পুলিশে চাকরি দেওয়ার নামে টাকা আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৪, ১৬: ৫৩

নেত্রকোনায় কনস্টেবল পদে চাকরি দেওয়ার নামে টাকা আত্মসাতের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার বেলা ১টার দিকে জেলা শহরের সাতপাই এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তির নাম অভিলাষ মোহন দাস (২৫)। তিনি জেলার মোহনগঞ্জ পালগাঁও দত্তগাতী গ্রামের দীনেশ মোহন দাসের ছেলে। আজ রোববার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। 

জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুই বছর আগে ময়মনসিংহের গৌরিপুর উপজেলার ঠিকাদার মো. হারুন অর রশিদের সঙ্গে কৌশলে সম্পর্ক গড়ে তোলেন অভিলাষ। একপর্যায়ে পুলিশের কনস্টেবল পদে কোনো প্রার্থী থাকলে তাকে টাকার বিনিময়ে চাকরি দেওয়ার প্রস্তাব দেয় অভিলাষ। 

হারুন অর রশিদ তাঁর শ্যালককে চাকরি দেওয়ার জন্য সাড়ে ৬ লাখ টাকায় চুক্তি করেন। চাকরির প্রতিশ্রুতি দিয়ে গত বছরের জানুয়ারিতে এক লাখ টাকা অগ্রিম অভিলাষের হাতে তুলে দেন তিনি। আর বাকি টাকা চাকরি পাওয়ার পরে দেওয়ার সিদ্ধান্ত হয়। বছর পার হলেও চাকরি আর দিতে পারেননি। পরে টাকা ফেরত চাইলে টালবাহানা শুরু করেন অভিলাষ। 

সম্প্রতি পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে পুনরায় চাকরি দেওয়ার আশ্বাস দেন এবং আরও টাকা দাবি করেন অভিলাষ। সেই সঙ্গে আরও চাকরি প্রার্থী থাকলে তাঁদের থেকেও টাকা নিয়ে দিতে বলেন। টাকার জন্য গতকাল শনিবার শহরের সাতপাই এলাকায় দেখা করার জন্য হারুন অর রশিদকে দেখা করতে ডাকেন অভিলাষ। দুপুরে দেখা করে টাকা ফেরত চাইলে তা দিতে অস্বীকৃতি জানিয়ে পালিয়ে যেতে চেষ্টা করেন অভিলাষ। তবে এলাকাবাসীর সহায়তায় তাকে আটক করা হয়। পরে খবর পেয়ে নেত্রকোনা থানার পুলিশ তাঁকে আটক করে। 

এ ঘটনায় বিকেলে থানায় মামলা করেন হারুন অর রশিদ। পরে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে রোববার দুপুরে তাঁকে আদালতে সোপর্দ করা হয়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্যিক সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ-পাকিস্তান, শঙ্কায় ভারত

হাসিনা ক্ষমতা ছাড়ার পর দেশ ‘মবের মুল্লুক’: সামিনা লুৎফা

বাংলাদেশের বন্দরে পাকিস্তানের কার্গো জাহাজ, ‘ঐতিহাসিক’ বলা হচ্ছে যে কারণে

পরশুরামে ছুরিকাঘাতে তরুণ নিহত

নির্বাচন সংস্কার কমিশনের সংলাপ শুরু কাল, চলবে পুরো নভেম্বর

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত