রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাশরাত আর্শিয়ানা ঐশী নামের এক ছাত্রলীগ নেত্রীর কক্ষ সিলগালা করেছে হল প্রশাসন।গতকাল সোমবার দুপুরে হল প্রশাসনের পক্ষ থেকে কক্ষটি সিলগালা করা হয়। ওই হলের আবাসিক শিক্ষক ড. মণি কৃষ্ণ মহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।
ঐশী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হল ছাত্রলীগের সহসভাপতি। তিনি হলের ২৮৮ নম্বর কক্ষে থাকতেন। ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য রাবি ছাত্রলীগের ২৬তম সম্মেলনে তিনি সাধারণ সম্পাদক পদপ্রার্থী।
কক্ষ সিলগালা করার বিষয়ে আবাসিক শিক্ষক মণি কৃষ্ণ বলেন, হলের ২৮৮ নম্বর কক্ষটি ডাবল সিটের। কিন্তু শুরু থেকে ঐশী ওই কক্ষে একা থাকেন। তাঁর কক্ষে কাউকে সিট বরাদ্দ দেওয়া হলে তিনি উঠতে দেন না। বিষয়টি নিয়ে হল প্রশাসন থেকে মাসখানেক আগে চিঠি ইস্যু করা হয়। তিনি চিঠির কোনো জবাব দেননি। এ ছাড়া হলের নিয়মনীতি মানেন না। রাজনৈতিক পাওয়ার দেখাতে চান। বিষয়গুলো নিয়ে হল প্রশাসন ছাত্র উপদেষ্টা, প্রক্টর তথা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কথা বলে তাঁর কক্ষটি সিলগালা করা হয়।
এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে ছাত্রলীগ নেত্রী ঐশী বলেন, ‘প্রথমে প্রভোস্ট ম্যাম রাগের বশে এ রকম কাজ করেছিলেন। তারপর আমাদের বড় ভাইয়েরা প্রভোস্ট ও ভিসি স্যারের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধান করেছেন।’
এ বিষয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ছাত্রলীগের সভাপতি তাজরিন মেধা বলেন, ‘আমাদের হলে কোনো সিঙ্গেল রুম নেই। ঐশী তাঁর রুমে একা থাকেন। ওই রুমে অন্য কাউকে সিট বরাদ্দ দিলে তাঁর সঙ্গে খারাপ আচরণ করেন। বিষয়টি নিয়ে প্রাধ্যক্ষ ম্যাম একাধিকবার তাঁর সঙ্গে কথা বলেছেন। কিন্তু তিনি ডাবল সিটের রুমে একা থাকতে চান। এই বিষয়কে কেন্দ্র করে তাঁর কক্ষে সিলগালা করা হয়েছে।’
এ বিষয়ে জানতে চাইলে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ফারজানা কাইয়ুম কেয়া আজকের পত্রিকাকে বলেন, ‘এটি আমাদের অভ্যন্তরীণ বিষয়। এই বিষয়ে এখন কিছু বলতে পারব না। উপাচার্য বিদেশ থেকে ফিরলে মিটিং করে তারপর জানাব।’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাশরাত আর্শিয়ানা ঐশী নামের এক ছাত্রলীগ নেত্রীর কক্ষ সিলগালা করেছে হল প্রশাসন।গতকাল সোমবার দুপুরে হল প্রশাসনের পক্ষ থেকে কক্ষটি সিলগালা করা হয়। ওই হলের আবাসিক শিক্ষক ড. মণি কৃষ্ণ মহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।
ঐশী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হল ছাত্রলীগের সহসভাপতি। তিনি হলের ২৮৮ নম্বর কক্ষে থাকতেন। ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য রাবি ছাত্রলীগের ২৬তম সম্মেলনে তিনি সাধারণ সম্পাদক পদপ্রার্থী।
কক্ষ সিলগালা করার বিষয়ে আবাসিক শিক্ষক মণি কৃষ্ণ বলেন, হলের ২৮৮ নম্বর কক্ষটি ডাবল সিটের। কিন্তু শুরু থেকে ঐশী ওই কক্ষে একা থাকেন। তাঁর কক্ষে কাউকে সিট বরাদ্দ দেওয়া হলে তিনি উঠতে দেন না। বিষয়টি নিয়ে হল প্রশাসন থেকে মাসখানেক আগে চিঠি ইস্যু করা হয়। তিনি চিঠির কোনো জবাব দেননি। এ ছাড়া হলের নিয়মনীতি মানেন না। রাজনৈতিক পাওয়ার দেখাতে চান। বিষয়গুলো নিয়ে হল প্রশাসন ছাত্র উপদেষ্টা, প্রক্টর তথা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কথা বলে তাঁর কক্ষটি সিলগালা করা হয়।
এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে ছাত্রলীগ নেত্রী ঐশী বলেন, ‘প্রথমে প্রভোস্ট ম্যাম রাগের বশে এ রকম কাজ করেছিলেন। তারপর আমাদের বড় ভাইয়েরা প্রভোস্ট ও ভিসি স্যারের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধান করেছেন।’
এ বিষয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ছাত্রলীগের সভাপতি তাজরিন মেধা বলেন, ‘আমাদের হলে কোনো সিঙ্গেল রুম নেই। ঐশী তাঁর রুমে একা থাকেন। ওই রুমে অন্য কাউকে সিট বরাদ্দ দিলে তাঁর সঙ্গে খারাপ আচরণ করেন। বিষয়টি নিয়ে প্রাধ্যক্ষ ম্যাম একাধিকবার তাঁর সঙ্গে কথা বলেছেন। কিন্তু তিনি ডাবল সিটের রুমে একা থাকতে চান। এই বিষয়কে কেন্দ্র করে তাঁর কক্ষে সিলগালা করা হয়েছে।’
এ বিষয়ে জানতে চাইলে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ফারজানা কাইয়ুম কেয়া আজকের পত্রিকাকে বলেন, ‘এটি আমাদের অভ্যন্তরীণ বিষয়। এই বিষয়ে এখন কিছু বলতে পারব না। উপাচার্য বিদেশ থেকে ফিরলে মিটিং করে তারপর জানাব।’
খুলনায় অগ্নিকাণ্ডে একটি পাটের বস্তার গোডাউনসহ ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার রাতে নগরীর বড় বাজারের বার্মাশীল এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
২ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিহত আবদুল্লাহকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় বেনাপোল পৌর বল ফিল্ড মাঠে গার্ড অব অনার শেষে পাশের বড় আঁচড়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
২০ মিনিট আগেপাবনার চাটমোহরে নিখোঁজের ২৪ ঘণ্টা পর গোলজার হোসেন (৫৩) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার বিলচলন ইউনিয়নের খলিশাগাড়ী বিলের কাজীর নালা থেকে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
২৪ মিনিট আগেঘন কুয়াশার কারণে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামায় বিঘ্ন ঘটছে। আজ শুক্রবার ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়ে রানওয়ে।
২৬ মিনিট আগে