ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি
ফুলবাড়িয়ায় স্ত্রীকে হত্যা করে ২৬ বছর পালিয়ে ছিলেন আব্দুল আজিজ (৫০), করেছিলেন বিয়েও। অবশেষে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওই স্বামীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। আব্দুল আজিজ উপজেলার পুটিজানা ইউনিয়নের নামাপাড়া গ্রামের আহাদ আলীর ছেলে।
বুধবার (২৫ মে) বিকেলে টাঙ্গাইল জেলা সদরের বেবিস্ট্যান্ড হরিয়া এলাকা থেকে আজিজকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর গতকাল বৃহস্পতিবার জেলা দায়রা জজ আদালতে তোলা হলে বিচারক হেলাল উদ্দিন তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত পরিদর্শক প্রসুন কান্তি দাস বলেন, ‘যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আব্দুল আজিজকে আদালতে তোলা হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’
ফুলবাড়িয়া থানার উপপরিদর্শক আব্দুর রাজ্জাক বলেন, ‘১৯৯৬ সালের ৮ জুলাই উপজেলার পুটিজানা ইউনিয়নের নামাপাড়া গ্রামে পারিবারিক বিরোধে আব্দুল আজিজ তাঁর স্ত্রীকে হত্যা করেন। এ ঘটনায় তাঁকে আসামি করে ফুলবাড়িয়া থানায় একটি হত্যা মামলা হয়। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন। ওই মামলায় আদালত যাবজ্জীবন সাজা দেন আব্দুল আজিজকে। পরে গত বছরের সেপ্টেম্বর মাসে আদালত আব্দুল আজিজের গ্রেপ্তার ওয়ারেন্ট ইস্যু করেন। ওয়ারেন্ট ইস্যুর পর থেকে তাঁকে গ্রেপ্তার করতে অভিযান চালিয়ে আসছিলাম। সম্প্রতি জানতে পারি, আব্দুল আজিজ টাঙ্গাইল জেলা সদরের বেবিস্ট্যান্ড হরিয়া এলাকায় বসবাস করছেন। এমন সংবাদ পেয়ে বুধবার বিকেলে অভিযান চালিয় তাঁকে গ্রেপ্তার করি।’
আব্দুল আজিজের বরাত দিয়ে তিনি বলেন, ‘তিনি সেখানে ভাঙারির ব্যবসা করতেন। সেখানে নিজের পরিচয় গোপন করে বিয়েও করেছিলেন। সেখানে তাঁর দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।’
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘আব্দুল আজিজ তাঁর স্ত্রীকে হত্যা করে ২৬ বছর পালিয়ে ছিলেন। ওয়ারেন্ট ইস্যুর পর তাঁকে গ্রেপ্তার করে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।’
ফুলবাড়িয়ায় স্ত্রীকে হত্যা করে ২৬ বছর পালিয়ে ছিলেন আব্দুল আজিজ (৫০), করেছিলেন বিয়েও। অবশেষে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওই স্বামীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। আব্দুল আজিজ উপজেলার পুটিজানা ইউনিয়নের নামাপাড়া গ্রামের আহাদ আলীর ছেলে।
বুধবার (২৫ মে) বিকেলে টাঙ্গাইল জেলা সদরের বেবিস্ট্যান্ড হরিয়া এলাকা থেকে আজিজকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর গতকাল বৃহস্পতিবার জেলা দায়রা জজ আদালতে তোলা হলে বিচারক হেলাল উদ্দিন তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত পরিদর্শক প্রসুন কান্তি দাস বলেন, ‘যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আব্দুল আজিজকে আদালতে তোলা হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’
ফুলবাড়িয়া থানার উপপরিদর্শক আব্দুর রাজ্জাক বলেন, ‘১৯৯৬ সালের ৮ জুলাই উপজেলার পুটিজানা ইউনিয়নের নামাপাড়া গ্রামে পারিবারিক বিরোধে আব্দুল আজিজ তাঁর স্ত্রীকে হত্যা করেন। এ ঘটনায় তাঁকে আসামি করে ফুলবাড়িয়া থানায় একটি হত্যা মামলা হয়। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন। ওই মামলায় আদালত যাবজ্জীবন সাজা দেন আব্দুল আজিজকে। পরে গত বছরের সেপ্টেম্বর মাসে আদালত আব্দুল আজিজের গ্রেপ্তার ওয়ারেন্ট ইস্যু করেন। ওয়ারেন্ট ইস্যুর পর থেকে তাঁকে গ্রেপ্তার করতে অভিযান চালিয়ে আসছিলাম। সম্প্রতি জানতে পারি, আব্দুল আজিজ টাঙ্গাইল জেলা সদরের বেবিস্ট্যান্ড হরিয়া এলাকায় বসবাস করছেন। এমন সংবাদ পেয়ে বুধবার বিকেলে অভিযান চালিয় তাঁকে গ্রেপ্তার করি।’
আব্দুল আজিজের বরাত দিয়ে তিনি বলেন, ‘তিনি সেখানে ভাঙারির ব্যবসা করতেন। সেখানে নিজের পরিচয় গোপন করে বিয়েও করেছিলেন। সেখানে তাঁর দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।’
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘আব্দুল আজিজ তাঁর স্ত্রীকে হত্যা করে ২৬ বছর পালিয়ে ছিলেন। ওয়ারেন্ট ইস্যুর পর তাঁকে গ্রেপ্তার করে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।’
খুলনায় অগ্নিকাণ্ডে একটি পাটের বস্তার গোডাউনসহ ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার রাতে নগরীর বড় বাজারের বার্মাশীল এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
২৮ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিহত আবদুল্লাহকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় বেনাপোল পৌর বল ফিল্ড মাঠে গার্ড অব অনার শেষে পাশের বড় আঁচড়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
১ ঘণ্টা আগেপাবনার চাটমোহরে নিখোঁজের ২৪ ঘণ্টা পর গোলজার হোসেন (৫৩) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার বিলচলন ইউনিয়নের খলিশাগাড়ী বিলের কাজীর নালা থেকে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগেঘন কুয়াশার কারণে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামায় বিঘ্ন ঘটছে। আজ শুক্রবার ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়ে রানওয়ে।
১ ঘণ্টা আগে