নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইলে গভীর নলকূপ থেকে গ্যাস বের হচ্ছে। উপজেলার মুশুল্লি ইউনিয়নের কিসমত রসুলপুর গ্রামে নলকূপের লাইনে আগুন দিলে গ্যাসের সন্ধান পাওয়া যায়। নান্দাইল উপজেলা সহকারী প্রকৌশলী ঘটনাস্থল ঘুরে দেখেছেন।
তিন বছর আগে রসুলপুর গ্রামের মৃত নুরুল আমিনের স্ত্রী মোছা. পারভীন খাতুন বাড়িতে একটি গভীর নলকূপ স্থাপন করেন। নলকূপ স্থাপনের পর থেকে হালকা বুদ্বুদের মতো শব্দ হতো। দুই দিন আগে তাঁর ছেলে পলাশ মিয়া কৌতূহলবশত নলকূপে দেশলাইয়ের কাঠি দিয়ে আগুন দেন। তাতে জ্বলে ওঠে।
আজ বৃহস্পতিবার সকালে মুশুল্লি ইউনিয়নের কিসমত রসুলপুর গ্রামে সরেজমিন গিয়ে দেখা যায়, সেখানে উৎসুক জনতা ভিড় জমিয়েছে। গভীর নলকূপের পাশে একটি পাইপ লাগানো রয়েছে। সেই পাইপ দিয়ে বুদ্বুদ শব্দ বের হচ্ছে।
নলকূপের মালিক মোছা. পারভীন খাতুন বলেন, ‘তিন বছর আগে পানি খাওয়ার জন্য গভীর নলকূপ দিয়েছি। নলকূপ দেওয়ার পর থেকেই বুদ্বুদ শব্দ শুনতাম, তবে তেমন পাত্তা দিইনি। দুই দিন আগে ছেলে দেশলাই কাঠি দিয়ে আগুন দিলে জ্বলে ওঠে। খবর শুনে মানুষজন ভিড় করছে প্রতিদিন। মনে হচ্ছে, নলকূপে যা দেখা যাচ্ছে তা প্রাকৃতিক গ্যাস।’
নান্দাইল উপজেলা সহকারী প্রকৌশলী আবুল কায়সার তালুকদার বলেন, ‘নলকূপের গ্যাসের সন্ধানের খবর পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করেছি। সেখানে গ্যাসের চাপ আছে, তবে দক্ষ লোক না থাকায় বিষয়টি বলতে পারছি না। খনিজ ও জ্বালানি সম্পদের সঙ্গে যোগাযোগ করে তাদের বিষয়টি জানাব।’
নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুণ কৃষ্ণ পাল বলেন, ‘বিষয়টি শুনেছি। জনস্বাস্থ্য প্রকৌশলীকে সেখানে পাঠিয়েছি। তিনি বিষয়টি সরেজমিনে দেখে জেলার সঙ্গে যোগাযোগ করে আমাকে জানাবে।’
ময়মনসিংহের নান্দাইলে গভীর নলকূপ থেকে গ্যাস বের হচ্ছে। উপজেলার মুশুল্লি ইউনিয়নের কিসমত রসুলপুর গ্রামে নলকূপের লাইনে আগুন দিলে গ্যাসের সন্ধান পাওয়া যায়। নান্দাইল উপজেলা সহকারী প্রকৌশলী ঘটনাস্থল ঘুরে দেখেছেন।
তিন বছর আগে রসুলপুর গ্রামের মৃত নুরুল আমিনের স্ত্রী মোছা. পারভীন খাতুন বাড়িতে একটি গভীর নলকূপ স্থাপন করেন। নলকূপ স্থাপনের পর থেকে হালকা বুদ্বুদের মতো শব্দ হতো। দুই দিন আগে তাঁর ছেলে পলাশ মিয়া কৌতূহলবশত নলকূপে দেশলাইয়ের কাঠি দিয়ে আগুন দেন। তাতে জ্বলে ওঠে।
আজ বৃহস্পতিবার সকালে মুশুল্লি ইউনিয়নের কিসমত রসুলপুর গ্রামে সরেজমিন গিয়ে দেখা যায়, সেখানে উৎসুক জনতা ভিড় জমিয়েছে। গভীর নলকূপের পাশে একটি পাইপ লাগানো রয়েছে। সেই পাইপ দিয়ে বুদ্বুদ শব্দ বের হচ্ছে।
নলকূপের মালিক মোছা. পারভীন খাতুন বলেন, ‘তিন বছর আগে পানি খাওয়ার জন্য গভীর নলকূপ দিয়েছি। নলকূপ দেওয়ার পর থেকেই বুদ্বুদ শব্দ শুনতাম, তবে তেমন পাত্তা দিইনি। দুই দিন আগে ছেলে দেশলাই কাঠি দিয়ে আগুন দিলে জ্বলে ওঠে। খবর শুনে মানুষজন ভিড় করছে প্রতিদিন। মনে হচ্ছে, নলকূপে যা দেখা যাচ্ছে তা প্রাকৃতিক গ্যাস।’
নান্দাইল উপজেলা সহকারী প্রকৌশলী আবুল কায়সার তালুকদার বলেন, ‘নলকূপের গ্যাসের সন্ধানের খবর পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করেছি। সেখানে গ্যাসের চাপ আছে, তবে দক্ষ লোক না থাকায় বিষয়টি বলতে পারছি না। খনিজ ও জ্বালানি সম্পদের সঙ্গে যোগাযোগ করে তাদের বিষয়টি জানাব।’
নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুণ কৃষ্ণ পাল বলেন, ‘বিষয়টি শুনেছি। জনস্বাস্থ্য প্রকৌশলীকে সেখানে পাঠিয়েছি। তিনি বিষয়টি সরেজমিনে দেখে জেলার সঙ্গে যোগাযোগ করে আমাকে জানাবে।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিহত আবদুল্লাহকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় বেনাপোল পৌর বল ফিল্ড মাঠে গার্ড অব অনার শেষে পাশের বড় আঁচড়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
১৬ মিনিট আগেপাবনার চাটমোহরে নিখোঁজের ২৪ ঘণ্টা পর গোলজার হোসেন (৫৩) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার বিলচলন ইউনিয়নের খলিশাগাড়ী বিলের কাজীর নালা থেকে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
২০ মিনিট আগেঘন কুয়াশার কারণে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামায় বিঘ্ন ঘটছে। আজ শুক্রবার ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়ে রানওয়ে।
২২ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে কলেজছাত্র ইমন হত্যা মামলায় সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মো. আব্দুর রাজ্জাককে টাঙ্গাইলের মির্জাপুর থানায় পাঁচ দিনের রিমান্ডে আনা হয়েছে। আজ শুক্রবার সকালে তাঁকে টাঙ্গাইল কারাগার থেকে থানায় নিয়ে আসে পুলিশ।
২৯ মিনিট আগে