কেন্দুয়ায় মাদকের টাকা না পেয়ে বাবার ওপর চড়াও, লাঠির আঘাতে যুবক নিহত

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৪, ১৬: ০৭

নেত্রকোনার কেন্দুয়ায় বাবার লাঠির আঘাতে সুমন মিয়া (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে উপজেলার গড়াডোবা ইউনিয়নের আঙ্গারোয়া গ্রামে এই ঘটনা ঘটে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে তাঁর মৃত্যু হয়।

আজ শনিবার সকালে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সুমন মিয়া নিয়মিত মাদক সেবন করতেন। মাদকের টাকার জন্য বাবাকে প্রায়ই চায় দিতেন। এসব নিয়ে বাবা শাহেদ মোড়লের সঙ্গে তাঁর প্রায়ই ঝগড়া হতো। গতকাল শুক্রবার সকালে মাদকের জন্য সুমন তার বাবার কাছে টাকা দাবি করেন। টাকা না পেয়ে বাবার ওপর চড়াও হন সুমন। 

এ সময় হাতের কাছে থাকা কাঠের লাঠি দিয়ে সুমনের মাথায় আঘাত করেন তাঁর বাবা। তাতে গুরুতর আহত সুমনকে ঈশ্বরগঞ্জ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো তাঁকে হয়। মমেকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্যিক সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ-পাকিস্তান, শঙ্কায় ভারত

হাসিনা ক্ষমতা ছাড়ার পর দেশ ‘মবের মুল্লুক’: সামিনা লুৎফা

বাংলাদেশের বন্দরে পাকিস্তানের কার্গো জাহাজ, ‘ঐতিহাসিক’ বলা হচ্ছে যে কারণে

পরশুরামে ছুরিকাঘাতে তরুণ নিহত

নির্বাচন সংস্কার কমিশনের সংলাপ শুরু কাল, চলবে পুরো নভেম্বর

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত