নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
বগুড়ার নন্দীগ্রামে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার আপত্তিকর ছবি তুলে ব্ল্যাকমেলের দায়ে আবদুল আলিম (৪২) নামের এক ব্যক্তিকে কারাদণ্ড ও জরিমানা করেছেন আদালত।
আজ বুধবার দুপুরে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামি নন্দীগ্রাম উপজেলার কহুল গ্রামের বাসিন্দা। তাঁকে এক বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ অনাদায়ে আরও তিন মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
অন্য আরেকটি ধারায় আদালত তাঁকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন। জরিমানার এই অর্থ পরিশোধ না করলেও আরও তিন মাস বিনাশ্রম কারাদণ্ড। রায়ে আদালত উল্লেখ করেছেন, আলাদা দুটি ধারায় দেওয়া কারাদণ্ড একসঙ্গে চলবে।
আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা এ তথ্য নিশ্চিত করেছেন।
আইনজীবী ইসমত আরা জানান, অভিযুক্ত আবদুল আলিম সেনাবাহিনীর সার্জেন্ট এবং তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মরত আছেন—এমন মিথ্যা পরিচয়ে ওই প্রধান শিক্ষিকার সঙ্গে মোবাইল ফোনে কথা বলতেন। একপর্যায়ে ২০২১ সালের মার্চে ওই প্রধান শিক্ষিকার বাসায় যান। এ সময় তিনি জোর করে তাঁর (শিক্ষিকার) আপত্তিকর ছবি তোলেন। এ ছবি নিয়ে দণ্ডপ্রাপ্ত আসামি ওই শিক্ষিকার কাছে টাকা দাবি করেন।
এ নিয়ে ভুক্তভোগী শিক্ষক বগুড়ার শাজাহানপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। সাক্ষ্য গ্রহণ শেষে আদালত মামলার রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় হাজির ছিলেন। পরে তাঁকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয় বলেও জানান আইনজীবী ইসমত আরা।
বগুড়ার নন্দীগ্রামে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার আপত্তিকর ছবি তুলে ব্ল্যাকমেলের দায়ে আবদুল আলিম (৪২) নামের এক ব্যক্তিকে কারাদণ্ড ও জরিমানা করেছেন আদালত।
আজ বুধবার দুপুরে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামি নন্দীগ্রাম উপজেলার কহুল গ্রামের বাসিন্দা। তাঁকে এক বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ অনাদায়ে আরও তিন মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
অন্য আরেকটি ধারায় আদালত তাঁকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন। জরিমানার এই অর্থ পরিশোধ না করলেও আরও তিন মাস বিনাশ্রম কারাদণ্ড। রায়ে আদালত উল্লেখ করেছেন, আলাদা দুটি ধারায় দেওয়া কারাদণ্ড একসঙ্গে চলবে।
আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা এ তথ্য নিশ্চিত করেছেন।
আইনজীবী ইসমত আরা জানান, অভিযুক্ত আবদুল আলিম সেনাবাহিনীর সার্জেন্ট এবং তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মরত আছেন—এমন মিথ্যা পরিচয়ে ওই প্রধান শিক্ষিকার সঙ্গে মোবাইল ফোনে কথা বলতেন। একপর্যায়ে ২০২১ সালের মার্চে ওই প্রধান শিক্ষিকার বাসায় যান। এ সময় তিনি জোর করে তাঁর (শিক্ষিকার) আপত্তিকর ছবি তোলেন। এ ছবি নিয়ে দণ্ডপ্রাপ্ত আসামি ওই শিক্ষিকার কাছে টাকা দাবি করেন।
এ নিয়ে ভুক্তভোগী শিক্ষক বগুড়ার শাজাহানপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। সাক্ষ্য গ্রহণ শেষে আদালত মামলার রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় হাজির ছিলেন। পরে তাঁকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয় বলেও জানান আইনজীবী ইসমত আরা।
রাজধানীর উত্তরার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ১১ হাজার ৬০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে রাত পর্যন্ত তুরাগের বাউনিয়া, বিমানবন্দরের সিভিল অ্যাভিয়েশনের স্টাফ কোয়ার্টার ও উত্তরা ৯ নম্বর সেক্টর এলাকায় এ অভিযান চালানো হয়।
৭ মিনিট আগেগোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১০ টাকার একটি চিতই পিঠার সঙ্গে বিনা মূল্যে মিলছে ৩০ রকমের ভর্তা। সুস্বাদু ভর্তার টানে বিকেল থেকে গভীর রাত পর্যন্ত পিঠার দোকানে ভিড় লেগে থাকে। আর ভোজন রসিকেরা পরম তৃপ্তির সঙ্গে পিঠার স্বাদ নেন।
১০ মিনিট আগেলক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী বাসচাপায় আহনাফ হোসেন (৭) নামের এক শিশু নিহত হয়েছে। আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে মহাসড়কে জকসিন বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু সদর উপজেলার যাদৈয়া এলাকার সফিকুল আলমের ছেলে।
১১ মিনিট আগেরাজধানীর হাজারীবাগ পার্কের পাশে ছুরিকাঘাতে শাহদাত হোসেন আকবর ওরফে শান্ত (১৭) নামে এক কিশোর খুন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাজারীবাগ পার্কের পাশে মাদ্রাসার গলিতে গিয়াস উদ্দিনের বাড়ির সামনে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে