রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১৭টি আবাসিক হলের শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবার সকাল থেকে হল ছাড়তে শুরু করেন। পুরো ক্যাম্পাসে এখন শিক্ষার্থীর উপস্থিতি হাতেগোনা। আজ সকাল ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল ও ক্যাম্পাস প্রদক্ষিণ করে এ চিত্র দেখা গেছে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের রোকেয়া হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের সামনে আজ সকাল ১০টার দিকে অন্তত ১০ জন রিকশাচালককে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। তাঁদের সঙ্গে কথা বলে জানা যায়, আজ সকাল থেকেই শিক্ষার্থীরা হল ছাড়ছেন। তাঁরা প্রত্যেকেই চার-পাঁচজন শিক্ষার্থীকে গন্তব্য পৌঁছে দিয়ে এসেছেন।
বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ হলের আবাসিক শিক্ষার্থী মো. শিহাব। তাঁর বাসা রাজবাড়ীতে। আজ সকাল ১০টার পর বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের সামনে তাঁর সঙ্গে কথা হয়। তিনি বলেন, সকাল থেকে গাড়ি চলাচল করছে। তবে রাস্তায় গিয়ে আটকে যান কিনা সেই শঙ্কায় আছেন।
তবে দূরদূরান্তে থাকা বেশ কয়েকজন ছাত্রী হল ত্যাগের নির্দেশ দেওয়ায় বিপদে পড়েছেন বলে জানিয়েছেন। নাম প্রকাশ না করা শর্তে তারা জানান, আজকে সারাদেশের আন্দোলনকারীরা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করবেন। তাদের বাসা রাজশাহী থেকে অনেকটা দূরে হওয়ায় তাঁরা বাড়ি ফিরতে পারছেন না। এজন্য তারা কাছের বন্ধু অথবা আত্মীয়দের বাসায় উঠবেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, গতকাল রাতে হলগুলোতে গড়ে ২৫-৩০ জন শিক্ষার্থী অবস্থান করছিলেন ৷ তাঁদেরকে আজ সকালের মধ্যে হল ত্যাগ করতে নির্দেশ দেওয়া হয়েছে। পুরো ক্যাম্পাস এখন আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। যদিও তাঁরা সকাল থেকে ক্যাম্পাসের বাইরে অবস্থান করছেন। আমরা সাহায্য চাইলে তাঁরা সহযোগিতা করবেন।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) জামিরুল ইসলাম জানান, গতকাল সন্ধ্যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের পর ক্যাম্পাসে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তাঁরা রাতে ক্যাম্পাসে সতর্ক অবস্থানে ছিলেন। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। হাতেগোনা কয়েকজন ছাড়া বাকি সবাই হল ছেড়েছেন। যে কয়েকজন হলে আছেন, তারাও দ্রুত হল ত্যাগ করবেন।
এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বর্তমানে কোটা সংস্কারব্যবস্থা আন্দোলনের কোনো সমন্বয়ক কমিটি নেই। শুরুতে যে সমন্বয়ক কমিটি ছিল, তাঁদেরকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। এরপর থেকে শিক্ষার্থীরা ‘কোটা পুনর্বহাল করা চলবে না (রাবি)’ নামের একটি ফেসবুক গ্রুপ থেকে কর্মসূচি ঘোষণা করে আসছেন। আজ বেলা ১১টা পর্যন্ত সেই গ্রুপে কোনো কর্মসূচির ঘোষণা দেননি আন্দোলনকারীরা।
তবে চলমান কোটাসংস্কার পদ্ধতি আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী শিক্ষার্থীদের ওপর হামলা এবং নিপীড়নের প্রতিবাদে কর্মসূচির ডাক দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিপীড়নবিরোধী শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকবৃন্দ। আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতি ফলকের চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা। তাঁরা আশেপাশে থাকা সচেতন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের কর্মসূচিতে অংশ নেওয়ার অনুরোধ জানিয়েছেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১৭টি আবাসিক হলের শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবার সকাল থেকে হল ছাড়তে শুরু করেন। পুরো ক্যাম্পাসে এখন শিক্ষার্থীর উপস্থিতি হাতেগোনা। আজ সকাল ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল ও ক্যাম্পাস প্রদক্ষিণ করে এ চিত্র দেখা গেছে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের রোকেয়া হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের সামনে আজ সকাল ১০টার দিকে অন্তত ১০ জন রিকশাচালককে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। তাঁদের সঙ্গে কথা বলে জানা যায়, আজ সকাল থেকেই শিক্ষার্থীরা হল ছাড়ছেন। তাঁরা প্রত্যেকেই চার-পাঁচজন শিক্ষার্থীকে গন্তব্য পৌঁছে দিয়ে এসেছেন।
বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ হলের আবাসিক শিক্ষার্থী মো. শিহাব। তাঁর বাসা রাজবাড়ীতে। আজ সকাল ১০টার পর বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের সামনে তাঁর সঙ্গে কথা হয়। তিনি বলেন, সকাল থেকে গাড়ি চলাচল করছে। তবে রাস্তায় গিয়ে আটকে যান কিনা সেই শঙ্কায় আছেন।
তবে দূরদূরান্তে থাকা বেশ কয়েকজন ছাত্রী হল ত্যাগের নির্দেশ দেওয়ায় বিপদে পড়েছেন বলে জানিয়েছেন। নাম প্রকাশ না করা শর্তে তারা জানান, আজকে সারাদেশের আন্দোলনকারীরা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করবেন। তাদের বাসা রাজশাহী থেকে অনেকটা দূরে হওয়ায় তাঁরা বাড়ি ফিরতে পারছেন না। এজন্য তারা কাছের বন্ধু অথবা আত্মীয়দের বাসায় উঠবেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, গতকাল রাতে হলগুলোতে গড়ে ২৫-৩০ জন শিক্ষার্থী অবস্থান করছিলেন ৷ তাঁদেরকে আজ সকালের মধ্যে হল ত্যাগ করতে নির্দেশ দেওয়া হয়েছে। পুরো ক্যাম্পাস এখন আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। যদিও তাঁরা সকাল থেকে ক্যাম্পাসের বাইরে অবস্থান করছেন। আমরা সাহায্য চাইলে তাঁরা সহযোগিতা করবেন।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) জামিরুল ইসলাম জানান, গতকাল সন্ধ্যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের পর ক্যাম্পাসে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তাঁরা রাতে ক্যাম্পাসে সতর্ক অবস্থানে ছিলেন। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। হাতেগোনা কয়েকজন ছাড়া বাকি সবাই হল ছেড়েছেন। যে কয়েকজন হলে আছেন, তারাও দ্রুত হল ত্যাগ করবেন।
এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বর্তমানে কোটা সংস্কারব্যবস্থা আন্দোলনের কোনো সমন্বয়ক কমিটি নেই। শুরুতে যে সমন্বয়ক কমিটি ছিল, তাঁদেরকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। এরপর থেকে শিক্ষার্থীরা ‘কোটা পুনর্বহাল করা চলবে না (রাবি)’ নামের একটি ফেসবুক গ্রুপ থেকে কর্মসূচি ঘোষণা করে আসছেন। আজ বেলা ১১টা পর্যন্ত সেই গ্রুপে কোনো কর্মসূচির ঘোষণা দেননি আন্দোলনকারীরা।
তবে চলমান কোটাসংস্কার পদ্ধতি আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী শিক্ষার্থীদের ওপর হামলা এবং নিপীড়নের প্রতিবাদে কর্মসূচির ডাক দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিপীড়নবিরোধী শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকবৃন্দ। আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতি ফলকের চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা। তাঁরা আশেপাশে থাকা সচেতন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের কর্মসূচিতে অংশ নেওয়ার অনুরোধ জানিয়েছেন।
খুলনায় অগ্নিকাণ্ডে একটি পাটের বস্তার গোডাউনসহ ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার রাতে নগরীর বড় বাজারের বার্মাশীল এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
১৯ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিহত আবদুল্লাহকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় বেনাপোল পৌর বল ফিল্ড মাঠে গার্ড অব অনার শেষে পাশের বড় আঁচড়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
৩৭ মিনিট আগেপাবনার চাটমোহরে নিখোঁজের ২৪ ঘণ্টা পর গোলজার হোসেন (৫৩) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার বিলচলন ইউনিয়নের খলিশাগাড়ী বিলের কাজীর নালা থেকে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
৪১ মিনিট আগেঘন কুয়াশার কারণে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামায় বিঘ্ন ঘটছে। আজ শুক্রবার ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়ে রানওয়ে।
৪৩ মিনিট আগে