কামারখন্দে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ১, আহত ৬

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৪, ২৩: ০৩

সিরাজগঞ্জের কামারখন্দে প্রাইভেটকারের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৬ জন। আজ সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভদ্রঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কামারখন্দ থানার পরিদর্শক (তদন্ত) সাজ্জাদুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তি সিরাজগঞ্জের শাহজাহাদপুর উপজেলার কুরশী গ্রামের কাশেম আলীর ছেলে আকবর আলী।

আহতরা হলেন—শাহজাহানপুর উপজেলার খারুয়া জগততলা গ্রামের আবু তালেব (২৬), তাড়াশের মাধাইননগর গ্রামের পুলক কুমার (২৪), রায়গঞ্জের নিমগাছি সোনাগাড়া গ্রামের আব্দুস কাইয়ুম (৫০), সদরের শ্যামপুর গ্রামের জাহিদুল ইসলাম (২৩), সদরের শিয়ালকোলের রাজাহার চর গ্রামের রাশেদ (৩০), উল্লাপাড়া উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের রাতুল (২২)।

প্রত্যেক্ষদর্শীরা জানান, দুর্ঘটনায় ৬ জনকে আহত হয়েছে। তাদেরকে তাৎক্ষণিক স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

কামারখন্দ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর বর বলেন, ‘আমরা খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে তদন্ত করেছি। সড়ক চলাচলের জন্য গাড়িগুলো নিরাপদ স্থানে নেওয়া হয়েছে। নিহত ও আহত ব্যক্তির পরিবারে খোঁজ দেওয়া হয়েছে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্যিক সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ-পাকিস্তান, শঙ্কায় ভারত

হাসিনা ক্ষমতা ছাড়ার পর দেশ ‘মবের মুল্লুক’: সামিনা লুৎফা

বাংলাদেশের বন্দরে পাকিস্তানের কার্গো জাহাজ, ‘ঐতিহাসিক’ বলা হচ্ছে যে কারণে

পরশুরামে ছুরিকাঘাতে তরুণ নিহত

নির্বাচন সংস্কার কমিশনের সংলাপ শুরু কাল, চলবে পুরো নভেম্বর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত