শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে খ্যাত বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বাজার এলাকা মরণফাঁদে পরিণত হয়েছে। চার লেন রাস্তা নির্মাণের জন্য এই স্থানে পারাপারের ব্যবস্থা না রেখেই দেওয়া হয়েছে সড়ক বিভাজক। এতে করে রাস্তা পার হতে গিয়ে প্রায়ই ঘটছে প্রাণহানি।
এই এলাকায় গত বছরের মার্চ থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রীসহ প্রাণ হারিয়েছেন নয়জন। আহত হয়েছেন শতাধিক মানুষ। মরণফাঁদ থেকে রক্ষা পেতে মোকামতলায় পদচারী-সেতু বা আন্ডারপাস নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
সর্বশেষ ১৪ মার্চ মোকামতলা বন্দরের অদূরে চণ্ডীহারা অমরাপুরি এলাকায় বাসচাপায় আবুল কাশেম (৬৫) ও জাহিদুল ইসলাম (৫৬) নামের দুজন নিহত হন। তাঁরা মোকামতলা ইউনিয়নের চকপাড়া গ্রামের বাসিন্দা। এর আগে ২১ ফেব্রুয়ারি মোকামতলা চৌমাথায় মহাসড়ক পারাপারের সময় ট্রাকচাপায় নিহত হন মোটরসাইকেল আরোহী সাইদুল ইসলাম (৪৬)। তিনি বগুড়া সদরের ধাওয়াকান্দি গ্রামের বাসিন্দা। এ ছাড়া গত বছরের ১ ডিসেম্বর, ২৭ সেপ্টেম্বর, ৮ জুন, ১৪ এপ্রিল, ১১ এপ্রিল ও ১৯ মার্চ একজন করে সড়ক দুর্ঘটনায় মারা যান।
মোকামতলা বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক সাখাওয়াত শামীম বলেন, বন্দরে পদচারী-সেতু ও আন্ডারপাস না থাকায় ঝুঁকি নিয়ে শিক্ষার্থী এবং সাধারণ মানুষকে রাস্তা পার হতে হচ্ছে। ব্যবসায়ী রুহুল আমিন ফটু জানান, মোকামতলা বন্দর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কের চৌরাস্তার মোড় সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান, অথচ এখানে পথচারী-সেতু তো দূরের কথা, জেব্রাক্রসিংও দেওয়া হয়নি।
এ ব্যাপারে চার লেন সড়ক নির্মাণের সাসেক প্রকল্প-২-এর প্রকল্প ব্যবস্থাপক আহসান হাবিব বলেন, ‘মোকামতলা বাজারের চৌমাথা এলাকায় একটি পদচারী-সেতু নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশা করছি, আগামী ঈদুল আজহার আগেই এটির নির্মাণ সম্পন্ন হবে।’
উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে খ্যাত বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বাজার এলাকা মরণফাঁদে পরিণত হয়েছে। চার লেন রাস্তা নির্মাণের জন্য এই স্থানে পারাপারের ব্যবস্থা না রেখেই দেওয়া হয়েছে সড়ক বিভাজক। এতে করে রাস্তা পার হতে গিয়ে প্রায়ই ঘটছে প্রাণহানি।
এই এলাকায় গত বছরের মার্চ থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রীসহ প্রাণ হারিয়েছেন নয়জন। আহত হয়েছেন শতাধিক মানুষ। মরণফাঁদ থেকে রক্ষা পেতে মোকামতলায় পদচারী-সেতু বা আন্ডারপাস নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
সর্বশেষ ১৪ মার্চ মোকামতলা বন্দরের অদূরে চণ্ডীহারা অমরাপুরি এলাকায় বাসচাপায় আবুল কাশেম (৬৫) ও জাহিদুল ইসলাম (৫৬) নামের দুজন নিহত হন। তাঁরা মোকামতলা ইউনিয়নের চকপাড়া গ্রামের বাসিন্দা। এর আগে ২১ ফেব্রুয়ারি মোকামতলা চৌমাথায় মহাসড়ক পারাপারের সময় ট্রাকচাপায় নিহত হন মোটরসাইকেল আরোহী সাইদুল ইসলাম (৪৬)। তিনি বগুড়া সদরের ধাওয়াকান্দি গ্রামের বাসিন্দা। এ ছাড়া গত বছরের ১ ডিসেম্বর, ২৭ সেপ্টেম্বর, ৮ জুন, ১৪ এপ্রিল, ১১ এপ্রিল ও ১৯ মার্চ একজন করে সড়ক দুর্ঘটনায় মারা যান।
মোকামতলা বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক সাখাওয়াত শামীম বলেন, বন্দরে পদচারী-সেতু ও আন্ডারপাস না থাকায় ঝুঁকি নিয়ে শিক্ষার্থী এবং সাধারণ মানুষকে রাস্তা পার হতে হচ্ছে। ব্যবসায়ী রুহুল আমিন ফটু জানান, মোকামতলা বন্দর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কের চৌরাস্তার মোড় সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান, অথচ এখানে পথচারী-সেতু তো দূরের কথা, জেব্রাক্রসিংও দেওয়া হয়নি।
এ ব্যাপারে চার লেন সড়ক নির্মাণের সাসেক প্রকল্প-২-এর প্রকল্প ব্যবস্থাপক আহসান হাবিব বলেন, ‘মোকামতলা বাজারের চৌমাথা এলাকায় একটি পদচারী-সেতু নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশা করছি, আগামী ঈদুল আজহার আগেই এটির নির্মাণ সম্পন্ন হবে।’
খুলনায় অগ্নিকাণ্ডে একটি পাটের বস্তার গোডাউনসহ ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার রাতে নগরীর বড় বাজারের বার্মাশীল এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
১৯ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিহত আবদুল্লাহকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় বেনাপোল পৌর বল ফিল্ড মাঠে গার্ড অব অনার শেষে পাশের বড় আঁচড়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
৩৭ মিনিট আগেপাবনার চাটমোহরে নিখোঁজের ২৪ ঘণ্টা পর গোলজার হোসেন (৫৩) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার বিলচলন ইউনিয়নের খলিশাগাড়ী বিলের কাজীর নালা থেকে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
৪১ মিনিট আগেঘন কুয়াশার কারণে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামায় বিঘ্ন ঘটছে। আজ শুক্রবার ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়ে রানওয়ে।
৪৩ মিনিট আগে