আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে প্রায় অর্ধশতাধিক যাত্রী রেখেই বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন ছেড়ে যাওয়ার অভিযোগ উঠেছে। আজ সোমবার সকালে এ ঘটনা ঘটে। এতে ভোগান্তিতে পড়তে হয় ট্রেনটির যাত্রীদের।
আজ নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন এসেছিল সান্তাহার জংশন স্টেশনে। ট্রেনে যাত্রীদের চাপ থাকায় ও ট্রেনটি প্রায় এক ঘণ্টা বিলম্বে আসায় প্ল্যাটফর্মে যাত্রীদের ওঠা নামার জন্য পাঁচ মিনিট ট্রেন দাঁড়ানোর নির্ধারিত সময় থাকলেও ট্রেনটি পাঁচ মিনিট না দাঁড়ানোয় ট্রেনে যাত্রী উঠতে পারেনি।
আনিকা তাবাসসুম নামের রাজশাহী সরকারি কলেজের এক শিক্ষার্থী বলেন, ‘আমি রাজশাহীতে যাওয়ার জন্য বরেন্দ্র ট্রেনের টিকিট কেটে প্ল্যাটফর্মে অপেক্ষা করছিলাম ট্রেনের জন্য। ট্রেনটি আসার পর যাত্রীদের চাপ অনেক বেশি ছিল, ভেতরের যাত্রী নামা এবং নতুন যাত্রী ওঠার জন্য পর্যাপ্ত সময় না দিয়েই ট্রেনটি ছেড়ে দেয়। স্টেশনের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা বিষয়টি গার্ডকে মৌখিকভাবে ও হাত ইশারা দিয়ে জানালেও ট্রেনটি দাঁড়ায়নি।’
সিরাজুল ইসলাম নামের আরেক এক যাত্রী বলেন, ‘আমি সান্তাহার থেকে রাজশাহী যাওয়ার জন্য ১২৫ টাকা দিয়ে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের একটি টিকিট কেটে ছিলাম। ট্রেনটি সান্তাহারে ৮টা ৫০ মিনিটে আসার সময় থাকলেও ট্রেন এসেছে প্রায় ১০টার দিকে। আর ট্রেনে আজকে প্রচুর যাত্রী ছিল। ট্রেনটি দাঁড়ানোর কিছুক্ষণ পরই ছেড়ে দেয়। এতে আমি যেমন ট্রেনে উঠতে পারিনি। অন্যদিকে অনেকে ট্রেন থেকে নামতেও পারেনি। এখন রাজশাহী যাওয়ার আর কোনো ট্রেন না থাকায় অনেকটা বিপাকে পড়েছি।’
চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের যাত্রী রতন আলী বলেন, ‘বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন নির্ধারিত সময়ের এক ঘণ্টা পড়ে এসেছিল। অন্যদিকে একই প্ল্যাটফর্মে চিলাহাটি এক্সপ্রেস ট্রেন আসার সময় হয়ে ছিল—এ কারণে ট্রেনটি সীমিত সময় দাঁড়িয়ে ছেড়ে চলে যায়। ট্রেনে যাত্রীর চাপ থাকার কারণে অনেক যাত্রী নামতে ও উঠতে পারেনি।’
এ বিষয়ে সান্তাহার জংশন স্টেশনমাস্টার হাবিবুর রহমান বলেন, এ ঘটনার বিষয়ে তিনি কোনো কিছুই জানেন না। কোনো যাত্রীও তাঁকে অভিযোগ করেননি।
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে প্রায় অর্ধশতাধিক যাত্রী রেখেই বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন ছেড়ে যাওয়ার অভিযোগ উঠেছে। আজ সোমবার সকালে এ ঘটনা ঘটে। এতে ভোগান্তিতে পড়তে হয় ট্রেনটির যাত্রীদের।
আজ নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন এসেছিল সান্তাহার জংশন স্টেশনে। ট্রেনে যাত্রীদের চাপ থাকায় ও ট্রেনটি প্রায় এক ঘণ্টা বিলম্বে আসায় প্ল্যাটফর্মে যাত্রীদের ওঠা নামার জন্য পাঁচ মিনিট ট্রেন দাঁড়ানোর নির্ধারিত সময় থাকলেও ট্রেনটি পাঁচ মিনিট না দাঁড়ানোয় ট্রেনে যাত্রী উঠতে পারেনি।
