নদের পারে দুর্গন্ধ, কাছে যেতেই মিলল কবিরাজের মাটিচাপা দেওয়া অর্ধগলিত লাশ

শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৪, ১৫: ৪০

শেরপুরে নিখোঁজের চার দিন পর মাটিচাপা অবস্থায় এক কবিরাজের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে থানা-পুলিশ। আজ সোমবার সকালে সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের মধ্য সাতপাকিয়া গ্রামের ব্রহ্মপুত্র নদের তীর থেকে বস্তায় পুরে মাটিচাপা দিয়ে রাখা অবস্থায় এ লাশ উদ্ধার করা হয়। সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

নিহত ওই কবিরাজের নাম এরশাদ মিয়া (৪০)। তিনি সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কাজিরচর গ্রামের হাক্কু শেখের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার কবিরাজ এরশাদ মিয়া বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেননি। বাড়ির লোকজন এরশাদ মিয়ার মোবাইল ফোনে যোগাযোগ করে তা বন্ধ পান। পরে আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে শনিবার পরিবারের পক্ষ থেকে সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এদিকে সোমবার সকালে চরপক্ষীমারী ইউনিয়নের সাতপাকিয়া গ্রামের মানুষ ব্রহ্মপুত্র নদে মাছ শিকার করতে গেলে নদের পারে দুর্গন্ধ পান। পরে মাটি চাপা দেওয়া একটি বস্তার কাছে গিয়ে মানুষের মাথা দেখতে পেয়ে সদর থানায় খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে এবং ওইসময় পরিবারের লোকজন তার লাশ শনাক্ত করেন।

সদর থানার উপপরিদর্শক মো. নজরুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা পূর্বপরিকল্পিতভাবে তাকে হত্যা করে ওই স্থানে মাটি চাপা দিয়ে রেখে গেছে। ওই ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনের চেষ্টা অব্যাহত রয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্যিক সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ-পাকিস্তান, শঙ্কায় ভারত

হাসিনা ক্ষমতা ছাড়ার পর দেশ ‘মবের মুল্লুক’: সামিনা লুৎফা

বাংলাদেশের বন্দরে পাকিস্তানের কার্গো জাহাজ, ‘ঐতিহাসিক’ বলা হচ্ছে যে কারণে

পরশুরামে ছুরিকাঘাতে তরুণ নিহত

নির্বাচন সংস্কার কমিশনের সংলাপ শুরু কাল, চলবে পুরো নভেম্বর

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত