জয়পুরহাট প্রতিনিধি
ভোরের হালকা কুয়াশা তখনো কাটেনি। বাতাসে শীতের আমেজ। কালাই বাসস্ট্যান্ড থেকে পিচঢালা পথে জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়ক ধরে আধা কিলোমিটার পূর্ব পাশে এগোতেই মানুষের হইচই শোনা গেল। এটা পাঁচশিরা মাছের আড়ত। কিন্তু আজ শনিবার এখানে বসেছে এক দিনের মাছের মেলা। উপলক্ষ নবান্ন উৎসব।
মাছের মেলায় প্রায় ৫০টি দোকানে থরে থরে সাজিয়ে রাখা হয়েছে নানা প্রজাতির মাছ। সিলভার কার্প, ব্রিগেড, রুই, কাতল, গ্রাসকার্প, পাঙাশসহ আরও হরেক প্রজাতির মাছ। কোনো কোনো ব্যবসায়ী রংবেরঙের কাগজ দিয়ে সাজিয়েছেন মাছ বিক্রির জায়গা। বড়সড় মাছগুলো সামনে রেখে ক্রেতাদের আকৃষ্ট করতে চলছে হাঁকডাক। ক্রেতারা পছন্দের মাছ কিনতে করছেন দর-কষাকষি। বাজেটের মধ্যে এলেই কিনছেন পছন্দের মাছ।
মেলা উপলক্ষে আশপাশের গ্রাম-মহল্লায় রীতিমতো উৎসবের আমেজ। নাইওর এসেছেন মেয়ে ও জামাই। নিমন্ত্রণ করা হয়েছে আত্মীয়স্বজনকেও। এই দিনের জন্য পুরো বছর অপেক্ষায় থাকে কালাই উপজেলাবাসী।
পাঁচশিরা বাজারের ব্যবসায়ী গৌতম চন্দ্র চাকী বলেন, পঞ্জিকা অনুসারে আজ শনিবার অগ্রহায়ণের প্রথম দিন হওয়ায় সনাতন ধর্মাবলম্বীরা এই দিন নবান্ন উৎসব পালন করেন। তবে এই এলাকায় দিনটিতে ধর্ম-বর্ণনির্বিশেষে সবাই নবান্ন উৎসব পালনের পাশাপাশি মেলাটি উপভোগ করেন এবং এতে অংশ নেন।
মেলার নিকটবর্তী থুপসারা মহল্লা থেকে সপরিবারে মাছ কিনতে এসেছেন শাহনাজ পারভীন শিউলি। তিনি বলেন, ‘অনেক বছর ধরেই মাছের মেলার কথা শুনে আসছি। কিন্তু আগে কখনো আসা হয়নি। বড় বড় মাছ দেখতে এবং পছন্দের মাছ কিনতে মেলায় এসেছি আজ। মেলাটি বেশ ভালো লাগছে। ঘুরেফিরে মেলা থেকে স্বাদ ও সাধ্যের মধ্যে ৫০০ টাকা কেজিতে ছয় কেজি ওজনের একটি সিলভার কার্প মাছ কিনেছি।’
মেলায় মাছ কিনতে আসা খোসালপুর গ্রামের মনোয়ার হোসেন মণ্ডল বলেন, ‘মেলায় এসে দরদাম করে ৭৫০ টাকা কেজিতে সাড়ে আট কেজি ওজনের একটি কাতল মাছ কিনেছি। অন্য বছরের চেয়ে এবার বড় আকারের মাছের আমদানি এবং দাম দুই-ই কম। গত বছর উঠেছিল ১৮-২০ কেজি ওজনের কাতল ও ব্রিগেড। যেগুলো বিক্রি হয়েছিল ৮০০-৯০০ টাকা কেজিতে। কিন্তু এবার ১২ কেজির চেয়ে বড় মাছ চোখে পড়েনি। সেগুলো বিক্রি হচ্ছে ৬৫০-৮০০ টাকা কেজিতে।’
কালাই পৌরসভার লাইসেন্স পরিদর্শক মোস্তা হাসান বলেন, কালাই পৌরসভার পাঁচশিরা মাছের আড়ত ও মাছের বাজারে প্রায় দুই যুগ ধরে নিয়মিতভাবে এক দিনের মাছের মেলা বসছে। উপলক্ষ নবান্ন উৎসব। এখন এটা এই এলাকার বাসিন্দাদের কাছে ঐতিহ্যে পরিণত হয়েছে। তাই এদিন ভোর থেকে দুপুর পর্যন্ত আশপাশের লোকজন মাছ কিনতে মেলায় ছুটে আসে।
এই মেলার মাছ বিক্রেতা সাইফুল ইসলাম বলেন, ‘মেলায় ছোট-বড় অন্তত ৫০টি মাছের দোকান বসেছে। এক দিনের এই মেলার জন্য আমরা চাষির কাছ থেকে তাঁদের পুকুর ও দিঘিতে চাষ করা নানা জাতের বড় বড় মাছ সংগ্রহ করেছি। সেগুলোই বিক্রি করছি। ৫-১১ কেজি ওজনের ব্রিগেড ও সিলভার কার্প মাছ বিক্রি করছি ৫০০-৬৫০ টাকা কেজিতে। ৬-৯ কেজি ওজনের রুই ও কাতলা মাছ বিক্রি করছি ৫৫০-৮০০ টাকা কেজিতে। এ ছাড়া ১-৪ কেজি ওজনের রুই, কাতল, ব্রিগেড ও সিলভার কার্প মাছ বিক্রি করছি ২৬০-৩৮০ টাকা কেজিতে।’
কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাত আরা তিথি আজকের পত্রিকাকে বলেন, ‘উপজেলার পাঁচশিরায় বসা এক দিনের এই মাছের মেলা ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। এই মেলার জন্য স্থানীয় মাছ ব্যবসায়ীরা বিভিন্ন এলাকা থেকে সপ্তাহখানেক ধরে যোগাযোগ করে বড় বড় মাছ সংগ্রহ করে থাকেন। সেগুলোই আজ মাছের মেলায় বিক্রি করছেন। এ মেলায় কেউ যাতে বিষযুক্ত মাছ বিক্রি করতে না পারেন, সেদিকে তদারকির জন্য উপজেলা মৎস্য বিভাগকে নির্দেশনা দেওয়া আছে।’
কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন আজকের পত্রিকাকে বলেন, ‘নবান্ন উপলক্ষে দুই যুগের বেশি সময় ধরে উপজেলার পাঁচশিরা এলাকায় বসা এক দিনের এই মাছের মেলা এই উপজেলার ঐতিহ্যের ধারক। মেলায় বেচাকেনা কমবেশি যা-ই হোক না কেন, এ মেলা আমাদের ঐতিহ্য আর সংস্কৃতিকে বহন করছে। এটা আমাদের একটি বড় অর্জন।’
ভোরের হালকা কুয়াশা তখনো কাটেনি। বাতাসে শীতের আমেজ। কালাই বাসস্ট্যান্ড থেকে পিচঢালা পথে জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়ক ধরে আধা কিলোমিটার পূর্ব পাশে এগোতেই মানুষের হইচই শোনা গেল। এটা পাঁচশিরা মাছের আড়ত। কিন্তু আজ শনিবার এখানে বসেছে এক দিনের মাছের মেলা। উপলক্ষ নবান্ন উৎসব।
মাছের মেলায় প্রায় ৫০টি দোকানে থরে থরে সাজিয়ে রাখা হয়েছে নানা প্রজাতির মাছ। সিলভার কার্প, ব্রিগেড, রুই, কাতল, গ্রাসকার্প, পাঙাশসহ আরও হরেক প্রজাতির মাছ। কোনো কোনো ব্যবসায়ী রংবেরঙের কাগজ দিয়ে সাজিয়েছেন মাছ বিক্রির জায়গা। বড়সড় মাছগুলো সামনে রেখে ক্রেতাদের আকৃষ্ট করতে চলছে হাঁকডাক। ক্রেতারা পছন্দের মাছ কিনতে করছেন দর-কষাকষি। বাজেটের মধ্যে এলেই কিনছেন পছন্দের মাছ।
মেলা উপলক্ষে আশপাশের গ্রাম-মহল্লায় রীতিমতো উৎসবের আমেজ। নাইওর এসেছেন মেয়ে ও জামাই। নিমন্ত্রণ করা হয়েছে আত্মীয়স্বজনকেও। এই দিনের জন্য পুরো বছর অপেক্ষায় থাকে কালাই উপজেলাবাসী।
পাঁচশিরা বাজারের ব্যবসায়ী গৌতম চন্দ্র চাকী বলেন, পঞ্জিকা অনুসারে আজ শনিবার অগ্রহায়ণের প্রথম দিন হওয়ায় সনাতন ধর্মাবলম্বীরা এই দিন নবান্ন উৎসব পালন করেন। তবে এই এলাকায় দিনটিতে ধর্ম-বর্ণনির্বিশেষে সবাই নবান্ন উৎসব পালনের পাশাপাশি মেলাটি উপভোগ করেন এবং এতে অংশ নেন।
মেলার নিকটবর্তী থুপসারা মহল্লা থেকে সপরিবারে মাছ কিনতে এসেছেন শাহনাজ পারভীন শিউলি। তিনি বলেন, ‘অনেক বছর ধরেই মাছের মেলার কথা শুনে আসছি। কিন্তু আগে কখনো আসা হয়নি। বড় বড় মাছ দেখতে এবং পছন্দের মাছ কিনতে মেলায় এসেছি আজ। মেলাটি বেশ ভালো লাগছে। ঘুরেফিরে মেলা থেকে স্বাদ ও সাধ্যের মধ্যে ৫০০ টাকা কেজিতে ছয় কেজি ওজনের একটি সিলভার কার্প মাছ কিনেছি।’
মেলায় মাছ কিনতে আসা খোসালপুর গ্রামের মনোয়ার হোসেন মণ্ডল বলেন, ‘মেলায় এসে দরদাম করে ৭৫০ টাকা কেজিতে সাড়ে আট কেজি ওজনের একটি কাতল মাছ কিনেছি। অন্য বছরের চেয়ে এবার বড় আকারের মাছের আমদানি এবং দাম দুই-ই কম। গত বছর উঠেছিল ১৮-২০ কেজি ওজনের কাতল ও ব্রিগেড। যেগুলো বিক্রি হয়েছিল ৮০০-৯০০ টাকা কেজিতে। কিন্তু এবার ১২ কেজির চেয়ে বড় মাছ চোখে পড়েনি। সেগুলো বিক্রি হচ্ছে ৬৫০-৮০০ টাকা কেজিতে।’
কালাই পৌরসভার লাইসেন্স পরিদর্শক মোস্তা হাসান বলেন, কালাই পৌরসভার পাঁচশিরা মাছের আড়ত ও মাছের বাজারে প্রায় দুই যুগ ধরে নিয়মিতভাবে এক দিনের মাছের মেলা বসছে। উপলক্ষ নবান্ন উৎসব। এখন এটা এই এলাকার বাসিন্দাদের কাছে ঐতিহ্যে পরিণত হয়েছে। তাই এদিন ভোর থেকে দুপুর পর্যন্ত আশপাশের লোকজন মাছ কিনতে মেলায় ছুটে আসে।
এই মেলার মাছ বিক্রেতা সাইফুল ইসলাম বলেন, ‘মেলায় ছোট-বড় অন্তত ৫০টি মাছের দোকান বসেছে। এক দিনের এই মেলার জন্য আমরা চাষির কাছ থেকে তাঁদের পুকুর ও দিঘিতে চাষ করা নানা জাতের বড় বড় মাছ সংগ্রহ করেছি। সেগুলোই বিক্রি করছি। ৫-১১ কেজি ওজনের ব্রিগেড ও সিলভার কার্প মাছ বিক্রি করছি ৫০০-৬৫০ টাকা কেজিতে। ৬-৯ কেজি ওজনের রুই ও কাতলা মাছ বিক্রি করছি ৫৫০-৮০০ টাকা কেজিতে। এ ছাড়া ১-৪ কেজি ওজনের রুই, কাতল, ব্রিগেড ও সিলভার কার্প মাছ বিক্রি করছি ২৬০-৩৮০ টাকা কেজিতে।’
কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাত আরা তিথি আজকের পত্রিকাকে বলেন, ‘উপজেলার পাঁচশিরায় বসা এক দিনের এই মাছের মেলা ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। এই মেলার জন্য স্থানীয় মাছ ব্যবসায়ীরা বিভিন্ন এলাকা থেকে সপ্তাহখানেক ধরে যোগাযোগ করে বড় বড় মাছ সংগ্রহ করে থাকেন। সেগুলোই আজ মাছের মেলায় বিক্রি করছেন। এ মেলায় কেউ যাতে বিষযুক্ত মাছ বিক্রি করতে না পারেন, সেদিকে তদারকির জন্য উপজেলা মৎস্য বিভাগকে নির্দেশনা দেওয়া আছে।’
কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন আজকের পত্রিকাকে বলেন, ‘নবান্ন উপলক্ষে দুই যুগের বেশি সময় ধরে উপজেলার পাঁচশিরা এলাকায় বসা এক দিনের এই মাছের মেলা এই উপজেলার ঐতিহ্যের ধারক। মেলায় বেচাকেনা কমবেশি যা-ই হোক না কেন, এ মেলা আমাদের ঐতিহ্য আর সংস্কৃতিকে বহন করছে। এটা আমাদের একটি বড় অর্জন।’
গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার হাজতখানার ভেতরে আপসের শর্তে বাদী ও আসামির টাকা লেনদেনের ভিডিও নিয়ে মহানগর পুলিশে তোলপাড় সৃষ্টি হয়েছে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত এক কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া দায়িত্বে অবহেলার কারণে মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ ও বদলি এবং ডিউটি অফিসারকে শোকজ করা হয়েছ
৪ মিনিট আগেরাজধানীর হাজারীবাগের ট্যানারিগুলোকে সাভারের হেমায়েতপুরের চামড়া শিল্পনগরে স্থানান্তর করা হয়েছে প্রায় সাত বছর আগে। কিন্তু ট্যানারির দূষণ এখনো রয়ে গেছে হাজারীবাগে। ওই এলাকায় চামড়া প্রক্রিয়াজাত করতে ব্যবহৃত রাসায়নিকের উৎকট গন্ধ আর খালে প্রবাহিত ট্যানারি বর্জ্য জনজীবনকে দুর্বিষহ করে তুলছে।
৫ মিনিট আগেপিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের শিয়ালকাঠী গ্রামে লোকালয়ে গড়ে ওঠা একটি খামারের কারণে হুমকিতে পড়েছে জনস্বাস্থ্য। গরু, ছাগল ও মুরগির সমন্বয়ে খামারটি করেছেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক অ্যাডভোকেট শহীদুল হক খান পান্না।
৫ মিনিট আগেবাংলাদেশ থেকে বিভিন্ন দেশে অভিবাসন, শিক্ষা ও কর্মসংস্থানের লক্ষ্যে যাত্রা করা নাগরিকদের সংখ্যা ক্রমেই বাড়ছে। ইউরোপীয় বিভিন্ন দেশের কনস্যুলেট এবং দূতাবাস কার্যক্রম না থাকায় নাগরিকদের অন্য দেশ অভিমুখী হতে হচ্ছে।
১ ঘণ্টা আগে