আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের আক্কেলপুর রেলস্টেশনে যাত্রাবিরতি শেষে চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে গেছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টা ২২ মিনিটে এ ঘটনা ঘটে।
ট্রেনের যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাজশাহীগামী আন্তনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি আজ সকাল ১০টা ১৮ মিনিটে আক্কেলপুর রেলস্টেশনে যাত্রাবিরতি করে। চার মিনিট যাত্রাবিরতি শেষে ১০টা ২২ মিনিটে ট্রেনটি ছাড়ে। এ সময় ট্রেনের ইঞ্জিন জোরে ঝাঁকুনি দিয়ে বন্ধ হয়ে যায়।
সরেজমিন আক্কেলপুর রেলস্টেশনে গিয়ে দেখা যায়, আন্তনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন রেলস্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের লাইনে দাঁড়িয়ে আছে। ট্রেনের ইঞ্জিনের কাছে যাত্রীরা জড়ো হয়ে দাঁড়িয়ে আছেন। অনেক যাত্রী স্টেশনমাস্টারের কার্যালয়ে পরবর্তী কার্যক্রম জানতে ভিড় করছেন।
ট্রেনের যাত্রী আব্দুল হামিদ বলেন, জয়পুরহাট থেকে রাজশাহী যাওয়ার জন্য বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনে রওনা দিয়েছিলাম। পথে আক্কেলপুর রেলস্টেশনে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে গেছে। এখন বাসে করে রওনা দেব।’
অপর যাত্রী সাথী পারভীন বলেন, ‘ট্রেনের ইঞ্জিলটা ছিল লক্কড়ঝক্কড়। সঠিক সময়ে মেরামত না করায় ট্রেনের ইঞ্জিল বিকল হয়ে গেছে। ট্রেনের ইঞ্জিল বিকল হওয়ায় আমি অনেক বিপাকে পড়েছি। এ ছাড়া বিশেষ করে নারী যাত্রীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন।’
ট্রেনচালক সাইফুল আজম বলেন, বিকল হওয়া ইঞ্জিন সচলের চেষ্টা করে বার্থ হওয়ায় বিকল্প ইঞ্জিনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
আক্কেলপুর রেলস্টেশন মাস্টার খাদিজা আক্তার বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, আক্কেলপুর রেলস্টেশনের মাস্টার খাদিজা খাতুন বলেন, সকাল ১০টা ২২ মিনিটে যাত্রাবিরতি শেষে ট্রেনটি ছেড়ে যাওয়ার পরই ইঞ্জিন বিকল হয়ে যায়। ট্রেনচালক চেষ্টা করেও ট্রেন চালাতে পারেননি। পরে ট্রেনটি পেছনে ব্যাক করে আবার প্ল্যাটফর্মে ফিরে আসে। বিষয়টি নিয়ে কন্ট্রোল অফিসে জানানো হয়েছে।
স্টেশনমাস্টার আরও বলেন, পার্বতীপুর থেকে বিকল্প ইঞ্জিন এলে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাবে। এদিকে ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় রাজশাহীগামী যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।
জয়পুরহাটের আক্কেলপুর রেলস্টেশনে যাত্রাবিরতি শেষে চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে গেছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টা ২২ মিনিটে এ ঘটনা ঘটে।
ট্রেনের যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাজশাহীগামী আন্তনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি আজ সকাল ১০টা ১৮ মিনিটে আক্কেলপুর রেলস্টেশনে যাত্রাবিরতি করে। চার মিনিট যাত্রাবিরতি শেষে ১০টা ২২ মিনিটে ট্রেনটি ছাড়ে। এ সময় ট্রেনের ইঞ্জিন জোরে ঝাঁকুনি দিয়ে বন্ধ হয়ে যায়।
সরেজমিন আক্কেলপুর রেলস্টেশনে গিয়ে দেখা যায়, আন্তনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন রেলস্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের লাইনে দাঁড়িয়ে আছে। ট্রেনের ইঞ্জিনের কাছে যাত্রীরা জড়ো হয়ে দাঁড়িয়ে আছেন। অনেক যাত্রী স্টেশনমাস্টারের কার্যালয়ে পরবর্তী কার্যক্রম জানতে ভিড় করছেন।
ট্রেনের যাত্রী আব্দুল হামিদ বলেন, জয়পুরহাট থেকে রাজশাহী যাওয়ার জন্য বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনে রওনা দিয়েছিলাম। পথে আক্কেলপুর রেলস্টেশনে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে গেছে। এখন বাসে করে রওনা দেব।’
অপর যাত্রী সাথী পারভীন বলেন, ‘ট্রেনের ইঞ্জিলটা ছিল লক্কড়ঝক্কড়। সঠিক সময়ে মেরামত না করায় ট্রেনের ইঞ্জিল বিকল হয়ে গেছে। ট্রেনের ইঞ্জিল বিকল হওয়ায় আমি অনেক বিপাকে পড়েছি। এ ছাড়া বিশেষ করে নারী যাত্রীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন।’
ট্রেনচালক সাইফুল আজম বলেন, বিকল হওয়া ইঞ্জিন সচলের চেষ্টা করে বার্থ হওয়ায় বিকল্প ইঞ্জিনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
আক্কেলপুর রেলস্টেশন মাস্টার খাদিজা আক্তার বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, আক্কেলপুর রেলস্টেশনের মাস্টার খাদিজা খাতুন বলেন, সকাল ১০টা ২২ মিনিটে যাত্রাবিরতি শেষে ট্রেনটি ছেড়ে যাওয়ার পরই ইঞ্জিন বিকল হয়ে যায়। ট্রেনচালক চেষ্টা করেও ট্রেন চালাতে পারেননি। পরে ট্রেনটি পেছনে ব্যাক করে আবার প্ল্যাটফর্মে ফিরে আসে। বিষয়টি নিয়ে কন্ট্রোল অফিসে জানানো হয়েছে।
স্টেশনমাস্টার আরও বলেন, পার্বতীপুর থেকে বিকল্প ইঞ্জিন এলে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাবে। এদিকে ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় রাজশাহীগামী যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।
পাবনার চাটমোহরে নিখোঁজের ২৪ ঘণ্টা পর গোলজার হোসেন (৫৩) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার বিলচলন ইউনিয়নের খলিশাগাড়ী বিলের কাজীর নালা থেকে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
৪ মিনিট আগেঘন কুয়াশার কারণে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামায় বিঘ্ন ঘটছে। আজ শুক্রবার ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়ে রানওয়ে।
৭ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে কলেজছাত্র ইমন হত্যা মামলায় সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মো. আব্দুর রাজ্জাককে টাঙ্গাইলের মির্জাপুর থানায় পাঁচ দিনের রিমান্ডে আনা হয়েছে। আজ শুক্রবার সকালে তাঁকে টাঙ্গাইল কারাগার থেকে থানায় নিয়ে আসে পুলিশ।
১৩ মিনিট আগেরাজধানীর উত্তরার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ১১ হাজার ৬০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে রাত পর্যন্ত তুরাগের বাউনিয়া, বিমানবন্দরের সিভিল অ্যাভিয়েশনের স্টাফ কোয়ার্টার ও উত্তরা ৯ নম্বর সেক্টর এলাকায় এ অভিযান চালানো হয়।
২৩ মিনিট আগে