বগুড়া প্রতিনিধি
ভেতর থেকে বন্ধ ছিল দরজা। দুর্গন্ধ ছড়াচ্ছিল ঘর থেকে। এলাকাবাসী দুর্গন্ধ পেয়ে খবর দেয় পুলিশকে। সেখানে পৌঁছে পুলিশ দরজা খুলে কক্ষ থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করে।
আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বগুড়ার কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের পোড়াপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত ব্যক্তির নাম বাটুল মণ্ডল (৪০)। তিনি বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চন্দনবাইশা গ্রামের অপু মণ্ডলের ছেলে।
বাটুল মণ্ডল প্রায় দুই বছর ধরে পোড়াপাড়া এলাকার একটি টিনের বেড়া দিয়ে ঘর তৈরি করে থাকতেন। তিনি পেশায় শ্রমিক ছিলেন।
ঘটনাস্থল পরিদর্শনকারী কাহালু থানার উপপরিদর্শক (এসআই) আনহার হোসেন এই তথ্য নিশ্চিত করেন।
এসআই বলেন, বাটুলের স্ত্রী বগুড়া শহরে গৃহকর্মীর কাজ করেন। দুই সন্তান নিয়ে এ কারণে তিনি শহরেই থাকেন। বাটুল গ্রামের ওই বাড়িতে একাই থাকতেন। এলাকাবাসী পুলিশকে জানিয়েছে গত শুক্রবার রাতে তাঁকে সর্বশেষ বাড়ি ফিরতে দেখেন। এরপর আজ তাঁর শয়ন কক্ষ থেকে দুর্গন্ধ বের হওয়ায় থানায় খবর দেয়।
এসআই আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। তারপরও বিষয়টি নিশ্চিত হতে লাশ ময়নাতদন্তের জন্য আজ দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ভেতর থেকে বন্ধ ছিল দরজা। দুর্গন্ধ ছড়াচ্ছিল ঘর থেকে। এলাকাবাসী দুর্গন্ধ পেয়ে খবর দেয় পুলিশকে। সেখানে পৌঁছে পুলিশ দরজা খুলে কক্ষ থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করে।
আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বগুড়ার কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের পোড়াপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত ব্যক্তির নাম বাটুল মণ্ডল (৪০)। তিনি বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চন্দনবাইশা গ্রামের অপু মণ্ডলের ছেলে।
বাটুল মণ্ডল প্রায় দুই বছর ধরে পোড়াপাড়া এলাকার একটি টিনের বেড়া দিয়ে ঘর তৈরি করে থাকতেন। তিনি পেশায় শ্রমিক ছিলেন।
ঘটনাস্থল পরিদর্শনকারী কাহালু থানার উপপরিদর্শক (এসআই) আনহার হোসেন এই তথ্য নিশ্চিত করেন।
এসআই বলেন, বাটুলের স্ত্রী বগুড়া শহরে গৃহকর্মীর কাজ করেন। দুই সন্তান নিয়ে এ কারণে তিনি শহরেই থাকেন। বাটুল গ্রামের ওই বাড়িতে একাই থাকতেন। এলাকাবাসী পুলিশকে জানিয়েছে গত শুক্রবার রাতে তাঁকে সর্বশেষ বাড়ি ফিরতে দেখেন। এরপর আজ তাঁর শয়ন কক্ষ থেকে দুর্গন্ধ বের হওয়ায় থানায় খবর দেয়।
এসআই আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। তারপরও বিষয়টি নিশ্চিত হতে লাশ ময়নাতদন্তের জন্য আজ দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে দোকানে সিগারেট না পেয়ে ছুরিকাঘাতে বিএনপি-জামায়াতের ৬ নেতা-কর্মীকে আহত করার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা মারুফ হাসানের বিরুদ্ধে। ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার পৌর শহরের চৌমাথা মোড়ে এ ঘটনা ঘটে।
৩ মিনিট আগেযশোর হর্টিকালচার সেন্টারে বিক্রির তালিকায় থাকা সব গাছ সেন্টারে নেই। উদ্যানে নিজস্বভাবে চারা উৎপাদনের জন্য ‘রিভলভিং’ ফান্ডের মাধ্যমে অর্থ বরাদ্দ দেওয়া থাকলেও সেটি করা হচ্ছে না। চারা উৎপাদন না করে বাইরে থেকে কম দামে মানহীন চারা এনে উদ্যানে রেখে বিক্রি করা হচ্ছে। সেন্টারে একটি ভার্মি কম্পোস্ট প্ল্যান্ট
১ ঘণ্টা আগেচট্টগ্রামের রাউজানে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় মাসুদ নামের এক পথচারী গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেগতকাল বৃহস্পতিবার দিবাগত আড়াইটার দিকে ধানমন্ডি–১৫–এর একটি পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় ঘটনাটি ঘটে। আহত অবস্থায় বাসার ভাড়াটিয়ারা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক ভোর পৌনে ৪টার দিকে মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে