বাকৃবি প্রতিনিধি
অষ্টম সমাবর্তন উপলক্ষে দাওয়াত কার্ড ছাপিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। তবে দাওয়াত কার্ডের সময়সূচিতে ভুল লক্ষ করা গেছে। দুপুর ১২টার কর্মসূচিতে রাত ১২টার সময়সূচি দেওয়া হয়েছে।
অষ্টম সমাবর্তনের দাওয়াত কার্ডটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন বাকৃবি শাখা ছাত্রলীগ সভাপতি খন্দকার তায়েফুর রহমান রিয়াদ। সেখানে দেখা গেছে, অষ্টম সমাবর্তন উপলক্ষে দাওয়াত কার্ডটির অনুষ্ঠানসূচির ইংরেজি ভার্সনে দুপুর ১২টার সময় উল্লেখ না করে রাত ১২টার সময়সূচি দেওয়া হয়েছে।
এমন ভুল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সমালোচনা চলছে। শিক্ষার্থীরা বলছেন, বাকৃবির মতো বিশ্ববিদ্যালয় কী করে এত বড় ভুল করল। যেখানে মধ্যরাতের সময়সূচিতে অনুষ্ঠানসূচি প্রকাশ করা হয়েছে। এই ভুলের মাধ্যমে আসন্ন সমাবর্তনের মান নিয়েও প্রশ্ন তুলছেন তাঁরা।
খোঁজ নিয়ে জানা গেছে, সমাবর্তনের দাওয়াত কার্ড প্রকাশ করার দায়িত্বে আছেন অষ্টম সমাবর্তন বাস্তবায়ন কমিটির সদস্যসচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সাইফুল ইসলাম। তিনি বিষয়টি স্বীকার করে আজকের পত্রিকাকে বলেন, ‘এটি প্রিন্টিং মিসটেক। ভুলে তাঁরা টাইপ করে ফেলেছেন। এটি সংশোধনীর জন্য প্রেসে আবার পাঠানো হয়েছে। তবে এটি এখনো অফিশিয়ালি কাউকে পাঠানো হয়নি। কে বা কারা আমার অনুমতি ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে, তা জানা নেই।’
দাওয়াত কার্ডটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের বিষয়ে বাকৃবি শাখা ছাত্রলীগ সভাপতি খন্দকার তায়েফুর রহমান রিয়াদ বলেন, ‘আমি অনুমতি নিয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে দাওয়াত কার্ডটি প্রকাশ করেছি।’
অষ্টম সমাবর্তন উপলক্ষে দাওয়াত কার্ড ছাপিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। তবে দাওয়াত কার্ডের সময়সূচিতে ভুল লক্ষ করা গেছে। দুপুর ১২টার কর্মসূচিতে রাত ১২টার সময়সূচি দেওয়া হয়েছে।
অষ্টম সমাবর্তনের দাওয়াত কার্ডটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন বাকৃবি শাখা ছাত্রলীগ সভাপতি খন্দকার তায়েফুর রহমান রিয়াদ। সেখানে দেখা গেছে, অষ্টম সমাবর্তন উপলক্ষে দাওয়াত কার্ডটির অনুষ্ঠানসূচির ইংরেজি ভার্সনে দুপুর ১২টার সময় উল্লেখ না করে রাত ১২টার সময়সূচি দেওয়া হয়েছে।
এমন ভুল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সমালোচনা চলছে। শিক্ষার্থীরা বলছেন, বাকৃবির মতো বিশ্ববিদ্যালয় কী করে এত বড় ভুল করল। যেখানে মধ্যরাতের সময়সূচিতে অনুষ্ঠানসূচি প্রকাশ করা হয়েছে। এই ভুলের মাধ্যমে আসন্ন সমাবর্তনের মান নিয়েও প্রশ্ন তুলছেন তাঁরা।
খোঁজ নিয়ে জানা গেছে, সমাবর্তনের দাওয়াত কার্ড প্রকাশ করার দায়িত্বে আছেন অষ্টম সমাবর্তন বাস্তবায়ন কমিটির সদস্যসচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সাইফুল ইসলাম। তিনি বিষয়টি স্বীকার করে আজকের পত্রিকাকে বলেন, ‘এটি প্রিন্টিং মিসটেক। ভুলে তাঁরা টাইপ করে ফেলেছেন। এটি সংশোধনীর জন্য প্রেসে আবার পাঠানো হয়েছে। তবে এটি এখনো অফিশিয়ালি কাউকে পাঠানো হয়নি। কে বা কারা আমার অনুমতি ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে, তা জানা নেই।’
দাওয়াত কার্ডটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের বিষয়ে বাকৃবি শাখা ছাত্রলীগ সভাপতি খন্দকার তায়েফুর রহমান রিয়াদ বলেন, ‘আমি অনুমতি নিয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে দাওয়াত কার্ডটি প্রকাশ করেছি।’
রাজধানীর আজিমপুরে মেডিকেল স্টাফ কোয়ার্টারের একটি বাসায় দিনদুপুরে ডাকাতিসহ বাচ্চাকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার দুপুরে লালবাগ টাওয়ারের পাশে ফারজানা আক্তার নামের এক নারীর বাসায় এ ঘটনা ঘটে
১০ মিনিট আগেবরগুনা সদরের ঘটবাড়িয়া গ্রামের আবদুল লতিফ ফরায়েজীর স্ত্রী জাহানারা বেগমকে (৬০) প্রায় ২৫ বছর পর খুঁজে পেয়েছে তাঁর স্বজনেরা। আজ শুক্রবার দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া বাজার এলাকা থেকে তাঁকে নিয়ে যান স্বজনেরা। ১৯৯৯ সালে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে নিখোঁজ হয়েছিলেন তিনি।
১৮ মিনিট আগেসিলেটে ছাত্র-জনতার আন্দোলনে হামলা-গুলির অভিযোগে করা মামলায় সিলেট মহানগর যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৩৩ মিনিট আগেকবির বলেন, ‘আমার ছেলে তো কোনো রাজনীতি করত না। কোনো অন্যায় করেনি। তাহলে কেন এভাবে তাকে হত্যা করা হলো? সায়েম দেশের জন্য শহীদ হলেও সরকার থেকে বা অন্য কেউ কোনো খবর নিতে আসেনি।’
৪৪ মিনিট আগে