নওগাঁ প্রতিনিধি
দলিল লেখকদের টানা ধর্মঘটে নওগাঁয় বন্ধ রয়েছে জমির দলিল নিবন্ধন ও সম্পাদনের কাজ। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সেবাগ্রহীতারা। সংশ্লিষ্টদের মতে, জেলা রেজিস্ট্রার ও সদর উপজেলা সাব-রেজিস্ট্রারের সঙ্গে দলিল লেখকদের দ্বন্দ্বে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
১ ফেব্রুয়ারি থেকে জেলা রেজিস্ট্রার ও সদর উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়ের নবনির্মিত ভবন এলাকায় দলিল লেখকদের বসার স্থান (সেরেস্তা) না দেওয়ার প্রতিবাদে এ ধর্মঘট শুরু করেন দলিল লেখকেরা।
নওগাঁ দলিল লেখক সমিতির সভাপতি টিপু হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘পূর্বের মতো নতুন সাব-রেজিস্ট্রার ভবনের সামনের এলাকায় সেরেস্তা করতে চাচ্ছি। কিন্তু আমাদের বাধা দেওয়া হচ্ছে। অথচ সারা দেশে সব সাব-রেজিস্ট্রার কার্যালয় চত্বরেই দলিল লেখকদের সেরেস্তা রয়েছে। সাব-রেজিস্ট্রার কার্যালয় এক জায়গায় আর দলিল লেখকদের সেরেস্তা আরেক জায়গায় হলে বিভিন্ন ধরনের সমস্যার মুখে পড়তে হয়। এ জন্য আমরা ধর্মঘট পালন করছি।’
খোঁজ নিয়ে জানা গেছে, জেলা রেজিস্ট্রার ও সদর উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়ের নবনির্মিত ভবন ও চত্বরে দলিল লেখকদের বসার স্থান (সেরেস্তা) না দেওয়ার প্রতিবাদে সাব-রেজিস্ট্রার কার্যালয়ে নিবন্ধিত দলিল লেখকেরা ১ ফেব্রুয়ারি থেকে ধর্মঘট পালন করছেন। এ জন্য জমি বেচাকেনা বন্ধ হয়ে গেছে। রেজিস্ট্রার ভবন অথবা তাঁর আশপাশে সেরেস্তা চেয়ে দলিল লেখক সমিতির পক্ষ থেকে জেলা রেজিস্ট্রার ও সাব-রেজিস্ট্রারের কাছে আবেদন করা হয়েছে। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দলিল লেখকদের সেরেস্তা দিতে অস্বীকৃতি জানান। এতে ভোগান্তিতে পড়েছে জমি ক্রয়-বিক্রয়ে ইচ্ছুক মানুষেরা।
সরেজমিন দেখা যায়, সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দলিল লেখকদের কোনো উপস্থিতি নেই। কাজ না থাকায় অলস সময় পার করছেন অফিসের কয়েকজন কর্মচারী। তাঁরা জানান, লেখকদের ধর্মঘটের কারণে নিবন্ধন ও সম্পাদক কাজ বন্ধ আছে।
শৈলগাছীর বাসিন্দা আনোয়ারা খাতুন আজকের পত্রিকাকে বলেন, ‘অনেক দিন ধরে দলিল লেখার মানুষ পাচ্ছি না। অফিসে এসে এসে ঘুরে যেতে হচ্ছে। কেউই দলিল লিখতে চাচ্ছে না। বড় সমস্যায় পড়েছি।’
উকিলপাড়া এলাকার বাসিন্দা শহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘নিজের প্রয়োজনে জমি বিক্রি করতে হবে। এ জন্য ক্রেতাও পেয়েছি। তবে দলিল লেখকদের ধর্মঘটের কারণে ১৫ দিন ধরে ঘুরতে হচ্ছে। তাঁরা কেউ দলিল লিখছেন না।’
এ ব্যাপারে জেলা রেজিস্ট্রার শরিফ তরফ আজকের পত্রিকাকে বলেন, ‘দলিল লেখকেরা সরকারি কোনো কর্মচারী-কর্মকর্তা নয়। আইন অনুযায়ী একটা সরকারি কার্যালয়ে দলিল লেখকদের সেরেস্তা করতে দেওয়ার এখতিয়ার আমার নেই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি পেলে সেরেস্তা করতে দেওয়া যাবে।’
দলিল লেখকদের টানা ধর্মঘটে নওগাঁয় বন্ধ রয়েছে জমির দলিল নিবন্ধন ও সম্পাদনের কাজ। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সেবাগ্রহীতারা। সংশ্লিষ্টদের মতে, জেলা রেজিস্ট্রার ও সদর উপজেলা সাব-রেজিস্ট্রারের সঙ্গে দলিল লেখকদের দ্বন্দ্বে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
১ ফেব্রুয়ারি থেকে জেলা রেজিস্ট্রার ও সদর উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়ের নবনির্মিত ভবন এলাকায় দলিল লেখকদের বসার স্থান (সেরেস্তা) না দেওয়ার প্রতিবাদে এ ধর্মঘট শুরু করেন দলিল লেখকেরা।
নওগাঁ দলিল লেখক সমিতির সভাপতি টিপু হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘পূর্বের মতো নতুন সাব-রেজিস্ট্রার ভবনের সামনের এলাকায় সেরেস্তা করতে চাচ্ছি। কিন্তু আমাদের বাধা দেওয়া হচ্ছে। অথচ সারা দেশে সব সাব-রেজিস্ট্রার কার্যালয় চত্বরেই দলিল লেখকদের সেরেস্তা রয়েছে। সাব-রেজিস্ট্রার কার্যালয় এক জায়গায় আর দলিল লেখকদের সেরেস্তা আরেক জায়গায় হলে বিভিন্ন ধরনের সমস্যার মুখে পড়তে হয়। এ জন্য আমরা ধর্মঘট পালন করছি।’
খোঁজ নিয়ে জানা গেছে, জেলা রেজিস্ট্রার ও সদর উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়ের নবনির্মিত ভবন ও চত্বরে দলিল লেখকদের বসার স্থান (সেরেস্তা) না দেওয়ার প্রতিবাদে সাব-রেজিস্ট্রার কার্যালয়ে নিবন্ধিত দলিল লেখকেরা ১ ফেব্রুয়ারি থেকে ধর্মঘট পালন করছেন। এ জন্য জমি বেচাকেনা বন্ধ হয়ে গেছে। রেজিস্ট্রার ভবন অথবা তাঁর আশপাশে সেরেস্তা চেয়ে দলিল লেখক সমিতির পক্ষ থেকে জেলা রেজিস্ট্রার ও সাব-রেজিস্ট্রারের কাছে আবেদন করা হয়েছে। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দলিল লেখকদের সেরেস্তা দিতে অস্বীকৃতি জানান। এতে ভোগান্তিতে পড়েছে জমি ক্রয়-বিক্রয়ে ইচ্ছুক মানুষেরা।
সরেজমিন দেখা যায়, সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দলিল লেখকদের কোনো উপস্থিতি নেই। কাজ না থাকায় অলস সময় পার করছেন অফিসের কয়েকজন কর্মচারী। তাঁরা জানান, লেখকদের ধর্মঘটের কারণে নিবন্ধন ও সম্পাদক কাজ বন্ধ আছে।
শৈলগাছীর বাসিন্দা আনোয়ারা খাতুন আজকের পত্রিকাকে বলেন, ‘অনেক দিন ধরে দলিল লেখার মানুষ পাচ্ছি না। অফিসে এসে এসে ঘুরে যেতে হচ্ছে। কেউই দলিল লিখতে চাচ্ছে না। বড় সমস্যায় পড়েছি।’
উকিলপাড়া এলাকার বাসিন্দা শহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘নিজের প্রয়োজনে জমি বিক্রি করতে হবে। এ জন্য ক্রেতাও পেয়েছি। তবে দলিল লেখকদের ধর্মঘটের কারণে ১৫ দিন ধরে ঘুরতে হচ্ছে। তাঁরা কেউ দলিল লিখছেন না।’
এ ব্যাপারে জেলা রেজিস্ট্রার শরিফ তরফ আজকের পত্রিকাকে বলেন, ‘দলিল লেখকেরা সরকারি কোনো কর্মচারী-কর্মকর্তা নয়। আইন অনুযায়ী একটা সরকারি কার্যালয়ে দলিল লেখকদের সেরেস্তা করতে দেওয়ার এখতিয়ার আমার নেই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি পেলে সেরেস্তা করতে দেওয়া যাবে।’
বাড়ির আঙিনায় বেড়া দেওয়া নিয়ে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় শ্যালকের শাবলের আঘাতে দুলাভাইয়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার পৌরশহরের কালিনগর মহল্লায় এ ঘটনা ঘটে। শুক্রবার সকালে অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
৪ মিনিট আগেগাইবান্ধার গোবিন্দগঞ্জে দোকানে সিগারেট না পেয়ে ছুরিকাঘাতে বিএনপি-জামায়াতের ৬ নেতা-কর্মীকে আহত করার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা মারুফ হাসানের বিরুদ্ধে। ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার পৌর শহরের চৌমাথা মোড়ে এ ঘটনা ঘটে।
১০ মিনিট আগেযশোর হর্টিকালচার সেন্টারে বিক্রির তালিকায় থাকা সব গাছ সেন্টারে নেই। উদ্যানে নিজস্বভাবে চারা উৎপাদনের জন্য ‘রিভলভিং’ ফান্ডের মাধ্যমে অর্থ বরাদ্দ দেওয়া থাকলেও সেটি করা হচ্ছে না। চারা উৎপাদন না করে বাইরে থেকে কম দামে মানহীন চারা এনে উদ্যানে রেখে বিক্রি করা হচ্ছে। সেন্টারে একটি ভার্মি কম্পোস্ট প্ল্যান্ট
১ ঘণ্টা আগেচট্টগ্রামের রাউজানে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় মাসুদ নামের এক পথচারী গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে