নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
সরকারকে চাপে রাখতে পরিবহন সেক্টরকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র হচ্ছে বলে দাবি করেছেন রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী নগরের শিরোইলে গ্রুপের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
এদিকে রাজশাহীর পরিবহনশ্রমিকদের একাংশেরই অভিযোগ, নজরুল ইসলাম হেলাল ‘আওয়ামী লীগপন্থী’। তিনি গ্রুপের কার্যালয় দখল করেছেন। তাই শ্রমিকদের একাংশ গ্রুপের বর্তমান কমিটি ভেঙে দিয়ে মানববন্ধনও করেছেন। এর জের ধরে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটেছে।
এমন পরিস্থিতিতে প্রতিবাদ সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম দাবি করেন, যারা সরকারকে চাপে রাখতে চায়, তারাই তাদের ওপর হামলা করেছে। তারা পরিবহন সেক্টরকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।
সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম আরও জানান, গত ১৬ অক্টোবর তিনিসহ ছয়-সাতজন মালিক-শ্রমিক নেতা একটি স্মারকলিপি দিতে জেলা প্রশাসকের কার্যালয়ে যান। সেখানে মো. মমিন, গৌতম মোহন চৌধুরী রাকেশ, মাইনুল হক হারু, আসাদুজ্জামান আসাদসহ কয়েকজন তাঁদের মারধর করেন। এতে তিনিসহ কয়েকজন আহত হয়ে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। এ ঘটনার পর তিনি বাদী হয়ে নগরের রাজপাড়া থানায় একটি মামলা করেন।
নজরুল ইসলাম হেলাল বলেন, ‘আমাদের ওপর যারা হামলা করেছে, তারা অতীতের সরকারের লোক। বর্তমান সরকারকে চাপে রাখতে এবং পরিবহন সেক্টরকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্রে তারা লিপ্ত রয়েছে। তাদের যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করতে আমরা ঐক্যবদ্ধ আছি।’
উল্লেখ্য, ১৬ অক্টোবর রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের বর্তমান কমিটি বাতিল করে প্রশাসক নিয়োগের দাবিতে মালিক-শ্রমিকদের একাংশ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। মানববন্ধন শেষে তাদের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়ার কথা ছিল।
ওই সময় গ্রুপের বর্তমান সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলালসহ কয়েকজন সেখানে গেলে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ঘটনার পর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য আলমাস খান বলেন, ‘সড়ক পরিবহন গ্রুপে বর্তমানে যে কমিটি রয়েছে, সেটা পুরোটাই আওয়ামীপন্থী। তারা অবৈধভাবে সড়ক পরিবহন গ্রুপের অফিস দখল নিয়েছে। আমরা এই কমিটি চাই না। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি চাই। এর আগ পর্যন্ত প্রশাসক নিয়োগ চাই। এই দাবিতে মানববন্ধনের আয়োজন করা হলে আমাদের ওপর হামলা করা হয়।’
সরকারকে চাপে রাখতে পরিবহন সেক্টরকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র হচ্ছে বলে দাবি করেছেন রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী নগরের শিরোইলে গ্রুপের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
এদিকে রাজশাহীর পরিবহনশ্রমিকদের একাংশেরই অভিযোগ, নজরুল ইসলাম হেলাল ‘আওয়ামী লীগপন্থী’। তিনি গ্রুপের কার্যালয় দখল করেছেন। তাই শ্রমিকদের একাংশ গ্রুপের বর্তমান কমিটি ভেঙে দিয়ে মানববন্ধনও করেছেন। এর জের ধরে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটেছে।
এমন পরিস্থিতিতে প্রতিবাদ সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম দাবি করেন, যারা সরকারকে চাপে রাখতে চায়, তারাই তাদের ওপর হামলা করেছে। তারা পরিবহন সেক্টরকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।
সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম আরও জানান, গত ১৬ অক্টোবর তিনিসহ ছয়-সাতজন মালিক-শ্রমিক নেতা একটি স্মারকলিপি দিতে জেলা প্রশাসকের কার্যালয়ে যান। সেখানে মো. মমিন, গৌতম মোহন চৌধুরী রাকেশ, মাইনুল হক হারু, আসাদুজ্জামান আসাদসহ কয়েকজন তাঁদের মারধর করেন। এতে তিনিসহ কয়েকজন আহত হয়ে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। এ ঘটনার পর তিনি বাদী হয়ে নগরের রাজপাড়া থানায় একটি মামলা করেন।
নজরুল ইসলাম হেলাল বলেন, ‘আমাদের ওপর যারা হামলা করেছে, তারা অতীতের সরকারের লোক। বর্তমান সরকারকে চাপে রাখতে এবং পরিবহন সেক্টরকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্রে তারা লিপ্ত রয়েছে। তাদের যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করতে আমরা ঐক্যবদ্ধ আছি।’
উল্লেখ্য, ১৬ অক্টোবর রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের বর্তমান কমিটি বাতিল করে প্রশাসক নিয়োগের দাবিতে মালিক-শ্রমিকদের একাংশ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। মানববন্ধন শেষে তাদের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়ার কথা ছিল।
ওই সময় গ্রুপের বর্তমান সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলালসহ কয়েকজন সেখানে গেলে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ঘটনার পর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য আলমাস খান বলেন, ‘সড়ক পরিবহন গ্রুপে বর্তমানে যে কমিটি রয়েছে, সেটা পুরোটাই আওয়ামীপন্থী। তারা অবৈধভাবে সড়ক পরিবহন গ্রুপের অফিস দখল নিয়েছে। আমরা এই কমিটি চাই না। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি চাই। এর আগ পর্যন্ত প্রশাসক নিয়োগ চাই। এই দাবিতে মানববন্ধনের আয়োজন করা হলে আমাদের ওপর হামলা করা হয়।’
বাড়ির আঙিনায় বেড়া দেওয়া নিয়ে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় শ্যালকের শাবলের আঘাতে দুলাভাইয়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার পৌরশহরের কালিনগর মহল্লায় এ ঘটনা ঘটে। শুক্রবার সকালে অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
৫ মিনিট আগেগাইবান্ধার গোবিন্দগঞ্জে দোকানে সিগারেট না পেয়ে ছুরিকাঘাতে বিএনপি-জামায়াতের ৬ নেতা-কর্মীকে আহত করার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা মারুফ হাসানের বিরুদ্ধে। ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার পৌর শহরের চৌমাথা মোড়ে এ ঘটনা ঘটে।
১১ মিনিট আগেযশোর হর্টিকালচার সেন্টারে বিক্রির তালিকায় থাকা সব গাছ সেন্টারে নেই। উদ্যানে নিজস্বভাবে চারা উৎপাদনের জন্য ‘রিভলভিং’ ফান্ডের মাধ্যমে অর্থ বরাদ্দ দেওয়া থাকলেও সেটি করা হচ্ছে না। চারা উৎপাদন না করে বাইরে থেকে কম দামে মানহীন চারা এনে উদ্যানে রেখে বিক্রি করা হচ্ছে। সেন্টারে একটি ভার্মি কম্পোস্ট প্ল্যান্ট
১ ঘণ্টা আগেচট্টগ্রামের রাউজানে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় মাসুদ নামের এক পথচারী গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে