লালপুর (নাটোর) প্রতিনিধি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-ও (লালপুর-বাগাতিপাড়া) আসনে নৌকা ও ঈগল প্রতীকের দুই প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
আজ মঙ্গলবার ভোরে লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের গৌরীপুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ, দলীয় নেতা-কর্মী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার রাতে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের গৌরীপুর মোড় এলাকায় শামিয়ানা দিয়ে তৈরি নৌকা ও ঈগল প্রতীকের নির্বাচনী ক্যাম্প থেকে প্রচারণা চালানোর পর কর্মী সমর্থকেরা বাড়িতে চলে যান। মঙ্গলবার ভোরে নৌকা ও ঈগল প্রতীকের নির্বাচনী ক্যাম্পে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। এতে ঈগল মার্কার ক্যাম্পের কিছু অংশের কাপড় ও নৌকা মার্কার টেবিলের কাপড় পুড়ে যায়।
এ আসনে বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও নাটোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি শহিদুল ইসলাম বকুল (নৌকা) এবং সাবেক সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী নাটোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ (ঈগল) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নৌকার কর্মী লালপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঈশ্বরদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম জয় বলেন, বর্তমান সংসদ সদস্য সন্ত্রাস-দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়ে জনগণের আস্থা অর্জন করেছেন। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তাঁকে পুনরায় মনোনয়ন দিয়েছেন। নির্বাচনে নৌকা প্রতীকের গণজোয়ার দেখে প্রতিহিংসায় প্রতিদ্বন্দ্বী দুর্বৃত্তরা নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়েছে।
ঈগলের কর্মী ঈশ্বরদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ইলিয়াস মল্লিক বলেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীকের কর্মীরা বাড়ি বাড়ি ভোট প্রার্থনা করছেন। তা দেখে প্রতিপক্ষ প্রার্থীর দুর্বৃত্তরা নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়ে আতঙ্ক দৃষ্টি করেছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বলেন, বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্বতন্ত্র প্রার্থীর ঈগলের ক্যাম্পে বেশি পুড়ে গেছে আর নৌকার প্রার্থীর ক্যাম্প কম পুড়েছে। এ বিষয়ে প্রকৃত ঘটনা উদ্ঘাটনে তদন্ত চলছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শারমিন আখতার বলেন, নৌকা ও ঈগলের পাশাপাশি দুটি নির্বাচনী ক্যাম্পে আগুন লাগার ঘটনা ঘটেছে। বিষয়টি পুলিশ তদন্ত করছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-ও (লালপুর-বাগাতিপাড়া) আসনে নৌকা ও ঈগল প্রতীকের দুই প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
আজ মঙ্গলবার ভোরে লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের গৌরীপুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ, দলীয় নেতা-কর্মী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার রাতে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের গৌরীপুর মোড় এলাকায় শামিয়ানা দিয়ে তৈরি নৌকা ও ঈগল প্রতীকের নির্বাচনী ক্যাম্প থেকে প্রচারণা চালানোর পর কর্মী সমর্থকেরা বাড়িতে চলে যান। মঙ্গলবার ভোরে নৌকা ও ঈগল প্রতীকের নির্বাচনী ক্যাম্পে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। এতে ঈগল মার্কার ক্যাম্পের কিছু অংশের কাপড় ও নৌকা মার্কার টেবিলের কাপড় পুড়ে যায়।
এ আসনে বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও নাটোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি শহিদুল ইসলাম বকুল (নৌকা) এবং সাবেক সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী নাটোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ (ঈগল) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নৌকার কর্মী লালপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঈশ্বরদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম জয় বলেন, বর্তমান সংসদ সদস্য সন্ত্রাস-দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়ে জনগণের আস্থা অর্জন করেছেন। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তাঁকে পুনরায় মনোনয়ন দিয়েছেন। নির্বাচনে নৌকা প্রতীকের গণজোয়ার দেখে প্রতিহিংসায় প্রতিদ্বন্দ্বী দুর্বৃত্তরা নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়েছে।
ঈগলের কর্মী ঈশ্বরদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ইলিয়াস মল্লিক বলেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীকের কর্মীরা বাড়ি বাড়ি ভোট প্রার্থনা করছেন। তা দেখে প্রতিপক্ষ প্রার্থীর দুর্বৃত্তরা নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়ে আতঙ্ক দৃষ্টি করেছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বলেন, বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্বতন্ত্র প্রার্থীর ঈগলের ক্যাম্পে বেশি পুড়ে গেছে আর নৌকার প্রার্থীর ক্যাম্প কম পুড়েছে। এ বিষয়ে প্রকৃত ঘটনা উদ্ঘাটনে তদন্ত চলছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শারমিন আখতার বলেন, নৌকা ও ঈগলের পাশাপাশি দুটি নির্বাচনী ক্যাম্পে আগুন লাগার ঘটনা ঘটেছে। বিষয়টি পুলিশ তদন্ত করছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রাজধানীর আজিমপুরে মেডিকেল স্টাফ কোয়ার্টারের একটি বাসায় দিনদুপুরে ডাকাতিসহ বাচ্চাকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার দুপুরে লালবাগ টাওয়ারের পাশে ফারজানা আক্তার নামের এক নারীর বাসায় এ ঘটনা ঘটে
১১ মিনিট আগেবরগুনা সদরের ঘটবাড়িয়া গ্রামের আবদুল লতিফ ফরায়েজীর স্ত্রী জাহানারা বেগমকে (৬০) প্রায় ২৫ বছর পর খুঁজে পেয়েছে তাঁর স্বজনেরা। আজ শুক্রবার দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া বাজার এলাকা থেকে তাঁকে নিয়ে যান স্বজনেরা। ১৯৯৯ সালে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে নিখোঁজ হয়েছিলেন তিনি।
২০ মিনিট আগেসিলেটে ছাত্র-জনতার আন্দোলনে হামলা-গুলির অভিযোগে করা মামলায় সিলেট মহানগর যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৩৫ মিনিট আগেকবির বলেন, ‘আমার ছেলে তো কোনো রাজনীতি করত না। কোনো অন্যায় করেনি। তাহলে কেন এভাবে তাকে হত্যা করা হলো? সায়েম দেশের জন্য শহীদ হলেও সরকার থেকে বা অন্য কেউ কোনো খবর নিতে আসেনি।’
১ ঘণ্টা আগে