বগুড়া প্রতিনিধি
বগুড়ার সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ৪০ বছর বয়সী জাহের প্রামাণিক নামে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বাবা-ছেলেসহ তিনজন। হতাহতরা সবাই একই পরিবারের সদস্য।
শুক্রবার সকালে সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়নের রহমতবালা গ্রামে এ ঘটনা ঘটে। জাহের ওই গ্রামের মৃত হারুনুর রশিদের ছেলে। তিনি পেশায় সিএনজি অটোরিকশা চালক। এ ঘটনায় আহতরা হলেন- নিহতের ভাই ৩৩ বছর বয়সী তাহের প্রামাণিক, ৫৫ বছর বয়সী বাদল প্রামাণিক ও বাদল প্রামাণিকের ছেলে ১৯ বছর বয়সী ইসলাম। তাঁরা বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
বগুড়া সদর থানার এসআই মুক্তার হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাহেরের সঙ্গে একই গ্রামের নূর আমিনের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। নূর আমিন লাহিড়ীপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। জাহেরের বাড়ির পাশে থাকা প্রায় দুই শতক জমি নিয়ে তাঁদের মধ্যে বিরোধ বলে জানা গেছে। জমিটি দীর্ঘদিন ধরে জাহের ভোগ দখল করে এলেও তা নিজের বলে দাবি করে আসেন নূর আমিন। বিষয়টি নিয়ে শুক্রবার সকালে গ্রামের লোকজন সালিসে বসেন। ওই সময় জমিটি পরিমাপ করা হচ্ছিল। সালিস চলাকালীন একপর্যায়ে নূর আমিনের ছেলে সজিব প্রতিপক্ষ জাহেরের ওপর ক্ষিপ্ত হয়ে তাঁকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই জাহেরের মৃত্যু হয়। সজিব এ সময় জাহেরের দুই ভাই ও এক ভাতিজাকেও এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেন।
স্থানীয়রা জানান, জাহের ও নূর আমিনের মধ্যে যে দুই শতক জমি নিয়ে বিরোধ চলছে, সেই জমি তাঁদের একজনেরও নয়। ওটা আসলে খাস (সরকারি) জমি। তবে এই জমি দীর্ঘদিন ধরে জাহেরের পরিবার ভোগ দখল করে আসছে।
এ ব্যপারে জানতে চাইলে বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, হতাহতের ঘটনায় থানায় এখনো মামলা হয়নি। অভিযুক্তকে আটক করতে অভিযান চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
বগুড়ার সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ৪০ বছর বয়সী জাহের প্রামাণিক নামে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বাবা-ছেলেসহ তিনজন। হতাহতরা সবাই একই পরিবারের সদস্য।
শুক্রবার সকালে সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়নের রহমতবালা গ্রামে এ ঘটনা ঘটে। জাহের ওই গ্রামের মৃত হারুনুর রশিদের ছেলে। তিনি পেশায় সিএনজি অটোরিকশা চালক। এ ঘটনায় আহতরা হলেন- নিহতের ভাই ৩৩ বছর বয়সী তাহের প্রামাণিক, ৫৫ বছর বয়সী বাদল প্রামাণিক ও বাদল প্রামাণিকের ছেলে ১৯ বছর বয়সী ইসলাম। তাঁরা বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
বগুড়া সদর থানার এসআই মুক্তার হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাহেরের সঙ্গে একই গ্রামের নূর আমিনের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। নূর আমিন লাহিড়ীপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। জাহেরের বাড়ির পাশে থাকা প্রায় দুই শতক জমি নিয়ে তাঁদের মধ্যে বিরোধ বলে জানা গেছে। জমিটি দীর্ঘদিন ধরে জাহের ভোগ দখল করে এলেও তা নিজের বলে দাবি করে আসেন নূর আমিন। বিষয়টি নিয়ে শুক্রবার সকালে গ্রামের লোকজন সালিসে বসেন। ওই সময় জমিটি পরিমাপ করা হচ্ছিল। সালিস চলাকালীন একপর্যায়ে নূর আমিনের ছেলে সজিব প্রতিপক্ষ জাহেরের ওপর ক্ষিপ্ত হয়ে তাঁকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই জাহেরের মৃত্যু হয়। সজিব এ সময় জাহেরের দুই ভাই ও এক ভাতিজাকেও এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেন।
স্থানীয়রা জানান, জাহের ও নূর আমিনের মধ্যে যে দুই শতক জমি নিয়ে বিরোধ চলছে, সেই জমি তাঁদের একজনেরও নয়। ওটা আসলে খাস (সরকারি) জমি। তবে এই জমি দীর্ঘদিন ধরে জাহেরের পরিবার ভোগ দখল করে আসছে।
এ ব্যপারে জানতে চাইলে বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, হতাহতের ঘটনায় থানায় এখনো মামলা হয়নি। অভিযুক্তকে আটক করতে অভিযান চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
বিএনপিসমর্থিত কুড়িগ্রাম জেলা জাতীয়তাবাদী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বজলুর রশিদকে জেলা দায়রা ও জজ আদালতের নতুন পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
২৯ মিনিট আগেবগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের নয়মাইল বাসস্ট্যান্ড এলাকায় মেসার্স মণ্ডল ট্রেডার্স নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার বিকেলে এ অভিযান চালায় উপজেলা প্রশাসন।
৩৪ মিনিট আগেবিশ্ববিদ্যালয় করার দাবিতে দুই দিন ধরে চলা আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছেন রাজধানীর মহাখালীতে অবস্থিত সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। আন্দোলনকারীদের দাবির সম্ভাব্যতা যাচাইয়ে শিক্ষা মন্ত্রণালয় কমিটি গঠন করবে, এমন আশ্বাসে চলমান কর্মসূচি স্থগিত করেন তাঁরা।
১ ঘণ্টা আগেরাজধানীর উত্তরার শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল মঙ্গলবার হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এতে বাধা দিতে গেলে প্রধান নির্বাহী কর্মকর্তা, মহাব্যবস্থাপক (অপারেশনস), ছাত্রসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। হামলায় এক ছাত্র আহতের ঘটনায় শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন
১ ঘণ্টা আগে