বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
নাটোরের বাগাতিপাড়ায় স্কুলছাত্র দিদারুল ইসলাম মাহফুজকে হত্যার পর অটো ছিনতাইকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার তকিনগর আইডিয়াল হাইস্কুল অ্যান্ড কলেজের আয়োজনে স্কুল গেটের সামনের সড়কে নিহতের সহপাঠী ও শিক্ষক-কর্মচারীরা এই মানববন্ধন করে।
মানববন্ধনে অধ্যক্ষ মকবুল হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন সহকারী অধ্যাপক আলমগীর হোসেন, সহকারী প্রধান শিক্ষক হাসানুজ্জামান রতন, শিক্ষক মুন্জুর মুক্তাদির, জিয়ারুল ইসলাম, শিক্ষার্থী আতিক হাসান সুমন, সিনদীদ আহসান শ্রাবণ, সাব্বির হাসান, সামিরা আক্তার মুক্ত, নাইচ আক্রান্ত শিখা প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, অতি দরিদ্র মাহফুজ অত্যন্ত বিনয়ী ও মেধাবী ছিল। লেখাপড়ার পাশাপাশি ভাড়ায় অটো চালাত সে। ঘটনার দিনও সে ভাড়া নিয়ে গিয়েছিল। কিন্তু দুর্বৃত্তরা তার অটো ছিনতাই করে তাকে নৃশংসভাবে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক দাবি জানিয়েছেন তাঁরা।
প্রসঙ্গত, গত ৪ অক্টোবর সন্ধ্যায় মাহফুজ ইজিবাইক নিয়ে বের হয়ে রাতে আর বাড়ি ফেরেনি। পরদিন উপজেলার জামনগর ইউনিয়নের দেবনগর গির্জার পাশ থেকে মাথা ও মুখমণ্ডলে ক্ষত চিহ্নসহ তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয় স্থানীয়রা। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় পুলিশ প্রেমঘটিত বিরোধের জেরে তাকে হত্যা করে ইজিবাইক ছিনতাই করা হয়েছে বলে জানিয়েছে। সেই দিনই হত্যাকাণ্ডে ব্যবহৃত হাতুড়ি ও ইজিবাইক উদ্ধার করাসহ পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। তারা এখন জেল হাজতে রয়েছে।
নাটোরের বাগাতিপাড়ায় স্কুলছাত্র দিদারুল ইসলাম মাহফুজকে হত্যার পর অটো ছিনতাইকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার তকিনগর আইডিয়াল হাইস্কুল অ্যান্ড কলেজের আয়োজনে স্কুল গেটের সামনের সড়কে নিহতের সহপাঠী ও শিক্ষক-কর্মচারীরা এই মানববন্ধন করে।
মানববন্ধনে অধ্যক্ষ মকবুল হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন সহকারী অধ্যাপক আলমগীর হোসেন, সহকারী প্রধান শিক্ষক হাসানুজ্জামান রতন, শিক্ষক মুন্জুর মুক্তাদির, জিয়ারুল ইসলাম, শিক্ষার্থী আতিক হাসান সুমন, সিনদীদ আহসান শ্রাবণ, সাব্বির হাসান, সামিরা আক্তার মুক্ত, নাইচ আক্রান্ত শিখা প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, অতি দরিদ্র মাহফুজ অত্যন্ত বিনয়ী ও মেধাবী ছিল। লেখাপড়ার পাশাপাশি ভাড়ায় অটো চালাত সে। ঘটনার দিনও সে ভাড়া নিয়ে গিয়েছিল। কিন্তু দুর্বৃত্তরা তার অটো ছিনতাই করে তাকে নৃশংসভাবে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক দাবি জানিয়েছেন তাঁরা।
প্রসঙ্গত, গত ৪ অক্টোবর সন্ধ্যায় মাহফুজ ইজিবাইক নিয়ে বের হয়ে রাতে আর বাড়ি ফেরেনি। পরদিন উপজেলার জামনগর ইউনিয়নের দেবনগর গির্জার পাশ থেকে মাথা ও মুখমণ্ডলে ক্ষত চিহ্নসহ তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয় স্থানীয়রা। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় পুলিশ প্রেমঘটিত বিরোধের জেরে তাকে হত্যা করে ইজিবাইক ছিনতাই করা হয়েছে বলে জানিয়েছে। সেই দিনই হত্যাকাণ্ডে ব্যবহৃত হাতুড়ি ও ইজিবাইক উদ্ধার করাসহ পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। তারা এখন জেল হাজতে রয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিহত আবদুল্লাহকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় বেনাপোল পৌর বল ফিল্ড মাঠে গার্ড অব অনার শেষে পাশের বড় আঁচড়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
১৪ মিনিট আগেপাবনার চাটমোহরে নিখোঁজের ২৪ ঘণ্টা পর গোলজার হোসেন (৫৩) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার বিলচলন ইউনিয়নের খলিশাগাড়ী বিলের কাজীর নালা থেকে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
১৮ মিনিট আগেঘন কুয়াশার কারণে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামায় বিঘ্ন ঘটছে। আজ শুক্রবার ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়ে রানওয়ে।
২০ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে কলেজছাত্র ইমন হত্যা মামলায় সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মো. আব্দুর রাজ্জাককে টাঙ্গাইলের মির্জাপুর থানায় পাঁচ দিনের রিমান্ডে আনা হয়েছে। আজ শুক্রবার সকালে তাঁকে টাঙ্গাইল কারাগার থেকে থানায় নিয়ে আসে পুলিশ।
২৭ মিনিট আগে