উত্তরবঙ্গের উপদেষ্টা নিয়োগে ৩ দিনের আল্টিমেটাম

রংপুর প্রতিনিধি
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৪, ০০: ৫৪
রংপুর নগরীর স্থানীয় কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ছবি: আজকের পত্রিকা

উত্তরবঙ্গে উপদেষ্টা নিয়োগের দাবিতে দফায় দফায় রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সমাবেশের পর এবার রাজধানী ঢাকা থেকে উত্তরবঙ্গকে বিচ্ছিন্ন করার হুঁশিয়ারি দিয়েছেন রংপুরের ছাত্র-জনতা। আগামী তিন দিনের মধ্যে উপদেষ্টা নিয়োগ দেওয়া না হলে এ কর্মসূচি পালন করবেন তাঁরা।

রোববার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টায় রংপুর নগরীর স্থানীয় কমিউনিটি সেন্টারে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেন তাঁরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, ১৬ জুলাই আবু সাঈদের আত্মত্যাগের মাধ্যমে দেশে যে বিপ্লব সংঘটিত হয়েছিল, সেই বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন হয়। এরপর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টাসহ মোট ১৭ জনের উপদেষ্টা পরিষদ শপথ গ্রহণ করেন। সেই ১৭ জনের মধ্যে উত্তরবঙ্গ থেকে একজন উপদেষ্টাও নিয়োগ দেওয়া হয়নি। পরে ১৬ আগস্ট ২ জন এবং ১০ নভেম্বর ৩ জন উপদেষ্টা হিসেবে শপথ নেন। তিন দফায় উপদেষ্টা পরিষদ শপথ নিলেও রংপুরসহ উত্তরবঙ্গ থেকে একজনেরও উপদেষ্টা হিসেবে ঠাঁই হয়নি।

লিখিত বক্তব্যে আরও জানানো হয়, এই ঘটনায় মর্মাহত হন উত্তরবঙ্গের ছাত্র-জনতা এবং উপদেষ্টা পরিষদে রংপুর অঞ্চল থেকে উপদেষ্টা নিয়োগের দাবিতে ১১,১২ ও ১৩ নভেম্বর বিক্ষোভ, মানববন্ধন, মহাসড়ক অবরোধসহ টানা কর্মসূচি পালন করেন। সম্প্রতি দুজন উপদেষ্টা রংপুরে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের অনুষ্ঠানে এসে রংপুর থেকে উপদেষ্টা নিয়োগের কোনো আলোচনায় হয়নি বলে জানান। এটি জানার পর থেকে রংপুরের মানুষের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। তাই দ্রুত উত্তরাঞ্চল থেকে উপদেষ্টা নিয়োগ করে রংপুরসহ উত্তরবঙ্গের ছাত্র-জনতার ক্ষোভ প্রশমন করবেন বলে বিশ্বাস।

বেঁধে দেওয়া সময়ের মধ্যে উপদেষ্টা নিয়োগ দেওয়া না হলে যেসব স্থান ব্লকেড (অবরোধ) করা হবে: পঞ্চগড় জিরো পয়েন্ট, ঠাকুরগাঁও গোলচত্বর, দিনাজপুর দশমাইল বাইপাস, রংপুর মডার্ন মোড়, রংপুর রেলস্টেশন, নীলফামারী, কুড়িগ্রাম তিস্তা, গাইবান্ধা, ঢাকা ও রংপুর মহাসড়ক অবরোধ করা হবে।

যেসব কারণে রংপুর অঞ্চল থেকে উপদেষ্টা নিয়োগের দাবি উঠেছে, তা হলো—১. ফ্যাসিস্ট সরকারের আমলের ১৫ বছর রংপুর অঞ্চল বৈষম্যের শিকার হয়েছে এবং উন্নয়নবঞ্চিত হয়েছে। দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। তাই অন্তর্বর্তী সরকারের আমলে এই অঞ্চলের অবকাঠামোগত উন্নয়ন করতে উপদেষ্টা পরিষদের উপদেষ্টা দরকার। ২. দেশের খাদ্য চাহিদার বড় অংশ রংপুর বিভাগ থেকে সরবরাহ হয়ে থাকে। অথচ এই অঞ্চলের কৃষকের ভাগ্যের উন্নয়ন হয়নি। তাই উন্নয়নের ক্ষেত্রে উপদেষ্টা প্রয়োজন। ৩. তিস্তা পরিকল্পনা বাস্তবায়নে উপদেষ্টা পরিষদে সদস্য থাকা জরুরি। ৪. রংপুরের উন্নয়নে প্রধান উপদেষ্টা কর্তৃক প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে হলেও উপদেষ্টা নিয়োগ প্রয়োজন এই অঞ্চল থেকে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আলমগীর নয়ন। এ সময় রংপুর জেলার সমন্বয়ক সদস্য ইয়াসীর আরাফাতসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচের রেকর্ড ভাঙল ১৪ বছর পর

৩ মাসে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়েছে ৭৩ হাজার ৫০০ কোটি টাকা

যানজটে গুলি করে ফেঁসে গেলেন জাপার সাবেক এমপি, অস্ত্রসহ আটক

শোরুম উদ্বোধন করতে গিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পরীমনি, কী ঘটেছিল সেখানে

এয়ারক্র্যাফটে স্বর্ণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত