ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ সদর উপজেলার পরাণগঞ্জ গ্রামের কৃষক কামাল হোসেন। ব্রহ্মপুত্র নদের চরাঞ্চলে বরাবরই সবজি চাষ করে সফল হয়েছেন। এবার চার একর জমিতে টমেটো, আলু, বেগুন, কপি, কাঁচা মরিচ, লালশাকসহ বেশ কয়েক প্রকার শাকসবজি চাষ করেছেন। কৃষি কর্মকর্তাদের পরামর্শে শীতে অপরিপক্ব সবজি যেন ক্ষতিগ্রস্ত না হয় সে জন্য সব ধরনের ব্যবস্থা নিলেও দুশ্চিন্তা কাটছে না তাঁর। কামাল হোসেনের মতো প্রচণ্ড শীতে শাকসবজি নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন চরাঞ্চলের শত শত কৃষক।
কামাল হোসেন বলেন, এমন সময় অন্যান্য বছর টমেটো, কপি, আলু এবং কাঁচা মরিচ পরিপক্ব হলেও এ বছর অনেকটা অপরিপক্ব। তিন একর জমিতে এসব আবাদ করতে মোটা অঙ্কের টাকা খরচ হয়েছে। কিন্তু এখন চিন্তা হচ্ছে। সকাল, দুপুর এবং রাতে সমানভাবে ঠান্ডা পড়ছে, খেতে এসে যে একটু কাজ করব তারও অবস্থা নেই। এ রকম পরিস্থিতি থাকলে ফসল থেকে প্রত্যাশামতো টাকা ওঠানো যাবে না।
একই এলাকার আরেক কৃষক সোহেল রানা বলেন, নিম্ন তাপমাত্রা ও কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে আলু, টমেটো, কপি এবং কাঁচা মরিচের গাছ বিভিন্ন রোগে আক্রান্ত হয়। তাই কৃষি কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে এসব ফসল রক্ষায় বাড়তি যত্ন ও ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিচ্ছেন। ফসল টিকিয়ে রাখতে তাঁদের পরামর্শ অনুযায়ী কাজ করছি। কারণ এই ফসল করেই সারা বছর পরিবার ও ছেলে-মেয়েদের পড়াশোনার খরচ মেটাতে হয়। এত নিম্ন তাপমাত্রার কারণে মাঠে কাজ করাও কঠিন হয়ে পড়ছে। বাড়িতে বসে থাকলেও চলবে না। তাই একটু কুয়াশা কমলেই ফসল তদারকিতে খেতে আসি।
আবুল হোসেন মেম্বার বলেন, ‘মাঝেমধ্যে পরামর্শ দিতে কৃষি কর্মকতার্রা মাঠে এলেও কোনো ধরনের প্রণোদনা পাচ্ছি না। কুয়াশার কারণে ধানের বীজতলার সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে। এ বছর বোরো আবাদ করাটাও কঠিন হয়ে পড়বে। এ ছাড়া আমি কয়েক শতাংশ জমিতে লাউ ও লালশাক আবাদ করেছি। শীতে ফলন বাড়ছে না। কদিন পরে শাকের বাজারও পাওয়া যাবে না। খুব একটা ঝামেলার মধ্যে রয়েছি।’
ময়মনসিংহ সদর উপজেলা কৃষি অফিসার জুবায়রা বেগম সাথী বলেন, সদর উপজেলার চরাঞ্চলে ৫ হাজার ৯৫০ হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে। এর মধ্যে টমেটো ১১৫০ হেক্টর, ফুলকপি ৮০০ হেক্টর, বাঁধাকপি ৭৫০ হেক্টর, করলা ৪০০ হেক্টর, বেগুন ৫৫০ হেক্টর, লাউ ৪৬০ হেক্টর, মিষ্টিকুমড়া ৩২০ হেক্টর এবং শিম ২৬০ হেক্টর জমিতে। এ ছাড়া বীজতলা রয়েছে ১ হাজার ৩০০ হেক্টর। তীব্র শীতের কারণে সবজির খুব একটা ক্ষয়ক্ষতি না হলেও বীজতলার কিছুটা সমস্যা হচ্ছে। সে ক্ষেত্রে আমরা কৃষকদের নানা পরামর্শ দিয়ে যাচ্ছি। আশা করি পরিস্থিতি স্বাভাবিক হলে ক্ষতি তেমন হবে না।
