বগুড়া প্রতিনিধি
বগুড়ার গাবতলীতে অটোরিকশা ভাঙচুর মামলার সন্দেহভাজন আসামি বিএনপি নেতা মিজানুর রহমান হান্নান (৫০) পুলিশ হেফাজতে অসুস্থ হয়ে পড়েছেন। পরে পুলিশ প্রহরায় তাকে হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়।
হান্নান গাবতলী উপজেলার দক্ষিনপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। তার নামে থানায় কোনো মামলা নেই।
আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাবতলী থানা-পুলিশ দক্ষিণপাড়া ইউনিয়নের উজগ্রাম বাজার থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাকে থানায় নিয়ে গেলে বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন।
রাত ৮ টার দিকে পুলিশ তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভর্তি করে।
মিজানুর রহমান হান্নানের জামাই শিমুল আজকের পত্রিকাকে বলেন, ‘আমার শ্বশুর বিএনপির রাজনীতি করলেও তার নামে কোনো মামলা নাই। আজ শনিবার সন্ধ্যার পর তিনি উজগ্রাম বাজারে গেলে পুলিশ তাকে আটক করে।’
তিনি বলেন, ‘আমার শ্বশুর হৃদরোগে আক্রান্ত। আরও দুইবার তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। পুলিশ গ্রেপ্তারের পর আবারও হৃদরোগে আক্রান্ত হলে পুলিশ তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভর্তি করায়। সেখানে আমার শ্বশুর সিসিইউতে চিকিৎসাধীন রয়েছে।’
স্বামীর অসুস্থতার খবর শুনে আমার শাশুড়ি পারভিন বেগম হাসপাতালে গিয়ে তিনিও অসুস্থ হয়ে পড়েন বলে জানান শিমুল।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘গত ১৬ নভেম্বর গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের পাঁচ মাইল বাজারে একটি অটোরিকশা ভাঙচুরের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করে। সেই মামলায় এজাহারে মিজানুর রহমান হান্নানের নাম নেই। তবে সন্দেহভাজন হিসেবে তদন্তে তার নাম পাওয়া গেলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর অসুস্থবোধ করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।’
ওসি আরও বলেন, ‘চিকিৎসকের সঙ্গে আমরা কথা বলেছি হান্নানের শারীরিক অবস্থা উন্নতির দিকে। তার প্রয়োজনীয় চিকিৎসা চলছে।’
বগুড়ার গাবতলীতে অটোরিকশা ভাঙচুর মামলার সন্দেহভাজন আসামি বিএনপি নেতা মিজানুর রহমান হান্নান (৫০) পুলিশ হেফাজতে অসুস্থ হয়ে পড়েছেন। পরে পুলিশ প্রহরায় তাকে হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়।
হান্নান গাবতলী উপজেলার দক্ষিনপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। তার নামে থানায় কোনো মামলা নেই।
আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাবতলী থানা-পুলিশ দক্ষিণপাড়া ইউনিয়নের উজগ্রাম বাজার থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাকে থানায় নিয়ে গেলে বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন।
রাত ৮ টার দিকে পুলিশ তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভর্তি করে।
মিজানুর রহমান হান্নানের জামাই শিমুল আজকের পত্রিকাকে বলেন, ‘আমার শ্বশুর বিএনপির রাজনীতি করলেও তার নামে কোনো মামলা নাই। আজ শনিবার সন্ধ্যার পর তিনি উজগ্রাম বাজারে গেলে পুলিশ তাকে আটক করে।’
তিনি বলেন, ‘আমার শ্বশুর হৃদরোগে আক্রান্ত। আরও দুইবার তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। পুলিশ গ্রেপ্তারের পর আবারও হৃদরোগে আক্রান্ত হলে পুলিশ তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভর্তি করায়। সেখানে আমার শ্বশুর সিসিইউতে চিকিৎসাধীন রয়েছে।’
স্বামীর অসুস্থতার খবর শুনে আমার শাশুড়ি পারভিন বেগম হাসপাতালে গিয়ে তিনিও অসুস্থ হয়ে পড়েন বলে জানান শিমুল।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘গত ১৬ নভেম্বর গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের পাঁচ মাইল বাজারে একটি অটোরিকশা ভাঙচুরের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করে। সেই মামলায় এজাহারে মিজানুর রহমান হান্নানের নাম নেই। তবে সন্দেহভাজন হিসেবে তদন্তে তার নাম পাওয়া গেলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর অসুস্থবোধ করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।’
ওসি আরও বলেন, ‘চিকিৎসকের সঙ্গে আমরা কথা বলেছি হান্নানের শারীরিক অবস্থা উন্নতির দিকে। তার প্রয়োজনীয় চিকিৎসা চলছে।’
রাজধানীর উত্তরার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ১১ হাজার ৬০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে রাত পর্যন্ত তুরাগের বাউনিয়া, বিমানবন্দরের সিভিল অ্যাভিয়েশনের স্টাফ কোয়ার্টার ও উত্তরা ৯ নম্বর সেক্টর এলাকায় এ অভিযান চালানো হয়।
৯ মিনিট আগেগোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১০ টাকার একটি চিতই পিঠার সঙ্গে বিনা মূল্যে মিলছে ৩০ রকমের ভর্তা। সুস্বাদু ভর্তার টানে বিকেল থেকে গভীর রাত পর্যন্ত পিঠার দোকানে ভিড় লেগে থাকে। আর ভোজন রসিকেরা পরম তৃপ্তির সঙ্গে পিঠার স্বাদ নেন।
১২ মিনিট আগেলক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী বাসচাপায় আহনাফ হোসেন (৭) নামের এক শিশু নিহত হয়েছে। আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে মহাসড়কে জকসিন বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু সদর উপজেলার যাদৈয়া এলাকার সফিকুল আলমের ছেলে।
১৩ মিনিট আগেরাজধানীর হাজারীবাগ পার্কের পাশে ছুরিকাঘাতে শাহদাত হোসেন আকবর ওরফে শান্ত (১৭) নামে এক কিশোর খুন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাজারীবাগ পার্কের পাশে মাদ্রাসার গলিতে গিয়াস উদ্দিনের বাড়ির সামনে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে