ভিমরুলের আক্রমণে মেয়েসহ মসজিদের ইমামের মৃত্যু, ছেলে হাসপাতালে

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৪, ১৭: ২২

ময়মনসিংহের ধোবাউড়ায় ভিমরুলের আক্রমণে মেয়েসহ মসজিদের ইমামের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার দুধনই এলাকার এই ঘটনায় তাঁর ছেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন।

মৃত দুজন হলেন দুধনই বড় মসজিদের ইমাম মাওলানা আবুল কাশেম (৪৮) এবং তাঁর মেয়ে লাবিবা আক্তার (৮)।

স্থানীয়দের বরাত দিয়ে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, আজ দুপুরে মাওলানা আবুল কাশেম তাঁর ছেলে সিফাত উল্লাহ ও মেয়ে লাবিবাকে নিয়ে বন্যার পানিতে নৌকায় করে ঘুরতে বের হন। একটি গাছের নিচ দিয়ে যাওয়ার সময় ভিমরুল আক্রমণ করে। দ্রুত তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে মেয়ে লাবিবাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাবা-ছেলেকে পাঠানো হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে যাওয়ার পথে মাওলানা আবুল কাশেম মারা যান। আহত সিফাত উল্লাহকে হাসপাতালে ভর্তি করা হয়।

ওসি আরও বলেন, ঘটনার খোঁজ নিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্যিক সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ-পাকিস্তান, শঙ্কায় ভারত

হাসিনা ক্ষমতা ছাড়ার পর দেশ ‘মবের মুল্লুক’: সামিনা লুৎফা

বাংলাদেশের বন্দরে পাকিস্তানের কার্গো জাহাজ, ‘ঐতিহাসিক’ বলা হচ্ছে যে কারণে

পরশুরামে ছুরিকাঘাতে তরুণ নিহত

নির্বাচন সংস্কার কমিশনের সংলাপ শুরু কাল, চলবে পুরো নভেম্বর

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত