জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটে অভিযান চালিয়ে অপহরণের শিকার একজন কিশোরীকে উদ্ধারসহ নুরনবী ইসলাম (২১) নামের অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।
এ আগে গত সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অপহরণের অভিযোগে জয়পুরহাট সদর উপজেলার দোগাছী এলাকা থেকে নুরনবী ইসলামকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কমান্ডার মেজর মোস্তফা জামান স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার নুরনবী ইসলাম জয়পুরহাট সদর উপজেলার পশ্চিম দোগাছী গ্রামের আবদুল মোতালেবের ছেলে।
মেজর মোস্তফা জামান জানান, অপহরণের শিকার ওই কিশোরীর বাড়ি বগুড়ার আদমদীঘি উপজেলায়। তিনি নিজ এলাকায় পরিবারের সঙ্গেই থাকতেন। অভিযুক্ত অপহরণকারী নূরনবী ওই এলাকার একটি দোকানে কাজ করতেন। সেই সূত্রে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
কিন্তু একপর্যায়ে তাঁদের সেই সম্পর্ক ভেঙে যায়। নূরনবী বিচ্ছেদ মেনে নিতে পারেননি। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে নূরনবী তাঁর দুই বন্ধুর সহায়তায় রাস্তা থেকে ওই কিশোরীকে অপহরণ করেন। আর কিশোরীকে নিয়ে যান জয়পুরহাট সদর উপজেলার দোগাছী এলাকায় তাঁর নিজ বাড়িতে।
এদিকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও মেয়ের খোঁজ না পাওয়ায় অপহরণের ঘটনায় স্থানীয় থানায় জিডি করেন কিশোরীর পরিবার। এ ছাড়া এ ঘটনায় মেয়ের মা বাদী হয়ে জয়পুরহাট র্যাব ক্যাম্পে একটি অভিযোগ করেন। এরপর র্যাব তৎপরতা চালিয়ে অপহৃত কিশোরীকে উদ্ধার ও নূরনবীকে গ্রেপ্তার করে।
মোস্তফা জামান আরও জানান, এ ঘটনায় মঙ্গলবার ভোর রাতে বগুড়ার আদমদীঘি থানায় মামলা দিয়ে নূরনবীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
বগুড়ার আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তার নূরনবীকে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’
জয়পুরহাটে অভিযান চালিয়ে অপহরণের শিকার একজন কিশোরীকে উদ্ধারসহ নুরনবী ইসলাম (২১) নামের অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।
এ আগে গত সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অপহরণের অভিযোগে জয়পুরহাট সদর উপজেলার দোগাছী এলাকা থেকে নুরনবী ইসলামকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কমান্ডার মেজর মোস্তফা জামান স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার নুরনবী ইসলাম জয়পুরহাট সদর উপজেলার পশ্চিম দোগাছী গ্রামের আবদুল মোতালেবের ছেলে।
মেজর মোস্তফা জামান জানান, অপহরণের শিকার ওই কিশোরীর বাড়ি বগুড়ার আদমদীঘি উপজেলায়। তিনি নিজ এলাকায় পরিবারের সঙ্গেই থাকতেন। অভিযুক্ত অপহরণকারী নূরনবী ওই এলাকার একটি দোকানে কাজ করতেন। সেই সূত্রে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
কিন্তু একপর্যায়ে তাঁদের সেই সম্পর্ক ভেঙে যায়। নূরনবী বিচ্ছেদ মেনে নিতে পারেননি। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে নূরনবী তাঁর দুই বন্ধুর সহায়তায় রাস্তা থেকে ওই কিশোরীকে অপহরণ করেন। আর কিশোরীকে নিয়ে যান জয়পুরহাট সদর উপজেলার দোগাছী এলাকায় তাঁর নিজ বাড়িতে।
এদিকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও মেয়ের খোঁজ না পাওয়ায় অপহরণের ঘটনায় স্থানীয় থানায় জিডি করেন কিশোরীর পরিবার। এ ছাড়া এ ঘটনায় মেয়ের মা বাদী হয়ে জয়পুরহাট র্যাব ক্যাম্পে একটি অভিযোগ করেন। এরপর র্যাব তৎপরতা চালিয়ে অপহৃত কিশোরীকে উদ্ধার ও নূরনবীকে গ্রেপ্তার করে।
মোস্তফা জামান আরও জানান, এ ঘটনায় মঙ্গলবার ভোর রাতে বগুড়ার আদমদীঘি থানায় মামলা দিয়ে নূরনবীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
বগুড়ার আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তার নূরনবীকে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে কলেজছাত্র ইমন হত্যা মামলায় সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মো. আব্দুর রাজ্জাককে টাঙ্গাইলের মির্জাপুর থানায় পাঁচ দিনের রিমান্ডে আনা হয়েছে। আজ শুক্রবার সকালে তাঁকে টাঙ্গাইল কারাগার থেকে থানায় নিয়ে আসে পুলিশ।
৩ মিনিট আগেরাজধানীর উত্তরার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ১১ হাজার ৬০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে রাত পর্যন্ত তুরাগের বাউনিয়া, বিমানবন্দরের সিভিল অ্যাভিয়েশনের স্টাফ কোয়ার্টার ও উত্তরা ৯ নম্বর সেক্টর এলাকায় এ অভিযান চালানো হয়।
১২ মিনিট আগেগোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১০ টাকার একটি চিতই পিঠার সঙ্গে বিনা মূল্যে মিলছে ৩০ রকমের ভর্তা। সুস্বাদু ভর্তার টানে বিকেল থেকে গভীর রাত পর্যন্ত পিঠার দোকানে ভিড় লেগে থাকে। আর ভোজনরসিকেরা পরম তৃপ্তির সঙ্গে পিঠার স্বাদ নেন।
১৫ মিনিট আগেলক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী বাসচাপায় আহনাফ হোসেন (৭) নামের এক শিশু নিহত হয়েছে। আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে মহাসড়কে জকসিন বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু সদর উপজেলার যাদৈয়া এলাকার সফিকুল আলমের ছেলে।
১৬ মিনিট আগে