আনিকা তাবাসসুম নামের রাজশাহী সরকারি কলেজের এক শিক্ষার্থী বলেন, ‘আমি রাজশাহীতে যাওয়ার জন্য বরেন্দ্র ট্রেনের টিকিট কেটে প্ল্যাটফর্মে অপেক্ষা করছিলাম ট্রেনের জন্য। ট্রেনটি আসার পর যাত্রীদের চাপ অনেক বেশি ছিল, ভেতরের যাত্রী নামা এবং নতুন যাত্রী ওঠার জন্য পর্যাপ্ত সময় না দিয়েই ট্রেনটি ছেড়ে দেয়। স্টেশনের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা বিষয়টি গার্ডকে মৌখিকভাবে ও হাত ইশারা দিয়ে জানালেও ট্রেনটি দাঁড়ায়নি।’
সিরাজুল ইসলাম নামের আরেক এক যাত্রী বলেন, ‘আমি সান্তাহার থেকে রাজশাহী যাওয়ার জন্য ১২৫ টাকা দিয়ে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের একটি টিকিট কেটে ছিলাম। ট্রেনটি সান্তাহারে ৮টা ৫০ মিনিটে আসার সময় থাকলেও ট্রেন এসেছে প্রায় ১০টার দিকে। আর ট্রেনে আজকে প্রচুর যাত্রী ছিল। ট্রেনটি দাঁড়ানোর কিছুক্ষণ পরই ছেড়ে দেয়। এতে আমি যেমন ট্রেনে উঠতে পারিনি। অন্যদিকে অনেকে ট্রেন থেকে নামতেও পারেনি। এখন রাজশাহী যাওয়ার আর কোনো ট্রেন না থাকায় অনেকটা বিপাকে পড়েছি।’
চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের যাত্রী রতন আলী বলেন, ‘বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন নির্ধারিত সময়ের এক ঘণ্টা পড়ে এসেছিল। অন্যদিকে একই প্ল্যাটফর্মে চিলাহাটি এক্সপ্রেস ট্রেন আসার সময় হয়ে ছিল—এ কারণে ট্রেনটি সীমিত সময় দাঁড়িয়ে ছেড়ে চলে যায়। ট্রেনে যাত্রীর চাপ থাকার কারণে অনেক যাত্রী নামতে ও উঠতে পারেনি।’
এ বিষয়ে সান্তাহার জংশন স্টেশনমাস্টার হাবিবুর রহমান বলেন, এ ঘটনার বিষয়ে তিনি কোনো কিছুই জানেন না। কোনো যাত্রীও তাঁকে অভিযোগ করেননি।
বাড়ির আঙিনায় বেড়া দেওয়া নিয়ে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় শ্যালকের শাবলের আঘাতে দুলাভাইয়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার পৌরশহরের কালিনগর মহল্লায় এ ঘটনা ঘটে। শুক্রবার সকালে অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
১৩ মিনিট আগেগাইবান্ধার গোবিন্দগঞ্জে দোকানে সিগারেট না পেয়ে ছুরিকাঘাতে বিএনপি-জামায়াতের ৬ নেতা-কর্মীকে আহত করার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা মারুফ হাসানের বিরুদ্ধে। ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার পৌর শহরের চৌমাথা মোড়ে এ ঘটনা ঘটে।
১৯ মিনিট আগেযশোর হর্টিকালচার সেন্টারে বিক্রির তালিকায় থাকা সব গাছ সেন্টারে নেই। উদ্যানে নিজস্বভাবে চারা উৎপাদনের জন্য ‘রিভলভিং’ ফান্ডের মাধ্যমে অর্থ বরাদ্দ দেওয়া থাকলেও সেটি করা হচ্ছে না। চারা উৎপাদন না করে বাইরে থেকে কম দামে মানহীন চারা এনে উদ্যানে রেখে বিক্রি করা হচ্ছে। সেন্টারে একটি ভার্মি কম্পোস্ট প্ল্যান্ট
১ ঘণ্টা আগেচট্টগ্রামের রাউজানে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় মাসুদ নামের এক পথচারী গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে