নওগাঁ প্রতিনিধি
উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণের দিন আজ বুধবার ভোরে মুষলধারে বৃষ্টি হয়েছে। বৃষ্টির রেশ ছিল সকাল ৭টা পর্যন্ত। কোথাও মেঘলা আকাশ, কোথাও ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে। এমন দৃশ্য দেখা গেছে প্রথম ধাপের এই নির্বাচনে নওগাঁর তিনটি উপজেলায়।
তবে বৈরী আবহাওয়া উপেক্ষা করে ধামইরহাট, পত্নীতলা ও বদলগাছী উপজেলা পরিষদ নির্বাচনে আজ সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হওয়ার পর বিভিন্ন কেন্দ্র ভোটারশূন্য দেখা গেছে। ৯টার পর দেখা মিলেছে দু-একজন ভোটারের।
আজ সকাল ৮টা থেকে শুরু হয়ে নওগাঁর তিন উপজেলার ১৯১টি কেন্দ্রে ব্যালট পেপারের মাধ্যমে এই ভোট গ্রহণ বিরতিহীনভাবে একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
বদলগাছি ও পত্নীতলা উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোট শুরু হওয়ার সময় থেকেই কেন্দ্রগুলো একেবারে ফাঁকা। নেই কোনো ভোটার। তবে বেলা ৯টার দিকে বিভিন্ন কেন্দ্রে দু-একজন করে ভোটার আসতে দেখা গেছে।
স্থানীয়রা জানান, বৈরী আবহাওয়ার কারণে ভোটাররা সকাল সকাল কেন্দ্রে আসছেন না। আকাশ মেঘলা। এ ছাড়া অনেকেই ধান কাটা-মাড়াই নিয়ে ব্যস্ত আছেন। এ ছাড়া ভোররাতে হঠাৎ বৃষ্টি হয়েছে। এ জন্য সকালে ভোটার উপস্থিতি কম। বিকেলের দিকে ভোটার উপস্থিতি বাড়তে পারে।
প্রশাসন সূত্র জানায়, প্রতিটি কেন্দ্রে পুলিশ সদস্যসহ আনসার সদস্যরা নিয়োজিত রয়েছেন। এ ছাড়া নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে স্ট্রাইকিং ফোর্স কাজ করছে।
এদিকে জেলায় গোয়েন্দা পুলিশ, র্যাব ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও দায়িত্ব পালন করছেন। সবকিছু মিলিয়ে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে প্রশাসন।
জানা গেছে, এই তিন উপজেলায় চেয়ারম্যান পদে ১৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ১১ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এর মধ্যে বদলগাছী উপজেলায় চেয়ারম্যান পদে আটজন, ভাইস চেয়ারম্যান পদে ছয়জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন রয়েছেন। এ ছাড়া ধামইরহাট উপজেলায় চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান পদে দুজন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন এবং পত্নীতলা উপজেলায় চেয়ারম্যান পদে দুজন, ভাইস চেয়ারম্যান পদে তিনজন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এই তিন উপজেলার মোট ভোটার ৫ লাখ ৩৭ হাজার ১৬৭ জন। এর মধ্যে পত্নীতলা উপজেলা ২ লাখ ১ হাজার ৯২০ জন, ধামইরহাট উপজেলায় ১ লাখ ৫৯ হাজার, বদলগাছী উপজেলায় ১ লাখ ৭৬ হাজার ১ জন।
এ বিষয়ে নওগাঁর সহকারী পুলিশ সুপার জাকিরুল ইসলাম বলেন, ভোটকেন্দ্রের ভেতরে ও বাইরে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশের পাশাপাশি বিজিবি, র্যাব, আনসারসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা কাজ করে যাচ্ছেন। কোথাও কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে মোকাবিলায় প্রস্তুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণের দিন আজ বুধবার ভোরে মুষলধারে বৃষ্টি হয়েছে। বৃষ্টির রেশ ছিল সকাল ৭টা পর্যন্ত। কোথাও মেঘলা আকাশ, কোথাও ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে। এমন দৃশ্য দেখা গেছে প্রথম ধাপের এই নির্বাচনে নওগাঁর তিনটি উপজেলায়।
তবে বৈরী আবহাওয়া উপেক্ষা করে ধামইরহাট, পত্নীতলা ও বদলগাছী উপজেলা পরিষদ নির্বাচনে আজ সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হওয়ার পর বিভিন্ন কেন্দ্র ভোটারশূন্য দেখা গেছে। ৯টার পর দেখা মিলেছে দু-একজন ভোটারের।
আজ সকাল ৮টা থেকে শুরু হয়ে নওগাঁর তিন উপজেলার ১৯১টি কেন্দ্রে ব্যালট পেপারের মাধ্যমে এই ভোট গ্রহণ বিরতিহীনভাবে একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
