কামরুল হাসান রবি, ধোবাউড়া (ময়মনসিংহ)
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার পোড়াকান্দুলিয়া ইউনিয়নে অতিদরিদ্রদের জন্য ভালনারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ) কর্মসূচির চাল বিতরণে কম দেওয়ার অভিযোগ উঠেছে। ১০ কেজি করে দেওয়ার কথা থাকলেও কেউ ৫ কেজি, কেউ ৮ কেজি করে চাল পেয়েছেন। তবে, চাল কম দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্টরা।
জানা গেছে, পোড়াকান্দুলিয়া ইউনিয়নে ৩ হাজার ৯০৪ জন উপকারভোগীর মধ্যে ৩৯ দশমিক ৪ টন চাল বরাদ্দ করা হয়েছে।
আজ বুধবার দুপুরে পোড়াকান্দুলিয়া ইউপিতে গেলে ভিজিএফের কার্ডে চাল পেয়েছেন এমন বেশ কয়েকজন উপকারভোগী বিতরণে অনিয়ম হওয়ার কথা জানান।
পোড়াকান্দুলিয়া ইউনিয়নের বহরভিটা গ্রামের উপকারভোগী আনোয়ার হোসেন বলেন, ‘ভিজিএফের কার্ডে আমাকে ১০ কেজি চালের পরিবর্তে ৫ কেজি ৮২০ গ্রাম চাল দেওয়া হয়েছে।’
বহরভিটা গ্রামের উপকারভোগী চান মিয়া বলেন, ‘আমাকে ইউপি মেম্বার একটি কার্ড দিয়েছেন। কার্ড নিয়ে চাল তোলার পর মেপে দেখি ১০ কেজির পরিবর্তে ৮ কেজি ২৯৫ গ্রাম। নিয়মের কোনো তোয়াক্কা না করে এভাবে চাল কম দেওয়া হলেও তাঁদের বিরুদ্ধে কেউ কিছু বলছে না।’
নাম প্রকাশে অনিচ্ছুক পোড়াকান্দুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের এক কর্মী বলেন, ‘আমাদের ইউনিয়নে ১০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও প্রতি কার্ডধারীকে ৭ থেকে ৮ কেজি করে চাল দেওয়া হচ্ছে এবং ইউপি চেয়ারম্যান মঞ্জুরুল হক কিছু চাল রেখে দিয়েছেন বলে শুনেছি।’
উপকারভোগীদের মধ্যে সঠিক পরিমাপে চাল বিতরণের জন্য বলেছেন বলে জানান ইউপি চেয়ারম্যান মঞ্জুরুল হক। তিনি বলেন, ‘আমি খোঁজখবর রাখছি, মাঝেমধ্যে দু-একজনের কম হতে পারে।’ চাল রাখার বিষয়ে তিনি বলেন, ‘কিছু চাল খরচের জন্য রেখে দিয়েছি। পরে কম পড়লে সেখান থেকে এনে দিয়ে দিব।’
পোড়াকান্দুলিয়া ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণে দায়িত্বরত ট্যাগ অফিসার এ কে এম বদরুদ্দোজা বলেন, ‘সঠিকভাবে চাল দেওয়া হচ্ছে।’ কম দেওয়ার বিষয়ে বলেন, ‘ভুক্তভোগীদের ব্যাগ ছিঁড়া থাকার কারণে চাল কম হতে পারে।’
ইউপি সচিব আমিনুল ইসলাম বলেন, ‘কাউকে চাল কম দেওয়া হচ্ছে না। আমরা সঠিকভাবে চাল বিতরণ করছি।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত শারমিন বলেন, ‘চাল কম দেওয়ার কোনো সুযোগ নেই। আমি খোঁজ নিয়ে ব্যবস্থা নিচ্ছি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানান ময়মনসিংহের জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান।
আরও খবর পড়ুন:
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার পোড়াকান্দুলিয়া ইউনিয়নে অতিদরিদ্রদের জন্য ভালনারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ) কর্মসূচির চাল বিতরণে কম দেওয়ার অভিযোগ উঠেছে। ১০ কেজি করে দেওয়ার কথা থাকলেও কেউ ৫ কেজি, কেউ ৮ কেজি করে চাল পেয়েছেন। তবে, চাল কম দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্টরা।
জানা গেছে, পোড়াকান্দুলিয়া ইউনিয়নে ৩ হাজার ৯০৪ জন উপকারভোগীর মধ্যে ৩৯ দশমিক ৪ টন চাল বরাদ্দ করা হয়েছে।
আজ বুধবার দুপুরে পোড়াকান্দুলিয়া ইউপিতে গেলে ভিজিএফের কার্ডে চাল পেয়েছেন এমন বেশ কয়েকজন উপকারভোগী বিতরণে অনিয়ম হওয়ার কথা জানান।
পোড়াকান্দুলিয়া ইউনিয়নের বহরভিটা গ্রামের উপকারভোগী আনোয়ার হোসেন বলেন, ‘ভিজিএফের কার্ডে আমাকে ১০ কেজি চালের পরিবর্তে ৫ কেজি ৮২০ গ্রাম চাল দেওয়া হয়েছে।’
বহরভিটা গ্রামের উপকারভোগী চান মিয়া বলেন, ‘আমাকে ইউপি মেম্বার একটি কার্ড দিয়েছেন। কার্ড নিয়ে চাল তোলার পর মেপে দেখি ১০ কেজির পরিবর্তে ৮ কেজি ২৯৫ গ্রাম। নিয়মের কোনো তোয়াক্কা না করে এভাবে চাল কম দেওয়া হলেও তাঁদের বিরুদ্ধে কেউ কিছু বলছে না।’
নাম প্রকাশে অনিচ্ছুক পোড়াকান্দুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের এক কর্মী বলেন, ‘আমাদের ইউনিয়নে ১০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও প্রতি কার্ডধারীকে ৭ থেকে ৮ কেজি করে চাল দেওয়া হচ্ছে এবং ইউপি চেয়ারম্যান মঞ্জুরুল হক কিছু চাল রেখে দিয়েছেন বলে শুনেছি।’
উপকারভোগীদের মধ্যে সঠিক পরিমাপে চাল বিতরণের জন্য বলেছেন বলে জানান ইউপি চেয়ারম্যান মঞ্জুরুল হক। তিনি বলেন, ‘আমি খোঁজখবর রাখছি, মাঝেমধ্যে দু-একজনের কম হতে পারে।’ চাল রাখার বিষয়ে তিনি বলেন, ‘কিছু চাল খরচের জন্য রেখে দিয়েছি। পরে কম পড়লে সেখান থেকে এনে দিয়ে দিব।’
পোড়াকান্দুলিয়া ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণে দায়িত্বরত ট্যাগ অফিসার এ কে এম বদরুদ্দোজা বলেন, ‘সঠিকভাবে চাল দেওয়া হচ্ছে।’ কম দেওয়ার বিষয়ে বলেন, ‘ভুক্তভোগীদের ব্যাগ ছিঁড়া থাকার কারণে চাল কম হতে পারে।’
ইউপি সচিব আমিনুল ইসলাম বলেন, ‘কাউকে চাল কম দেওয়া হচ্ছে না। আমরা সঠিকভাবে চাল বিতরণ করছি।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত শারমিন বলেন, ‘চাল কম দেওয়ার কোনো সুযোগ নেই। আমি খোঁজ নিয়ে ব্যবস্থা নিচ্ছি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানান ময়মনসিংহের জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান।
আরও খবর পড়ুন:
খুলনায় অগ্নিকাণ্ডে একটি পাটের বস্তার গোডাউনসহ ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার রাতে নগরীর বড় বাজারের বার্মাশীল এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
৬ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিহত আবদুল্লাহকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় বেনাপোল পৌর বল ফিল্ড মাঠে গার্ড অব অনার শেষে পাশের বড় আঁচড়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
২৪ মিনিট আগেপাবনার চাটমোহরে নিখোঁজের ২৪ ঘণ্টা পর গোলজার হোসেন (৫৩) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার বিলচলন ইউনিয়নের খলিশাগাড়ী বিলের কাজীর নালা থেকে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
২৮ মিনিট আগেঘন কুয়াশার কারণে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামায় বিঘ্ন ঘটছে। আজ শুক্রবার ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়ে রানওয়ে।
৩০ মিনিট আগে