ফয়েজ আহম্মদ, মদন (নেত্রকোনা)
কর্নেটটা খোকন মিয়ার। নেত্রকোনার হাওরাঞ্চলের যেকোনো গানের আসরে গেলেই দেখতে পাবেন খোকন মিয়াকে। এই বাঁশিটাই তাঁর একমাত্র সম্বল। সম্পদও বলতে পারেন। এই বাঁশি বাজিয়ে দীর্ঘ ৪০ বছর জীবিকা নির্বাহ করে আসছেন তিনি।
স্থানীয় যাত্রা, নাটক, ঝুমুর যাত্রাপালা থেকে শুরু করে বাউল গান, গাজীর গীত, কিস্সা গান, বিয়ের অনুষ্ঠানসহ হরেকরকম অনুষ্ঠানে ডাক পড়ে এই বাঁশিওয়ালার। প্রায় ৩০ বছর কাজ করেছেন দেশবরেণ্য লোকসংগীতশিল্পী কুদ্দুস বয়াতির সঙ্গে। বাঁশি বাজাতে খোকন মিয়া দেশের বিভিন্ন অঞ্চলে যান।
ভালোই কাটছিল দিন। এরপর এল করোনা ভাইরাস। সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ। খোকন মিয়া কাটান অলস সময়। এখন আবার একটু একটু করে অনুষ্ঠান শুরু হয়েছে। হাসি ফুটেছে খোকন মিয়ার ঠোঁটে।
মুক্তিযুদ্ধের এক বছর আগে জন্ম হয় খোকন মিয়ার। নেত্রকোনার মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নের রাজতলা হলো তাঁর জন্মগ্রাম। পিতা ছমেদ আলী ছিলেন নামকরা কর্নেট বাঁশিওয়ালা। বাবা আর মা কমলা আক্তারকে লুকিয়ে বাবার বাঁশিটা বাজাতেন ছোট্ট খোকন। বাবা একেবারেই চাইতেন না যে ছেলেও তাঁর মতো বাঁশি বাজাক। কিন্তু কর্নেটের নেশা পেয়ে গিয়েছিল খোকন মিয়ার। মোহনগঞ্জ উপজেলার এক বাঁশিওয়ালার কাছে গিয়ে কিছুদিন তালিম নিয়ে বাঁশি বাজানো ভালোভাবে রপ্ত করে নেন। ১১-১২ বছর বয়সেই কর্নেট বাজানো শিখে ফেলেন। পরে এলাকার ছোটখাটো অনুষ্ঠানে বাঁশি বাজিয়ে প্রশংসা পেতে শুরু করেন। প্রথম দিকে বাঁশি বাজানোর সময় যে যত টাকা দিত, তাই নিতেন। ধীরে ধীরে সেটাই হয়ে উঠল খোকনের পেশা। এখন কোনো অনুষ্ঠানে বাঁশি বাজালে ১ থেকে ২ হাজার টাকার মতো পান। এই টাকা দিয়েই কোনো রকমে চলছে তাঁর সংসার।
হ্যাঁ, জীবন চলছে কায়ক্লেশে। ভাগ্যের চাকা ঘোরেনি। স্ত্রী, চার ছেলে, দুই মেয়েসহ আট সদস্যের বড় পরিবারের ভরণপোষণ করছেন বাঁশি বাজিয়েই। ৫১ বছর বয়সী কর্নেট বাঁশিওয়ালা খোকন মিয়ার সঙ্গে আলাপচারিতায় উঠে আসে তাঁর অতীত এবং বর্তমান জীবনের নানা কাহিনি।
খোকন মিয়া কথায় কথায় বলেন, ‘বাঁশি বাজানো ছাড়া অন্য কোনো কাজই আমি করতে পারি না। তাই কষ্ট করে চললেও বাঁশি বাজিয়ে চলেছি। বাঁশি বাজিয়ে কোনো আয় উন্নতি করতে পারিনি। কোনো রকম সংসার চালিয়ে যাচ্ছি। সরকার যদি আমাকে একটু সহযোগিতা করত!’