বদলগাছি ও পত্নীতলা উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোট শুরু হওয়ার সময় থেকেই কেন্দ্রগুলো একেবারে ফাঁকা। নেই কোনো ভোটার। তবে বেলা ৯টার দিকে বিভিন্ন কেন্দ্রে দু-একজন করে ভোটার আসতে দেখা গেছে।
স্থানীয়রা জানান, বৈরী আবহাওয়ার কারণে ভোটাররা সকাল সকাল কেন্দ্রে আসছেন না। আকাশ মেঘলা। এ ছাড়া অনেকেই ধান কাটা-মাড়াই নিয়ে ব্যস্ত আছেন। এ ছাড়া ভোররাতে হঠাৎ বৃষ্টি হয়েছে। এ জন্য সকালে ভোটার উপস্থিতি কম। বিকেলের দিকে ভোটার উপস্থিতি বাড়তে পারে।
প্রশাসন সূত্র জানায়, প্রতিটি কেন্দ্রে পুলিশ সদস্যসহ আনসার সদস্যরা নিয়োজিত রয়েছেন। এ ছাড়া নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে স্ট্রাইকিং ফোর্স কাজ করছে।
এদিকে জেলায় গোয়েন্দা পুলিশ, র্যাব ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও দায়িত্ব পালন করছেন। সবকিছু মিলিয়ে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে প্রশাসন।
জানা গেছে, এই তিন উপজেলায় চেয়ারম্যান পদে ১৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ১১ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এর মধ্যে বদলগাছী উপজেলায় চেয়ারম্যান পদে আটজন, ভাইস চেয়ারম্যান পদে ছয়জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন রয়েছেন। এ ছাড়া ধামইরহাট উপজেলায় চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান পদে দুজন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন এবং পত্নীতলা উপজেলায় চেয়ারম্যান পদে দুজন, ভাইস চেয়ারম্যান পদে তিনজন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এই তিন উপজেলার মোট ভোটার ৫ লাখ ৩৭ হাজার ১৬৭ জন। এর মধ্যে পত্নীতলা উপজেলা ২ লাখ ১ হাজার ৯২০ জন, ধামইরহাট উপজেলায় ১ লাখ ৫৯ হাজার, বদলগাছী উপজেলায় ১ লাখ ৭৬ হাজার ১ জন।
এ বিষয়ে নওগাঁর সহকারী পুলিশ সুপার জাকিরুল ইসলাম বলেন, ভোটকেন্দ্রের ভেতরে ও বাইরে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশের পাশাপাশি বিজিবি, র্যাব, আনসারসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা কাজ করে যাচ্ছেন। কোথাও কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে মোকাবিলায় প্রস্তুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার হাজতখানার ভেতরে আপসের শর্তে বাদী ও আসামির টাকা লেনদেনের ভিডিও নিয়ে মহানগর পুলিশে তোলপাড় সৃষ্টি হয়েছে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত এক কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া দায়িত্বে অবহেলার কারণে মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ ও বদলি এবং ডিউটি অফিসারকে শোকজ করা হয়েছ
৬ মিনিট আগেরাজধানীর হাজারীবাগের ট্যানারিগুলোকে সাভারের হেমায়েতপুরের চামড়া শিল্পনগরে স্থানান্তর করা হয়েছে প্রায় সাত বছর আগে। কিন্তু ট্যানারির দূষণ এখনো রয়ে গেছে হাজারীবাগে। ওই এলাকায় চামড়া প্রক্রিয়াজাত করতে ব্যবহৃত রাসায়নিকের উৎকট গন্ধ আর খালে প্রবাহিত ট্যানারি বর্জ্য জনজীবনকে দুর্বিষহ করে তুলছে।
৭ মিনিট আগেপিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের শিয়ালকাঠী গ্রামে লোকালয়ে গড়ে ওঠা একটি খামারের কারণে হুমকিতে পড়েছে জনস্বাস্থ্য। গরু, ছাগল ও মুরগির সমন্বয়ে খামারটি করেছেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক অ্যাডভোকেট শহীদুল হক খান পান্না।
৭ মিনিট আগেবাংলাদেশ থেকে বিভিন্ন দেশে অভিবাসন, শিক্ষা ও কর্মসংস্থানের লক্ষ্যে যাত্রা করা নাগরিকদের সংখ্যা ক্রমেই বাড়ছে। ইউরোপীয় বিভিন্ন দেশের কনস্যুলেট এবং দূতাবাস কার্যক্রম না থাকায় নাগরিকদের অন্য দেশ অভিমুখী হতে হচ্ছে।
১ ঘণ্টা আগে