সিরাজগঞ্জ প্রতিনিধি
আওয়ামী লীগ অফিসে হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা বিএনপির ২০ নেতা-কর্মীকে স্থায়ী জামিন দিয়েছেন আদালত।
আজ সোমবার দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে বিএনপির নেতা-কর্মীরা আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে স্থায়ী জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক ফজলে খোদা মো. নাজির বিএনপি নেতা-কর্মীদের জামিনের আদেশ দেন।
সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুর রহমান ও বিএনপি নেতা-কর্মীদের আইনজীবী নাজমুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার আসামিদের মধ্যে রয়েছেন রায়গঞ্জ উপজেলার বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনুল হক, উপজেলা বিএনপির সহসভাপতি খাইরুল ইসলাম ভূঁইয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস কুদ্দুস মন্ডল, জেলা বিএনপির সহপ্রচার সম্পাদক রেজাউল করীম খান, রায়গঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তাকিন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক।
মামলায় উল্লেখ করা হয়েছে, ২০২২ সালের ২৯ নভেম্বর রাতে রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে চান্দাইকোনা ইউনিয়ন আওয়ামী লীগের প্রস্তুতিমূলত সভা চলাকালে বিএনপির নেতা-কর্মীরা হামলা ও ভাঙচুর চালায় এবং ককটেল বিস্ফোরণ করে আতঙ্ক সৃষ্টি করে।
এ ঘটনায় আওয়ামী লীগ নেতা জুয়েল আকন্দ বাদী হয়ে রায়গঞ্জ উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ২০ নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
এই মামলায় গত ৬ ডিসেম্বর হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পান বিএনপির নেতা-কর্মীরা। আজ এই মামলায় তাঁরা স্থায়ী জামিন নেন।
আওয়ামী লীগ অফিসে হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা বিএনপির ২০ নেতা-কর্মীকে স্থায়ী জামিন দিয়েছেন আদালত।
আজ সোমবার দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে বিএনপির নেতা-কর্মীরা আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে স্থায়ী জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক ফজলে খোদা মো. নাজির বিএনপি নেতা-কর্মীদের জামিনের আদেশ দেন।
সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুর রহমান ও বিএনপি নেতা-কর্মীদের আইনজীবী নাজমুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার আসামিদের মধ্যে রয়েছেন রায়গঞ্জ উপজেলার বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনুল হক, উপজেলা বিএনপির সহসভাপতি খাইরুল ইসলাম ভূঁইয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস কুদ্দুস মন্ডল, জেলা বিএনপির সহপ্রচার সম্পাদক রেজাউল করীম খান, রায়গঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তাকিন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক।
মামলায় উল্লেখ করা হয়েছে, ২০২২ সালের ২৯ নভেম্বর রাতে রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে চান্দাইকোনা ইউনিয়ন আওয়ামী লীগের প্রস্তুতিমূলত সভা চলাকালে বিএনপির নেতা-কর্মীরা হামলা ও ভাঙচুর চালায় এবং ককটেল বিস্ফোরণ করে আতঙ্ক সৃষ্টি করে।
এ ঘটনায় আওয়ামী লীগ নেতা জুয়েল আকন্দ বাদী হয়ে রায়গঞ্জ উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ২০ নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
এই মামলায় গত ৬ ডিসেম্বর হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পান বিএনপির নেতা-কর্মীরা। আজ এই মামলায় তাঁরা স্থায়ী জামিন নেন।
খুলনায় অগ্নিকাণ্ডে একটি পাটের বস্তার গোডাউনসহ ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার রাতে নগরীর বড় বাজারের বার্মাশীল এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
২৪ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিহত আবদুল্লাহকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় বেনাপোল পৌর বল ফিল্ড মাঠে গার্ড অব অনার শেষে পাশের বড় আঁচড়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
৪১ মিনিট আগেপাবনার চাটমোহরে নিখোঁজের ২৪ ঘণ্টা পর গোলজার হোসেন (৫৩) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার বিলচলন ইউনিয়নের খলিশাগাড়ী বিলের কাজীর নালা থেকে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগেঘন কুয়াশার কারণে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামায় বিঘ্ন ঘটছে। আজ শুক্রবার ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়ে রানওয়ে।
১ ঘণ্টা আগে