রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর রাণীনগরে সাবেক এমপির স্ত্রীর দখলে থাকা জমি ফেরত এবং মামলা-হামলা থেকে মুক্তি পেতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ভুক্তভোগীরা। নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের সাবেক এমপি প্রয়াত ইসরাফিল আলমের স্ত্রী সুলতানা পারভিন বিউটির বিরুদ্ধে এই মানববন্ধন করেন তাঁরা।
আজ রোববার দুপুরে উপজেলার কাশিমপুর এলাকায় নওগাঁ-আত্রাই সড়কে এই মানববন্ধন করা হয়।
মানববন্ধনে ভুক্তভোগীরা জানান, ২০১৫ সালে ইসরাফিল আলম এমপি কাশিমপুর মৌজায় প্রায় ৪০ বিঘা জমি জবরদখল করে প্রাচীর দিয়ে ‘পল্লী শ্রী সমন্বিত কৃষি প্রদর্শনী খামার’ গড়ে তোলেন। ওই সময় এলাকার গরিব অসহায়দের টাকা না দিয়ে জমি জোর করে দখলে নেয়। এ ছাড়া জমির মালিকেরা জমি ছাড়তে না চাওয়ায় এলাকার সাদেকুল ইসলামসহ কয়েকজনকে ‘মিথ্যা’ মামলায় হয়রানি ও নির্যাতন করেন। এ ছাড়া জমি হারানোর শোকে বেশ কয়েকজন মারা গেছেন বলে দাবি করা হয়।
ভুক্তভোগীরা আরও জানান, এ বিষয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও কোনো প্রতিকার পাচ্ছেন না তাঁরা। উল্লেখিত জবরদখলে রাখা জমি ফেরত পেতে এবং ‘মিথ্যা’ মামলা, হত্যার হুমকিসহ সব হয়রানি বন্ধে, প্রশাসনের ন্যায়বিচার এবং হকদারের কাছে জমি ফেরতের দাবিতে জানান তাঁরা।
কাশিমপুর ইউনিয়নের ভুক্তভোগী পরিবারের আয়োজনে এবং ভুক্তভোগী সাদেকুল ইসলামের নেতৃত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন মারিয়া বিবি, সুফিয়া বিবি, এবাদুল হক, আজিজার রহমান, আব্দুস ছাত্তারসহ ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
এ বিষয়ে সুলতানা পারভিন বিউটি বলেন, ‘গড়ে তোলা খামারে সাদেকুলের জমি নিয়ে একটু ঝামেলা ছিল। ২ জানুয়ারি একজন মন্ত্রীর উপস্থিতিতে বৈঠকে তা নিরসন হয়েছে। এরপরেও সে কেন এমন ঝামেলা করছে, বুঝতে পারছি না।’
নওগাঁর রাণীনগরে সাবেক এমপির স্ত্রীর দখলে থাকা জমি ফেরত এবং মামলা-হামলা থেকে মুক্তি পেতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ভুক্তভোগীরা। নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের সাবেক এমপি প্রয়াত ইসরাফিল আলমের স্ত্রী সুলতানা পারভিন বিউটির বিরুদ্ধে এই মানববন্ধন করেন তাঁরা।
আজ রোববার দুপুরে উপজেলার কাশিমপুর এলাকায় নওগাঁ-আত্রাই সড়কে এই মানববন্ধন করা হয়।
মানববন্ধনে ভুক্তভোগীরা জানান, ২০১৫ সালে ইসরাফিল আলম এমপি কাশিমপুর মৌজায় প্রায় ৪০ বিঘা জমি জবরদখল করে প্রাচীর দিয়ে ‘পল্লী শ্রী সমন্বিত কৃষি প্রদর্শনী খামার’ গড়ে তোলেন। ওই সময় এলাকার গরিব অসহায়দের টাকা না দিয়ে জমি জোর করে দখলে নেয়। এ ছাড়া জমির মালিকেরা জমি ছাড়তে না চাওয়ায় এলাকার সাদেকুল ইসলামসহ কয়েকজনকে ‘মিথ্যা’ মামলায় হয়রানি ও নির্যাতন করেন। এ ছাড়া জমি হারানোর শোকে বেশ কয়েকজন মারা গেছেন বলে দাবি করা হয়।
ভুক্তভোগীরা আরও জানান, এ বিষয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও কোনো প্রতিকার পাচ্ছেন না তাঁরা। উল্লেখিত জবরদখলে রাখা জমি ফেরত পেতে এবং ‘মিথ্যা’ মামলা, হত্যার হুমকিসহ সব হয়রানি বন্ধে, প্রশাসনের ন্যায়বিচার এবং হকদারের কাছে জমি ফেরতের দাবিতে জানান তাঁরা।
কাশিমপুর ইউনিয়নের ভুক্তভোগী পরিবারের আয়োজনে এবং ভুক্তভোগী সাদেকুল ইসলামের নেতৃত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন মারিয়া বিবি, সুফিয়া বিবি, এবাদুল হক, আজিজার রহমান, আব্দুস ছাত্তারসহ ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
এ বিষয়ে সুলতানা পারভিন বিউটি বলেন, ‘গড়ে তোলা খামারে সাদেকুলের জমি নিয়ে একটু ঝামেলা ছিল। ২ জানুয়ারি একজন মন্ত্রীর উপস্থিতিতে বৈঠকে তা নিরসন হয়েছে। এরপরেও সে কেন এমন ঝামেলা করছে, বুঝতে পারছি না।’
গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার হাজতখানার ভেতরে আপসের শর্তে বাদী ও আসামির টাকা লেনদেনের ভিডিও নিয়ে মহানগর পুলিশে তোলপাড় সৃষ্টি হয়েছে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত এক কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া দায়িত্বে অবহেলার কারণে মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ ও বদলি এবং ডিউটি অফিসারকে শোকজ করা হয়েছ
১২ মিনিট আগেরাজধানীর হাজারীবাগের ট্যানারিগুলোকে সাভারের হেমায়েতপুরের চামড়া শিল্পনগরে স্থানান্তর করা হয়েছে প্রায় সাত বছর আগে। কিন্তু ট্যানারির দূষণ এখনো রয়ে গেছে হাজারীবাগে। ওই এলাকায় চামড়া প্রক্রিয়াজাত করতে ব্যবহৃত রাসায়নিকের উৎকট গন্ধ আর খালে প্রবাহিত ট্যানারি বর্জ্য জনজীবনকে দুর্বিষহ করে তুলছে।
১২ মিনিট আগেপিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের শিয়ালকাঠী গ্রামে লোকালয়ে গড়ে ওঠা একটি খামারের কারণে হুমকিতে পড়েছে জনস্বাস্থ্য। গরু, ছাগল ও মুরগির সমন্বয়ে খামারটি করেছেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক অ্যাডভোকেট শহীদুল হক খান পান্না।
১২ মিনিট আগেবাংলাদেশ থেকে বিভিন্ন দেশে অভিবাসন, শিক্ষা ও কর্মসংস্থানের লক্ষ্যে যাত্রা করা নাগরিকদের সংখ্যা ক্রমেই বাড়ছে। ইউরোপীয় বিভিন্ন দেশের কনস্যুলেট এবং দূতাবাস কার্যক্রম না থাকায় নাগরিকদের অন্য দেশ অভিমুখী হতে হচ্ছে।
১ ঘণ্টা আগে