প্রতিনিধি
নান্দাইল: ময়মনসিংহের নান্দাইলে ১৩টি ইউনিয়নের ২ হাজার ৯১০টি কুকুরকে জলাতঙ্ক প্রতিষেধক টিকা দেওয়া হয়েছে। টিকা প্রদানের তৃতীয় রাউন্ডে পাঁচ দিনব্যাপী কর্মসূচিতে বেওয়ারিশ কুকুরকে এই টিকা দেওয়া হয়। নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর কার্যালয়ের সমন্বয়ে এই কার্যক্রম পরিচালিত হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা যায়, নান্দাইল উপজেলায় মালিকানাবিহীন ৩ হাজার ৩৯৩টি কুকুর রয়েছে। এগুলো জলাতঙ্কমুক্ত রাখতে ৪ থেকে ৮ জুন পর্যন্ত টিকা দেওয়া হয়। টিকাদানকারীরা ৩১টি টিমে বিভক্ত হয়ে এই পাঁচ দিনে ২ হাজার ৯১০টি কুকুরকে জলাতঙ্ক প্রতিষেধক টিকা দেন, যা মোট কুকুরের ৮৬ শতাংশ। এর আগে সর্বশেষ ২০১৮ সালে নান্দাইলে কুকুরকে জলাতঙ্ক প্রতিষেধক টিকা দেওয়া হয়।
জলাতঙ্ক প্রতিষেধক টিকাদান কার্যক্রমের প্রধান সমন্বয়কারী নান্দাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুর রশিদ জানান, `কুকুরকে জলাতঙ্ক প্রতিষেধক টিকাদান কার্যক্রম আমরা ভালোভাবে শেষ করতে পেরেছি। উপজেলার ২ হাজার ৯১০টি কুকুরকে টিকা দেওয়া হয়েছে। এ কার্যক্রমে আমাদের সহযোগিতা করেছেন সুপারভাইজার, সার্ভেয়ার, ডগকেচার ও লোকাল ডগকেচার।
নান্দাইল উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা মলয় কান্দি মোদক জানান, ২০১৮ সালে নান্দাইলে ১ হাজার ৩০০ কুকুরকে জলাতঙ্ক প্রতিষেধক টিকা দেওয়া হয়েছিল। এ বছর কুকুরের সংখ্যা বেশি থাকায় ২ হাজার ৯১০টি কুকুরকে দেওয়া হয়েছে। কিছু কুকুরকে টিকাদান করা সম্ভব হয়নি। সেগুলোকে পরবর্তী সময়ে দেওয়ার চেষ্টা করা হবে।
নান্দাইল: ময়মনসিংহের নান্দাইলে ১৩টি ইউনিয়নের ২ হাজার ৯১০টি কুকুরকে জলাতঙ্ক প্রতিষেধক টিকা দেওয়া হয়েছে। টিকা প্রদানের তৃতীয় রাউন্ডে পাঁচ দিনব্যাপী কর্মসূচিতে বেওয়ারিশ কুকুরকে এই টিকা দেওয়া হয়। নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর কার্যালয়ের সমন্বয়ে এই কার্যক্রম পরিচালিত হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা যায়, নান্দাইল উপজেলায় মালিকানাবিহীন ৩ হাজার ৩৯৩টি কুকুর রয়েছে। এগুলো জলাতঙ্কমুক্ত রাখতে ৪ থেকে ৮ জুন পর্যন্ত টিকা দেওয়া হয়। টিকাদানকারীরা ৩১টি টিমে বিভক্ত হয়ে এই পাঁচ দিনে ২ হাজার ৯১০টি কুকুরকে জলাতঙ্ক প্রতিষেধক টিকা দেন, যা মোট কুকুরের ৮৬ শতাংশ। এর আগে সর্বশেষ ২০১৮ সালে নান্দাইলে কুকুরকে জলাতঙ্ক প্রতিষেধক টিকা দেওয়া হয়।
জলাতঙ্ক প্রতিষেধক টিকাদান কার্যক্রমের প্রধান সমন্বয়কারী নান্দাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুর রশিদ জানান, `কুকুরকে জলাতঙ্ক প্রতিষেধক টিকাদান কার্যক্রম আমরা ভালোভাবে শেষ করতে পেরেছি। উপজেলার ২ হাজার ৯১০টি কুকুরকে টিকা দেওয়া হয়েছে। এ কার্যক্রমে আমাদের সহযোগিতা করেছেন সুপারভাইজার, সার্ভেয়ার, ডগকেচার ও লোকাল ডগকেচার।
নান্দাইল উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা মলয় কান্দি মোদক জানান, ২০১৮ সালে নান্দাইলে ১ হাজার ৩০০ কুকুরকে জলাতঙ্ক প্রতিষেধক টিকা দেওয়া হয়েছিল। এ বছর কুকুরের সংখ্যা বেশি থাকায় ২ হাজার ৯১০টি কুকুরকে দেওয়া হয়েছে। কিছু কুকুরকে টিকাদান করা সম্ভব হয়নি। সেগুলোকে পরবর্তী সময়ে দেওয়ার চেষ্টা করা হবে।
খুলনায় অগ্নিকাণ্ডে একটি পাটের বস্তার গোডাউনসহ ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার রাতে নগরীর বড় বাজারের বার্মাশীল এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
৫ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিহত আবদুল্লাহকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় বেনাপোল পৌর বল ফিল্ড মাঠে গার্ড অব অনার শেষে পাশের বড় আঁচড়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
২৩ মিনিট আগেপাবনার চাটমোহরে নিখোঁজের ২৪ ঘণ্টা পর গোলজার হোসেন (৫৩) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার বিলচলন ইউনিয়নের খলিশাগাড়ী বিলের কাজীর নালা থেকে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
২৭ মিনিট আগেঘন কুয়াশার কারণে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামায় বিঘ্ন ঘটছে। আজ শুক্রবার ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়ে রানওয়ে।
২৯ মিনিট আগে