সিরাজগঞ্জ প্রতিনিধি
দীর্ঘদিন ধরে মাথায় লাগানো কৃত্রিম চুল (পরচুলা) খুলে, গোঁফ রেখে নিজের পরিচিত চেহারা আড়াল করেও গ্রেপ্তার এড়াতে পারলেন না সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডলের পিএস সেলিম সরকার। অবশেষে তাঁকে ঢাকা থেকে গ্রেপ্তার করে র্যাব।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাব-১২ কমান্ডার আবুল হাশেম সবুজ। গত মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার ড্রিম কনভেনশন হলে যৌথ অভিযান চালিয়ে সেলিম সরকারকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে এনায়েতপুর থানায় হস্তান্তর করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সিরাজগঞ্জের এনায়েতপুরে গুলিতে নিহত কলেজছাত্র শিহাব, সিয়াম হোসেন ও ইয়াহিয়া নিহতের ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি সেলিম সরকার। মামলা দায়েরের পর থেকে তিনি পলাতক ছিলেন। মাথার নকল চুল খুলে গ্রেপ্তার এড়ানোর চেষ্টা করেন। অবশেষে র্যাবের হাতে ধরা পড়েন সেলিম।
গ্রেপ্তারকৃত সেলিম সরকার (৪৬) সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার শেরনগর (কামারপাড়া) মহল্লার মো. আব্দুর রাজ্জাক সরকারের ছেলে। তিনি বেলকুচি উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বেলকুচি সরকারি ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস।
মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, গত ৪ আগস্ট দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার একটি মিছিল সিরাজগঞ্জের এনায়েতপুর থানাধীন খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজ হাসপাতালের মূল ফটকের সামনে থেকে শুরু করে এনায়েতপুর থানার দিকে রওনা দেয়। মিছিলটি স্থানীয় আল হেরা মার্কেটের সামনে পৌঁছালে আওয়ামী লীগের নেতা-কর্মীরা হামলা চালায়। হামলাকারীরা ছাত্র-জনতার গণ-আন্দোলন নস্যাৎ করার জন্য পিস্তল দিয়ে গুলিবর্ষণ করলে মিছিলে অংশ নেওয়া ছাত্র মো. শিহাব হোসেন (১৯), হাফেজ মো. সিয়াম হোসেন (২০) ও মো. ইয়াহিয়া আলী গুলিবিদ্ধ হয়ে মৃত্যু বরণ করেন।
এ ঘটনায় মোছা. শাহানা খাতুন (৩৫), মো. হযরত আলী (৩৪) ও মো. সোলায়মান (২৯) বাদী হয়ে তিনটি পৃথক হত্যা মামলা দায়ের করেন। এ হত্যা মামলাগুলোর এজাহারভুক্ত আসামি ছিলেন সেলিম সরকার।
এ ছাড়া এই তিন মামলাতেই সাবেক সংসদ সদস্য আব্দুল মমিন মণ্ডলকেও আসামি করা হয়েছে। তিনিও পলাতক রয়েছেন।
দীর্ঘদিন ধরে মাথায় লাগানো কৃত্রিম চুল (পরচুলা) খুলে, গোঁফ রেখে নিজের পরিচিত চেহারা আড়াল করেও গ্রেপ্তার এড়াতে পারলেন না সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডলের পিএস সেলিম সরকার। অবশেষে তাঁকে ঢাকা থেকে গ্রেপ্তার করে র্যাব।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাব-১২ কমান্ডার আবুল হাশেম সবুজ। গত মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার ড্রিম কনভেনশন হলে যৌথ অভিযান চালিয়ে সেলিম সরকারকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে এনায়েতপুর থানায় হস্তান্তর করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সিরাজগঞ্জের এনায়েতপুরে গুলিতে নিহত কলেজছাত্র শিহাব, সিয়াম হোসেন ও ইয়াহিয়া নিহতের ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি সেলিম সরকার। মামলা দায়েরের পর থেকে তিনি পলাতক ছিলেন। মাথার নকল চুল খুলে গ্রেপ্তার এড়ানোর চেষ্টা করেন। অবশেষে র্যাবের হাতে ধরা পড়েন সেলিম।
গ্রেপ্তারকৃত সেলিম সরকার (৪৬) সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার শেরনগর (কামারপাড়া) মহল্লার মো. আব্দুর রাজ্জাক সরকারের ছেলে। তিনি বেলকুচি উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বেলকুচি সরকারি ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস।
মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, গত ৪ আগস্ট দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার একটি মিছিল সিরাজগঞ্জের এনায়েতপুর থানাধীন খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজ হাসপাতালের মূল ফটকের সামনে থেকে শুরু করে এনায়েতপুর থানার দিকে রওনা দেয়। মিছিলটি স্থানীয় আল হেরা মার্কেটের সামনে পৌঁছালে আওয়ামী লীগের নেতা-কর্মীরা হামলা চালায়। হামলাকারীরা ছাত্র-জনতার গণ-আন্দোলন নস্যাৎ করার জন্য পিস্তল দিয়ে গুলিবর্ষণ করলে মিছিলে অংশ নেওয়া ছাত্র মো. শিহাব হোসেন (১৯), হাফেজ মো. সিয়াম হোসেন (২০) ও মো. ইয়াহিয়া আলী গুলিবিদ্ধ হয়ে মৃত্যু বরণ করেন।
এ ঘটনায় মোছা. শাহানা খাতুন (৩৫), মো. হযরত আলী (৩৪) ও মো. সোলায়মান (২৯) বাদী হয়ে তিনটি পৃথক হত্যা মামলা দায়ের করেন। এ হত্যা মামলাগুলোর এজাহারভুক্ত আসামি ছিলেন সেলিম সরকার।
এ ছাড়া এই তিন মামলাতেই সাবেক সংসদ সদস্য আব্দুল মমিন মণ্ডলকেও আসামি করা হয়েছে। তিনিও পলাতক রয়েছেন।
যশোর হর্টিকালচার সেন্টারে বিক্রির তালিকায় থাকা সব গাছ সেন্টারে নেই। উদ্যানে নিজস্বভাবে চারা উৎপাদনের জন্য ‘রিভলভিং’ ফান্ডের মাধ্যমে অর্থ বরাদ্দ দেওয়া থাকলেও সেটি করা হচ্ছে না। চারা উৎপাদন না করে বাইরে থেকে কম দামে মানহীন চারা এনে উদ্যানে রেখে বিক্রি করা হচ্ছে। সেন্টারে একটি ভার্মি কম্পোস্ট প্ল্যান্ট
১ ঘণ্টা আগেচট্টগ্রামের রাউজানে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় মাসুদ নামের এক পথচারী গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেগতকাল বৃহস্পতিবার দিবাগত আড়াইটার দিকে ধানমন্ডি–১৫–এর একটি পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় ঘটনাটি ঘটে। আহত অবস্থায় বাসার ভাড়াটিয়ারা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক ভোর পৌনে ৪টার দিকে মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগেকিশোরগঞ্জের কটিয়াদীতে প্রথম স্ত্রীর বাসায় যাওয়ায় স্বামীকে তাঁর দ্বিতীয় স্ত্রী হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। গত বুধবার গভীর রাতে পৌর এলাকার পশ্চিমপাড়ার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে