এইচ এম শাহনেওয়াজ, পুঠিয়া (রাজশাহী)
রাজশাহীর পুঠিয়ার বিভিন্ন এলাকায় গড়ে উঠছে ১৪টি ইটভাটা। ভাটাগুলোর অধিকাংশেরই বৈধ কোনো কাগজপত্র নেই। মালিকেরা সরকারি নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রতিদিন ভাটাগুলোতে জ্বালানি হিসেবে কয়লার পরিবর্তে কাঠ পোড়ানো হচ্ছে। দ্বিগুণ টাকা দিয়েও পর্যাপ্ত কয়লা পাওয়া যাচ্ছে না। তাই ভাটা চালু রাখতে জ্বালানি হিসেবে কাঠই একমাত্র ভরসা বলে জানিয়েছেন ভাটা মালিকেরা।
উপজেলা পরিষদ সূত্রে জানা গেছে, পৌরসভায় দুটিসহ ৬টি ইউনিয়ন মিলে মোট ১৪টি ইটভাটা রয়েছে। তার মধ্যে একটিরও পরিবেশ অধিদপ্তরের কোনো সনদ নেই। সেই সঙ্গে অধিকাংশের বৈধ কাগজপত্র নেই। ভাটা মালিকেরা এ বছর কয়লার দাম ও সংকট দেখাচ্ছেন। সেই সঙ্গে স্থানীয় রাজনৈতিক নেতাদের প্রভাব খাঁটিয়ে ভাটাগুলোতে জ্বালানি হিসেবে কাঠ পুড়িয়ে তাঁদের ব্যবসা পরিচালনা করছেন। বিগত সময় সরকার ইট প্রস্তুতের কথা মাথায় রেখে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর একটি খসড়া অনুমোদন করেছেন।
এতে বলা আছে, পৌরসভা, সংরক্ষিত আবাসিক-বাণিজ্যিক ও গুরুপূর্ণ এলাকা, বনভূমি, কৃষি জমি, ফলজ ও বনজ বাগান, জলাশয় ও এর আশপাশে কোনো স্থানে ইটভাটা স্থাপন করা যাবে না। এ ছাড়া খসড়া আইন অমান্যকারীর সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা অর্থ জরিমানার বিধান রাখা হয়েছে। খসড়ায় ইটভাটায় জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। সেই সঙ্গে ইটভাটা নির্মাণ এলাকা নির্ধারণ, মাটির ব্যবহারে নির্দিষ্ট করা দেওয়া হয়।
খসড়ায় আরও বলা হয়, ইটভাটায় উর্বর মাটি ব্যবহার করলে মালিককে প্রথমবার দুই বছর কারাদণ্ড এবং দুই লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। আর দ্বিতীয়বার একই অপরাধ করলে ভাটা মালিকের ন্যূনতম দুই বছর ও অনধিক ১০ বছর কারাদণ্ড এবং ২ লাখ থেকে সর্বোচ্চ ১০ লাখ টাকা জরিমানার বিধান রয়েছে। এ ছাড়া লাইসেন্সবিহীন ইটভাটা তৈরি করলে এক বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা আদায়ের নির্দেশনা রয়েছে। অপরদিকে, ইটভাটার জ্বালানি কয়লার পরিবর্তে কাঠ ব্যবহার করা হলে ৩ বছরের কারাদণ্ড ও ৩ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে। সে আইন কেবলমাত্র কাগজে কলমে রয়েছে গেছে। উপজেলার ইটভাটার মালিকদের ক্ষেত্রে এ আইন বাস্তবায়নে কোনো পদক্ষেপ দেওয়া হচ্ছে না।
স্থানীয় এলাকাবাসীরা অভিযোগ করে বলেন, কালো ধোঁয়ার কারণে ভাটার আশপাশের প্রায় ২ কিলোমিটার এলাকা জুড়ে ফসলি জমি, আমের বাগান, ডাব-নারকেল বাগানসহ খেতের বিভিন্ন ফসল নষ্ট হয়ে যাচ্ছে। এতে করে প্রতিবছরে এই এলাকার কৃষকেরা মোটা অঙ্কের টাকার ক্ষতির সম্মুখীন হচ্ছেন। অপরদিকে, ইটভাটার কালো ধোয়ায় এলাকার পরিবেশ দূষিত হচ্ছে। এ বিষয়ে উপজেলার বিভিন্ন দপ্তরে কয়েকবার অভিযোগ করেও কোনো সুরাহা পাইনি।
ইটভাটার মালিকেরা বলেন, এ বছর চাহিদা মোতাবেক কয়লা পাওয়া যাচ্ছে না। সেই সঙ্গে কয়লার দাম গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। তাই এখন ইটভাটা চালাতে হলে আমাদের জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করতে হচ্ছে। এ বিষয়ে প্রশাসনের কাছ থেকে মৌখিকভাবে অনুমতি নেওয়া আছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল হাই মোহাস্মদ আনাছ বলেন, ইটভাটাগুলোতে অচিরেই অভিযান চালানো হবে।
রাজশাহীর পুঠিয়ার বিভিন্ন এলাকায় গড়ে উঠছে ১৪টি ইটভাটা। ভাটাগুলোর অধিকাংশেরই বৈধ কোনো কাগজপত্র নেই। মালিকেরা সরকারি নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রতিদিন ভাটাগুলোতে জ্বালানি হিসেবে কয়লার পরিবর্তে কাঠ পোড়ানো হচ্ছে। দ্বিগুণ টাকা দিয়েও পর্যাপ্ত কয়লা পাওয়া যাচ্ছে না। তাই ভাটা চালু রাখতে জ্বালানি হিসেবে কাঠই একমাত্র ভরসা বলে জানিয়েছেন ভাটা মালিকেরা।
উপজেলা পরিষদ সূত্রে জানা গেছে, পৌরসভায় দুটিসহ ৬টি ইউনিয়ন মিলে মোট ১৪টি ইটভাটা রয়েছে। তার মধ্যে একটিরও পরিবেশ অধিদপ্তরের কোনো সনদ নেই। সেই সঙ্গে অধিকাংশের বৈধ কাগজপত্র নেই। ভাটা মালিকেরা এ বছর কয়লার দাম ও সংকট দেখাচ্ছেন। সেই সঙ্গে স্থানীয় রাজনৈতিক নেতাদের প্রভাব খাঁটিয়ে ভাটাগুলোতে জ্বালানি হিসেবে কাঠ পুড়িয়ে তাঁদের ব্যবসা পরিচালনা করছেন। বিগত সময় সরকার ইট প্রস্তুতের কথা মাথায় রেখে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর একটি খসড়া অনুমোদন করেছেন।
এতে বলা আছে, পৌরসভা, সংরক্ষিত আবাসিক-বাণিজ্যিক ও গুরুপূর্ণ এলাকা, বনভূমি, কৃষি জমি, ফলজ ও বনজ বাগান, জলাশয় ও এর আশপাশে কোনো স্থানে ইটভাটা স্থাপন করা যাবে না। এ ছাড়া খসড়া আইন অমান্যকারীর সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা অর্থ জরিমানার বিধান রাখা হয়েছে। খসড়ায় ইটভাটায় জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। সেই সঙ্গে ইটভাটা নির্মাণ এলাকা নির্ধারণ, মাটির ব্যবহারে নির্দিষ্ট করা দেওয়া হয়।
খসড়ায় আরও বলা হয়, ইটভাটায় উর্বর মাটি ব্যবহার করলে মালিককে প্রথমবার দুই বছর কারাদণ্ড এবং দুই লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। আর দ্বিতীয়বার একই অপরাধ করলে ভাটা মালিকের ন্যূনতম দুই বছর ও অনধিক ১০ বছর কারাদণ্ড এবং ২ লাখ থেকে সর্বোচ্চ ১০ লাখ টাকা জরিমানার বিধান রয়েছে। এ ছাড়া লাইসেন্সবিহীন ইটভাটা তৈরি করলে এক বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা আদায়ের নির্দেশনা রয়েছে। অপরদিকে, ইটভাটার জ্বালানি কয়লার পরিবর্তে কাঠ ব্যবহার করা হলে ৩ বছরের কারাদণ্ড ও ৩ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে। সে আইন কেবলমাত্র কাগজে কলমে রয়েছে গেছে। উপজেলার ইটভাটার মালিকদের ক্ষেত্রে এ আইন বাস্তবায়নে কোনো পদক্ষেপ দেওয়া হচ্ছে না।
স্থানীয় এলাকাবাসীরা অভিযোগ করে বলেন, কালো ধোঁয়ার কারণে ভাটার আশপাশের প্রায় ২ কিলোমিটার এলাকা জুড়ে ফসলি জমি, আমের বাগান, ডাব-নারকেল বাগানসহ খেতের বিভিন্ন ফসল নষ্ট হয়ে যাচ্ছে। এতে করে প্রতিবছরে এই এলাকার কৃষকেরা মোটা অঙ্কের টাকার ক্ষতির সম্মুখীন হচ্ছেন। অপরদিকে, ইটভাটার কালো ধোয়ায় এলাকার পরিবেশ দূষিত হচ্ছে। এ বিষয়ে উপজেলার বিভিন্ন দপ্তরে কয়েকবার অভিযোগ করেও কোনো সুরাহা পাইনি।
ইটভাটার মালিকেরা বলেন, এ বছর চাহিদা মোতাবেক কয়লা পাওয়া যাচ্ছে না। সেই সঙ্গে কয়লার দাম গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। তাই এখন ইটভাটা চালাতে হলে আমাদের জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করতে হচ্ছে। এ বিষয়ে প্রশাসনের কাছ থেকে মৌখিকভাবে অনুমতি নেওয়া আছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল হাই মোহাস্মদ আনাছ বলেন, ইটভাটাগুলোতে অচিরেই অভিযান চালানো হবে।
চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই পক্ষে মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন। রোববার (১৭ নভেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুজনকে আটক করে
১ ঘণ্টা আগেউত্তরবঙ্গে উপদেষ্টা নিয়োগের দাবিতে দফায় দফায় রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সমাবেশের পর এবার রাজধানী ঢাকা থেকে উত্তরবঙ্গকে বিচ্ছিন্ন করার হুঁশিয়ারি দিয়েছেন রংপুরের ছাত্র-জনতা। আগামী তিন দিনের মধ্যে উপদেষ্টা নিয়োগ দেওয়া না হলে এ কর্মসূচি পালন করবেন তাঁরা
২ ঘণ্টা আগেপাবনা শহরে রাতের আঁধারে তুষার হোসেন (১৫) নামের এক কিশোরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার রাত ৯টার দিকে শহরের খেয়াঘাট রোডে বর্ণমালা কিন্ডারগার্টেনের সামনে এই ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
২ ঘণ্টা আগেটঙ্গীর তুরাগ তীরে আগামী বছর বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আয়োজন করবেন তাবলিগ জামাতের মাওলানা জুবায়েরপন্থীরা। দ্বিতীয় পর্বের আয়োজন করবেন মাওলানা সাদ কান্ধলভির অনুসারীরা। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ-সংক্রান্ত কার্যবিবরণী প্রকাশ করা হয়েছে।
৩ ঘণ্টা আগে