সীমানাপ্রাচীরের বাইরে বিকট শব্দে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।’ একই কথা জানান বগুড়া ভান্ডারি স্কুলের প্রিসাইডিং কর্মকর্তা গোলাম মুর্শেদ।
এ ছাড়া আটাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে, সরকারি আজিজুল হক কলেজ পুরোনো ভবন ভোটকেন্দ্র, করনেশন ইনস্টিটিউশন ভোটকেন্দ্র, এরুলিয়া উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তাদের যোগাযোগ করা হলে তাঁরা জানান, ভোটকেন্দ্রের বাইরে তাঁরা বিকট শব্দ শুনেছেন।
রাজধানীর আজিমপুরে মেডিকেল স্টাফ কোয়ার্টারের একটি বাসায় দিনদুপুরে ডাকাতিসহ বাচ্চাকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার দুপুরে লালবাগ টাওয়ারের পাশে ফারজানা আক্তার নামের এক নারীর বাসায় এ ঘটনা ঘটে
১৫ মিনিট আগেবরগুনা সদরের ঘটবাড়িয়া গ্রামের আবদুল লতিফ ফরায়েজীর স্ত্রী জাহানারা বেগমকে (৬০) প্রায় ২৫ বছর পর খুঁজে পেয়েছে তাঁর স্বজনেরা। আজ শুক্রবার দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া বাজার এলাকা থেকে তাঁকে নিয়ে যান স্বজনেরা। ১৯৯৯ সালে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে নিখোঁজ হয়েছিলেন তিনি।
২৩ মিনিট আগেসিলেটে ছাত্র-জনতার আন্দোলনে হামলা-গুলির অভিযোগে করা মামলায় সিলেট মহানগর যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৩৮ মিনিট আগেকবির বলেন, ‘আমার ছেলে তো কোনো রাজনীতি করত না। কোনো অন্যায় করেনি। তাহলে কেন এভাবে তাকে হত্যা করা হলো? সায়েম দেশের জন্য শহীদ হলেও সরকার থেকে বা অন্য কেউ কোনো খবর নিতে আসেনি।’
১ ঘণ্টা আগে