নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইলে পল্লী বিদ্যুৎ অফিসের দুই কর্মচারী পাঁচ মাসের বকেয়া বিল আদায় করতে গেলে তাঁদের দা দিয়ে দৌড়ানির অভিযোগ উঠেছে। আজ সোমবার দুপুরে নান্দাইল পৌর সভার কাটলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। গ্রাহক মো. বাককেম ফকির ও তাঁর ছেলে রিগ্যান আহমেদ ফাহাদের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।
খবর পেয়ে কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির নান্দাইল জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) বিপ্লব কুমার সরকার ও সহকারী কমিশনার (ভূমি) ফয়জুর রহমান, নান্দাইল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সালামসহ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীরা গিয়ে বিদ্যুৎ লাইন কেটে দেন।
পল্লী বিদ্যুৎ সমিতির নান্দাইল জোনাল অফিস সূত্রে জানা গেছে, পৌরসভার বাসিন্দা খুরশেদ আলম ফকিরের ছেলে বাককেম ফকির পল্লী বিদ্যুতের গ্রাহক। গত পাঁচ মাস যাবৎ তিনি বিল দেননি। বর্তমানে ৭ হাজার ১৯১ টাকা বকেয়া জমা। আজ সোমবার দুপুরে বিদ্যুৎ অফিসের দুই কর্মচারী বকেয়া বিদ্যুৎ বিল আনতে গেলে দুই কর্মচারীকে বিল দেবেন না বলে জানান তাঁরা।
পরে তারা বিদ্যুৎ লাইন কেটে দিতে চাইলে ধারালো দা দিয়ে দুই কর্মচারীকে দৌড়ানি দেয়। খবর পেয়ে কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির নান্দাইল জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) বিপ্লব কুমার সরকার ও সহকারী কমিশনার (ভূমি) ফয়জুর রহমান ঘটনাস্থলে গিয়ে লাইন কেটে দেন।
নান্দাইল পল্লী বিদ্যুতের ডিপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) বিপ্লব কুমার সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রাহক বাককেম ফকিরের বিরুদ্ধে এর আগেও বিদ্যুতের বকেয়া বিল থাকায় মামলা হয়েছিল। দুই কর্মচারীকে বকেয়া বিলের জন্য পাঠালে সে টাকাও দিবে না, লাইনও কাটতে দিবে না বলে দা দিয়ে দৌড়ানি দিয়েছে। আমার অফিসে এসে ফাহাদ অসৌজন্যমূলক আচরণও করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
ময়মনসিংহের নান্দাইলে পল্লী বিদ্যুৎ অফিসের দুই কর্মচারী পাঁচ মাসের বকেয়া বিল আদায় করতে গেলে তাঁদের দা দিয়ে দৌড়ানির অভিযোগ উঠেছে। আজ সোমবার দুপুরে নান্দাইল পৌর সভার কাটলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। গ্রাহক মো. বাককেম ফকির ও তাঁর ছেলে রিগ্যান আহমেদ ফাহাদের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।
খবর পেয়ে কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির নান্দাইল জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) বিপ্লব কুমার সরকার ও সহকারী কমিশনার (ভূমি) ফয়জুর রহমান, নান্দাইল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সালামসহ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীরা গিয়ে বিদ্যুৎ লাইন কেটে দেন।
পল্লী বিদ্যুৎ সমিতির নান্দাইল জোনাল অফিস সূত্রে জানা গেছে, পৌরসভার বাসিন্দা খুরশেদ আলম ফকিরের ছেলে বাককেম ফকির পল্লী বিদ্যুতের গ্রাহক। গত পাঁচ মাস যাবৎ তিনি বিল দেননি। বর্তমানে ৭ হাজার ১৯১ টাকা বকেয়া জমা। আজ সোমবার দুপুরে বিদ্যুৎ অফিসের দুই কর্মচারী বকেয়া বিদ্যুৎ বিল আনতে গেলে দুই কর্মচারীকে বিল দেবেন না বলে জানান তাঁরা।
পরে তারা বিদ্যুৎ লাইন কেটে দিতে চাইলে ধারালো দা দিয়ে দুই কর্মচারীকে দৌড়ানি দেয়। খবর পেয়ে কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির নান্দাইল জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) বিপ্লব কুমার সরকার ও সহকারী কমিশনার (ভূমি) ফয়জুর রহমান ঘটনাস্থলে গিয়ে লাইন কেটে দেন।
নান্দাইল পল্লী বিদ্যুতের ডিপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) বিপ্লব কুমার সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রাহক বাককেম ফকিরের বিরুদ্ধে এর আগেও বিদ্যুতের বকেয়া বিল থাকায় মামলা হয়েছিল। দুই কর্মচারীকে বকেয়া বিলের জন্য পাঠালে সে টাকাও দিবে না, লাইনও কাটতে দিবে না বলে দা দিয়ে দৌড়ানি দিয়েছে। আমার অফিসে এসে ফাহাদ অসৌজন্যমূলক আচরণও করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
বেতন পেয়ে কারখানার এক শ্রমিক আলমগীর বলেন, আগামী রোববারের মধ্যে বেতন দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা বৃহস্পতিবার সন্ধ্যায় বিকাশ অ্যাকাউন্টে বেতন পেয়ে গেছি। আমাদের মালিকপক্ষ কথা দিয়ে কথা রেখেছেন। আমরা সবাই খুশি।
১ মিনিট আগেগাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার হাজতখানার ভেতরে আপসের শর্তে বাদী ও আসামির টাকা লেনদেনের ভিডিও নিয়ে মহানগর পুলিশে তোলপাড় সৃষ্টি হয়েছে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত এক কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া দায়িত্বে অবহেলার কারণে মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ ও বদলি এবং ডিউটি অফিসারকে শোকজ করা হয়েছ
৩৬ মিনিট আগেরাজধানীর হাজারীবাগের ট্যানারিগুলোকে সাভারের হেমায়েতপুরের চামড়া শিল্পনগরে স্থানান্তর করা হয়েছে প্রায় সাত বছর আগে। কিন্তু ট্যানারির দূষণ এখনো রয়ে গেছে হাজারীবাগে। ওই এলাকায় চামড়া প্রক্রিয়াজাত করতে ব্যবহৃত রাসায়নিকের উৎকট গন্ধ আর খালে প্রবাহিত ট্যানারি বর্জ্য জনজীবনকে দুর্বিষহ করে তুলছে।
৩৬ মিনিট আগেপিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের শিয়ালকাঠী গ্রামে লোকালয়ে গড়ে ওঠা একটি খামারের কারণে হুমকিতে পড়েছে জনস্বাস্থ্য। গরু, ছাগল ও মুরগির সমন্বয়ে খামারটি করেছেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক অ্যাডভোকেট শহীদুল হক খান পান্না।
৩৬ মিনিট আগে