ময়মনসিংহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নাছরিন আক্তার বানু বলেন, সপ্তাহব্যাপী শৈত্যপ্রবাহের কারণে ধানের বীজতলায় থাকা চারা কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারে। চারা হলুদ বা ফ্যাকাশে বর্ণ ধারণের আশঙ্কা রয়েছে। তাই কৃষকদের বীজতলা রক্ষায় প্রতি শতাংশ জমিতে ২৮০ গ্রাম ইউরিয়া ও ৪০০ গ্রাম জিপসাম দিতে হবে। সম্ভব হলে রাতের বেলা পানি দিয়ে বীজতলা ঢেকে রাখতে হবে।
তিনি বলেন, যেসব বীজতলার চারার বয়স বেশি হয়ে গেছে সেগুলোর ক্ষতি হবে না। তবে, যেগুলোতে নতুন বপন করা হচ্ছে সেগুলোতে ক্ষতি হওয়ার শঙ্কা থাকে। এ ছাড়া জেলায় অন্যান্য সবজি খুব একটা ক্ষতিগ্রস্ত হচ্ছে না। তবে ফলন কিছুটা কমছে। দিনের পরিস্থিতি স্বাভাবিক হলে কৃষক তা পুষিয়ে উঠতে পারবে।
ময়মনসিংহ সদর উপজেলার পরাণগঞ্জ গ্রামের কৃষক কামাল হোসেন। ব্রহ্মপুত্র নদের চরাঞ্চলে বরাবরই সবজি চাষ করে সফল হয়েছেন। এবার চার একর জমিতে টমেটো, আলু, বেগুন, কপি, কাঁচা মরিচ, লালশাকসহ বেশ কয়েক প্রকার শাকসবজি চাষ করেছেন। কৃষি কর্মকর্তাদের পরামর্শে শীতে অপরিপক্ব সবজি যেন ক্ষতিগ্রস্ত না হয় সে জন্য সব ধরনের ব্যবস্থা নিলেও দুশ্চিন্তা কাটছে না তাঁর। কামাল হোসেনের মতো প্রচণ্ড শীতে শাকসবজি নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন চরাঞ্চলের শত শত কৃষক।
কামাল হোসেন বলেন, এমন সময় অন্যান্য বছর টমেটো, কপি, আলু এবং কাঁচা মরিচ পরিপক্ব হলেও এ বছর অনেকটা অপরিপক্ব। তিন একর জমিতে এসব আবাদ করতে মোটা অঙ্কের টাকা খরচ হয়েছে। কিন্তু এখন চিন্তা হচ্ছে। সকাল, দুপুর এবং রাতে সমানভাবে ঠান্ডা পড়ছে, খেতে এসে যে একটু কাজ করব তারও অবস্থা নেই। এ রকম পরিস্থিতি থাকলে ফসল থেকে প্রত্যাশামতো টাকা ওঠানো যাবে না।
একই এলাকার আরেক কৃষক সোহেল রানা বলেন, নিম্ন তাপমাত্রা ও কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে আলু, টমেটো, কপি এবং কাঁচা মরিচের গাছ বিভিন্ন রোগে আক্রান্ত হয়। তাই কৃষি কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে এসব ফসল রক্ষায় বাড়তি যত্ন ও ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিচ্ছেন। ফসল টিকিয়ে রাখতে তাঁদের পরামর্শ অনুযায়ী কাজ করছি। কারণ এই ফসল করেই সারা বছর পরিবার ও ছেলে-মেয়েদের পড়াশোনার খরচ মেটাতে হয়। এত নিম্ন তাপমাত্রার কারণে মাঠে কাজ করাও কঠিন হয়ে পড়ছে। বাড়িতে বসে থাকলেও চলবে না। তাই একটু কুয়াশা কমলেই ফসল তদারকিতে খেতে আসি।
আবুল হোসেন মেম্বার বলেন, ‘মাঝেমধ্যে পরামর্শ দিতে কৃষি কর্মকতার্রা মাঠে এলেও কোনো ধরনের প্রণোদনা পাচ্ছি না। কুয়াশার কারণে ধানের বীজতলার সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে। এ বছর বোরো আবাদ করাটাও কঠিন হয়ে পড়বে। এ ছাড়া আমি কয়েক শতাংশ জমিতে লাউ ও লালশাক আবাদ করেছি। শীতে ফলন বাড়ছে না। কদিন পরে শাকের বাজারও পাওয়া যাবে না। খুব একটা ঝামেলার মধ্যে রয়েছি।’
ময়মনসিংহ সদর উপজেলা কৃষি অফিসার জুবায়রা বেগম সাথী বলেন, সদর উপজেলার চরাঞ্চলে ৫ হাজার ৯৫০ হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে। এর মধ্যে টমেটো ১১৫০ হেক্টর, ফুলকপি ৮০০ হেক্টর, বাঁধাকপি ৭৫০ হেক্টর, করলা ৪০০ হেক্টর, বেগুন ৫৫০ হেক্টর, লাউ ৪৬০ হেক্টর, মিষ্টিকুমড়া ৩২০ হেক্টর এবং শিম ২৬০ হেক্টর জমিতে। এ ছাড়া বীজতলা রয়েছে ১ হাজার ৩০০ হেক্টর। তীব্র শীতের কারণে সবজির খুব একটা ক্ষয়ক্ষতি না হলেও বীজতলার কিছুটা সমস্যা হচ্ছে। সে ক্ষেত্রে আমরা কৃষকদের নানা পরামর্শ দিয়ে যাচ্ছি। আশা করি পরিস্থিতি স্বাভাবিক হলে ক্ষতি তেমন হবে না।
ময়মনসিংহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নাছরিন আক্তার বানু বলেন, সপ্তাহব্যাপী শৈত্যপ্রবাহের কারণে ধানের বীজতলায় থাকা চারা কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারে। চারা হলুদ বা ফ্যাকাশে বর্ণ ধারণের আশঙ্কা রয়েছে। তাই কৃষকদের বীজতলা রক্ষায় প্রতি শতাংশ জমিতে ২৮০ গ্রাম ইউরিয়া ও ৪০০ গ্রাম জিপসাম দিতে হবে। সম্ভব হলে রাতের বেলা পানি দিয়ে বীজতলা ঢেকে রাখতে হবে।
তিনি বলেন, যেসব বীজতলার চারার বয়স বেশি হয়ে গেছে সেগুলোর ক্ষতি হবে না। তবে, যেগুলোতে নতুন বপন করা হচ্ছে সেগুলোতে ক্ষতি হওয়ার শঙ্কা থাকে। এ ছাড়া জেলায় অন্যান্য সবজি খুব একটা ক্ষতিগ্রস্ত হচ্ছে না। তবে ফলন কিছুটা কমছে। দিনের পরিস্থিতি স্বাভাবিক হলে কৃষক তা পুষিয়ে উঠতে পারবে।
বিশ্বের একমাত্র স্বীকৃত উড়ন্ত চক্ষু হাসপাতাল চট্টগ্রামে অবতরণ করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে একটি বিমানে স্থাপিত উড়ন্ত হাসপাতালটি চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিশেষায়িত হাসপাতালটি চক্ষুরোগসংক্রান্ত প্রশিক্ষণ দিতে ১৮ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত চট্টগ্রামে অবস্থান করবে...
৬ মিনিট আগে২০২৩ সালের ২২ আগস্ট সিমেন্টবোঝাই একটি ট্রাক কাটাগাঙ্গের এ লোহার সেতু ভেঙে নদীতে ডুবে যায়। ওই ঘটনায় ট্রাকচালক ওমর ফারুক ও চালকের সহকারী জাকির হোসেন কলিন্স নিহত হয়েছিলেন। এরপর সপ্তাহখানেক সরাসরি যানচলাচল বন্ধ থাকার পর ক্ষতিগ্রস্ত সেতুটি আবারও জোড়াতালি দিয়ে সংস্কার করা হয়...
১০ মিনিট আগেফেনীর পরশুরামে কলেজছাত্র এমরান হোসেন রিফাত হত্যার ঘটনায় মামলা হয়েছে। এতে ছয়জনের নাম উল্লেখ করা হয়। তাঁদের মধ্যে দুজনকে গ্রেপ্তার করে আজ শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
৩৭ মিনিট আগেসিলেটে ২৮০ বস্তা ভারতীয় চিনিসহ আকবর মিয়া (৪২) নামের এক ট্রাকচালককে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে সিলেটের সীমান্তবর্তী এলাকায় চেকপোস্ট বসিয়ে তাঁকে আটক করা হয়।
৪০ মিনিট আগে