দেশবরেণ্য লোকসংগীতশিল্পী কুদ্দুস বয়াতিকে খোকনের কথা বললে তিনি বলেন, ‘বাঁশিওয়ালা খোকন আমার দীর্ঘদিনের সহকারী। আমি অসুস্থ হওয়ার পর থেকে সে অন্যদের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে বাঁশি বাজায়। পাশাপাশি আমার সঙ্গেও কাজ করে। নেত্রকোনা অঞ্চলের কর্নেট বাঁশিওয়ালাদের মধ্যে একমাত্র খোকন মিয়াই এখনো টিকে আছে। তাকে ধরে রাখা আমাদের সবারই উচিত।’
মদন উপজেলা শিল্পকলার সাধারণ সম্পাদক এম এ সোহাগ জানান, খুব দক্ষ একজন বাঁশিওয়ালা খোকন মিয়া। খোকন মিয়ার মতো অসংখ্য লোকশিল্পীর এখন চরম দুর্দিন। অসহায় এসব লোকশিল্পীর জীবনমানের উন্নয়নে সরকারিভাবে বিশেষ পদক্ষেপ গ্রহণ করা দরকার।
এই বাঁশিই কষ্টেশিষ্টে বাঁচিয়ে রেখেছে খোকন মিয়াকে। খোকনের সংসার কি বাঁশির সুরে সুরে সত্যিই বেঁচে থাকবে? উত্তর মেলে না।
কর্নেটটা খোকন মিয়ার। নেত্রকোনার হাওরাঞ্চলের যেকোনো গানের আসরে গেলেই দেখতে পাবেন খোকন মিয়াকে। এই বাঁশিটাই তাঁর একমাত্র সম্বল। সম্পদও বলতে পারেন। এই বাঁশি বাজিয়ে দীর্ঘ ৪০ বছর জীবিকা নির্বাহ করে আসছেন তিনি।
স্থানীয় যাত্রা, নাটক, ঝুমুর যাত্রাপালা থেকে শুরু করে বাউল গান, গাজীর গীত, কিস্সা গান, বিয়ের অনুষ্ঠানসহ হরেকরকম অনুষ্ঠানে ডাক পড়ে এই বাঁশিওয়ালার। প্রায় ৩০ বছর কাজ করেছেন দেশবরেণ্য লোকসংগীতশিল্পী কুদ্দুস বয়াতির সঙ্গে। বাঁশি বাজাতে খোকন মিয়া দেশের বিভিন্ন অঞ্চলে যান।
ভালোই কাটছিল দিন। এরপর এল করোনা ভাইরাস। সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ। খোকন মিয়া কাটান অলস সময়। এখন আবার একটু একটু করে অনুষ্ঠান শুরু হয়েছে। হাসি ফুটেছে খোকন মিয়ার ঠোঁটে।
মুক্তিযুদ্ধের এক বছর আগে জন্ম হয় খোকন মিয়ার। নেত্রকোনার মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নের রাজতলা হলো তাঁর জন্মগ্রাম। পিতা ছমেদ আলী ছিলেন নামকরা কর্নেট বাঁশিওয়ালা। বাবা আর মা কমলা আক্তারকে লুকিয়ে বাবার বাঁশিটা বাজাতেন ছোট্ট খোকন। বাবা একেবারেই চাইতেন না যে ছেলেও তাঁর মতো বাঁশি বাজাক। কিন্তু কর্নেটের নেশা পেয়ে গিয়েছিল খোকন মিয়ার। মোহনগঞ্জ উপজেলার এক বাঁশিওয়ালার কাছে গিয়ে কিছুদিন তালিম নিয়ে বাঁশি বাজানো ভালোভাবে রপ্ত করে নেন। ১১-১২ বছর বয়সেই কর্নেট বাজানো শিখে ফেলেন। পরে এলাকার ছোটখাটো অনুষ্ঠানে বাঁশি বাজিয়ে প্রশংসা পেতে শুরু করেন। প্রথম দিকে বাঁশি বাজানোর সময় যে যত টাকা দিত, তাই নিতেন। ধীরে ধীরে সেটাই হয়ে উঠল খোকনের পেশা। এখন কোনো অনুষ্ঠানে বাঁশি বাজালে ১ থেকে ২ হাজার টাকার মতো পান। এই টাকা দিয়েই কোনো রকমে চলছে তাঁর সংসার।
হ্যাঁ, জীবন চলছে কায়ক্লেশে। ভাগ্যের চাকা ঘোরেনি। স্ত্রী, চার ছেলে, দুই মেয়েসহ আট সদস্যের বড় পরিবারের ভরণপোষণ করছেন বাঁশি বাজিয়েই। ৫১ বছর বয়সী কর্নেট বাঁশিওয়ালা খোকন মিয়ার সঙ্গে আলাপচারিতায় উঠে আসে তাঁর অতীত এবং বর্তমান জীবনের নানা কাহিনি।
খোকন মিয়া কথায় কথায় বলেন, ‘বাঁশি বাজানো ছাড়া অন্য কোনো কাজই আমি করতে পারি না। তাই কষ্ট করে চললেও বাঁশি বাজিয়ে চলেছি। বাঁশি বাজিয়ে কোনো আয় উন্নতি করতে পারিনি। কোনো রকম সংসার চালিয়ে যাচ্ছি। সরকার যদি আমাকে একটু সহযোগিতা করত!’
দেশবরেণ্য লোকসংগীতশিল্পী কুদ্দুস বয়াতিকে খোকনের কথা বললে তিনি বলেন, ‘বাঁশিওয়ালা খোকন আমার দীর্ঘদিনের সহকারী। আমি অসুস্থ হওয়ার পর থেকে সে অন্যদের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে বাঁশি বাজায়। পাশাপাশি আমার সঙ্গেও কাজ করে। নেত্রকোনা অঞ্চলের কর্নেট বাঁশিওয়ালাদের মধ্যে একমাত্র খোকন মিয়াই এখনো টিকে আছে। তাকে ধরে রাখা আমাদের সবারই উচিত।’
মদন উপজেলা শিল্পকলার সাধারণ সম্পাদক এম এ সোহাগ জানান, খুব দক্ষ একজন বাঁশিওয়ালা খোকন মিয়া। খোকন মিয়ার মতো অসংখ্য লোকশিল্পীর এখন চরম দুর্দিন। অসহায় এসব লোকশিল্পীর জীবনমানের উন্নয়নে সরকারিভাবে বিশেষ পদক্ষেপ গ্রহণ করা দরকার।
এই বাঁশিই কষ্টেশিষ্টে বাঁচিয়ে রেখেছে খোকন মিয়াকে। খোকনের সংসার কি বাঁশির সুরে সুরে সত্যিই বেঁচে থাকবে? উত্তর মেলে না।
চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই পক্ষে মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন। রোববার (১৭ নভেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুজনকে আটক করে
৩ ঘণ্টা আগেউত্তরবঙ্গে উপদেষ্টা নিয়োগের দাবিতে দফায় দফায় রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সমাবেশের পর এবার রাজধানী ঢাকা থেকে উত্তরবঙ্গকে বিচ্ছিন্ন করার হুঁশিয়ারি দিয়েছেন রংপুরের ছাত্র-জনতা। আগামী তিন দিনের মধ্যে উপদেষ্টা নিয়োগ দেওয়া না হলে এ কর্মসূচি পালন করবেন তাঁরা
৩ ঘণ্টা আগেপাবনা শহরে রাতের আঁধারে তুষার হোসেন (১৫) নামের এক কিশোরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার রাত ৯টার দিকে শহরের খেয়াঘাট রোডে বর্ণমালা কিন্ডারগার্টেনের সামনে এই ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
৪ ঘণ্টা আগেটঙ্গীর তুরাগ তীরে আগামী বছর বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আয়োজন করবেন তাবলিগ জামাতের মাওলানা জুবায়েরপন্থীরা। দ্বিতীয় পর্বের আয়োজন করবেন মাওলানা সাদ কান্ধলভির অনুসারীরা। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ-সংক্রান্ত কার্যবিবরণী প্রকাশ করা হয়েছে।
৪ ঘণ্টা আগে