গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
নৌকা প্রতীক একটি ব্র্যান্ড উল্লেখ করে ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহি বলেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর নৌকা হচ্ছে সারা দেশের একটি ব্র্যান্ড। নৌকার সাথে থাকতে পারলে আমিও ব্র্যান্ডিং হতে পারব। তাই আমি সব সময় নৌকার হয়ে মাঠে কাজ করতে চাই।’
আজ বুধবার চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট-গোমস্তাপুর-নাচোল) আসনের নৌকার মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মু. জিয়াউর রহমানের মনোনয়নপত্র জমা দিতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
মাহি বলেন, ‘যাঁরা জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে রাজনীতি করেন, তাঁরা কখনো বিদ্রোহী হতে পারেন না। আর ভবিষ্যতে আমি নির্বাচন করব। এ ক্ষেত্রে প্রচারণার জন্য আমি একটা লম্বা সময় পাব। আপনারা আমাকে ভবিষ্যতেও নির্বাচনের মাঠে দেখতে পাবেন। এখানে অসংখ্য মানুষের বসবাস। এত মানুষের সেবা করতে আমি একা চাইলে পারব না। কিন্তু যদি নৌকার পক্ষে কেউ এই এলাকায় মানুষের সেবা করে, তাহলে খুব সহজ হয়। এতে মানুষের পাশে থেকে কাজ করা যাবে।’
মাহিয়া মাহি আরও বলেন, ‘আমি প্রধানমন্ত্রীর কাছে নৌকা প্রতীকের মনোনয়ন চেয়েছিলাম, কিন্তু পাইনি। তবে এতে আমার ক্ষোভ নেই। আমি মনোনয়ন পেলে যেভাবে নৌকার হয়ে ভোটের মাঠে থাকতাম, এখনো থাকব। আর এই আসনে (চাঁপাইনবাবগঞ্জ-২) নৌকা ৫০ হাজার ভোটে জিতবে। নৌকার সাথে থাকতে পারলে আমি নিজেকে ধন্য মনে করব। আমি চাঁপাইনবাবগঞ্জের মেয়ে—এ কথা এত দিন মানুষ জানতেন না। আমি কয়েক দিন এখানে আসাতেই এখন সবাই জানে, আমি এখানকার মেয়ে।’
চিত্রনায়িকা মাহি বলেন, ‘এই আসনে (চাঁপাইনবাবগঞ্জ-২) মনোনয়ন পেয়েছেন জিয়াউর রহমান চাচা। আমরা তাঁর পাশে আছি। তাই ঢাকা থেকে এসে প্রচারণায় অংশ নিচ্ছি।’
নৌকা প্রতীক একটি ব্র্যান্ড উল্লেখ করে ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহি বলেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর নৌকা হচ্ছে সারা দেশের একটি ব্র্যান্ড। নৌকার সাথে থাকতে পারলে আমিও ব্র্যান্ডিং হতে পারব। তাই আমি সব সময় নৌকার হয়ে মাঠে কাজ করতে চাই।’
আজ বুধবার চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট-গোমস্তাপুর-নাচোল) আসনের নৌকার মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মু. জিয়াউর রহমানের মনোনয়নপত্র জমা দিতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
মাহি বলেন, ‘যাঁরা জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে রাজনীতি করেন, তাঁরা কখনো বিদ্রোহী হতে পারেন না। আর ভবিষ্যতে আমি নির্বাচন করব। এ ক্ষেত্রে প্রচারণার জন্য আমি একটা লম্বা সময় পাব। আপনারা আমাকে ভবিষ্যতেও নির্বাচনের মাঠে দেখতে পাবেন। এখানে অসংখ্য মানুষের বসবাস। এত মানুষের সেবা করতে আমি একা চাইলে পারব না। কিন্তু যদি নৌকার পক্ষে কেউ এই এলাকায় মানুষের সেবা করে, তাহলে খুব সহজ হয়। এতে মানুষের পাশে থেকে কাজ করা যাবে।’
মাহিয়া মাহি আরও বলেন, ‘আমি প্রধানমন্ত্রীর কাছে নৌকা প্রতীকের মনোনয়ন চেয়েছিলাম, কিন্তু পাইনি। তবে এতে আমার ক্ষোভ নেই। আমি মনোনয়ন পেলে যেভাবে নৌকার হয়ে ভোটের মাঠে থাকতাম, এখনো থাকব। আর এই আসনে (চাঁপাইনবাবগঞ্জ-২) নৌকা ৫০ হাজার ভোটে জিতবে। নৌকার সাথে থাকতে পারলে আমি নিজেকে ধন্য মনে করব। আমি চাঁপাইনবাবগঞ্জের মেয়ে—এ কথা এত দিন মানুষ জানতেন না। আমি কয়েক দিন এখানে আসাতেই এখন সবাই জানে, আমি এখানকার মেয়ে।’
চিত্রনায়িকা মাহি বলেন, ‘এই আসনে (চাঁপাইনবাবগঞ্জ-২) মনোনয়ন পেয়েছেন জিয়াউর রহমান চাচা। আমরা তাঁর পাশে আছি। তাই ঢাকা থেকে এসে প্রচারণায় অংশ নিচ্ছি।’
আজ শুক্রবার সকাল থেকে মসজিদের সামনে অবস্থান নিয়েছে সাদপন্থীরা। সকাল থেকে মসজিদে প্রবেশ করেন শত শত সাদপন্থী। তাঁদের লক্ষ্য, লাখো মুসল্লির সমাগমে জুমার নামাজ আদায় করে নিজেদের অবস্থান ও শক্তি জানান দেওয়া। জমায়েতের চাপে আশপাশে সব রাস্তা বন্ধ হয়ে গেছে।
১ মিনিট আগেবাড়ির আঙিনায় বেড়া দেওয়া নিয়ে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় শ্যালকের শাবলের আঘাতে দুলাভাইয়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার পৌরশহরের কালিনগর মহল্লায় এ ঘটনা ঘটে। শুক্রবার সকালে অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
১৪ মিনিট আগেগাইবান্ধার গোবিন্দগঞ্জে দোকানে সিগারেট না পেয়ে ছুরিকাঘাতে বিএনপি-জামায়াতের ৬ নেতা-কর্মীকে আহত করার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা মারুফ হাসানের বিরুদ্ধে। ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার পৌর শহরের চৌমাথা মোড়ে এ ঘটনা ঘটে।
১৯ মিনিট আগেযশোর হর্টিকালচার সেন্টারে বিক্রির তালিকায় থাকা সব গাছ সেন্টারে নেই। উদ্যানে নিজস্বভাবে চারা উৎপাদনের জন্য ‘রিভলভিং’ ফান্ডের মাধ্যমে অর্থ বরাদ্দ দেওয়া থাকলেও সেটি করা হচ্ছে না। চারা উৎপাদন না করে বাইরে থেকে কম দামে মানহীন চারা এনে উদ্যানে রেখে বিক্রি করা হচ্ছে। সেন্টারে একটি ভার্মি কম্পোস্ট প্ল্যান্ট
১ ঘণ্টা আগে