ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার রাজীবপুর ইউনিয়নের উজানচর নওপাড়া এলাকায় ঈদের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।
নিহত মো. শাহজাহান (২০) ওই এলাকার মো. নুরুল ইসলামের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজীবপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আলী ফকির।
পুলিশ সূত্রে জানা যায়, শাহজাহান গার্মেন্টসকর্মী ছিলেন। ঈদের ছুটিতে বাড়ি আসেন তিনি। এরপর গতকাল বুধবার আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল্লাহ আল ফয়সালের পোস্টার লাগাতে যান শাহজাহান। এতে বাধা দেন প্রতিবেশী আব্দুর রশিদের ছেলে মো. মানিক মিয়া, মো. শামীম মিয়া ও হানিফ মিয়া। এরপর তাঁদের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হলে সেটি হাতাহাতিতে গড়ায়। এরপর মানিক মিয়াসহ তাঁর অন্য ভাইয়েরা শাহজাহানকে দেখে নেওয়ার কথা বলে বাড়ি চলে যান।
আজ বৃহস্পতিবার সকালে ঈদের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে আব্দুর রশিদের ছেলে মো. মানিক মিয়া, মো. শামীম মিয়া, হানিফ মিয়াসহ তাঁদের ছেলেরা মিলে শাহজাহানকে ছুরিকাঘাত করেন। নিহতের পরিবারের লোকজন ও স্থানীয়রা শাহজাহানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে এ ঘটনার পরপরই হত্যাকাণ্ডে অভিযুক্ত মানিক মিয়ার ছেলে সিয়ামকে আটক করে পুলিশ।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত একজনকে আটক করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে। এ ছাড়া অন্য আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার রাজীবপুর ইউনিয়নের উজানচর নওপাড়া এলাকায় ঈদের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।
নিহত মো. শাহজাহান (২০) ওই এলাকার মো. নুরুল ইসলামের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজীবপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আলী ফকির।
পুলিশ সূত্রে জানা যায়, শাহজাহান গার্মেন্টসকর্মী ছিলেন। ঈদের ছুটিতে বাড়ি আসেন তিনি। এরপর গতকাল বুধবার আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল্লাহ আল ফয়সালের পোস্টার লাগাতে যান শাহজাহান। এতে বাধা দেন প্রতিবেশী আব্দুর রশিদের ছেলে মো. মানিক মিয়া, মো. শামীম মিয়া ও হানিফ মিয়া। এরপর তাঁদের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হলে সেটি হাতাহাতিতে গড়ায়। এরপর মানিক মিয়াসহ তাঁর অন্য ভাইয়েরা শাহজাহানকে দেখে নেওয়ার কথা বলে বাড়ি চলে যান।
আজ বৃহস্পতিবার সকালে ঈদের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে আব্দুর রশিদের ছেলে মো. মানিক মিয়া, মো. শামীম মিয়া, হানিফ মিয়াসহ তাঁদের ছেলেরা মিলে শাহজাহানকে ছুরিকাঘাত করেন। নিহতের পরিবারের লোকজন ও স্থানীয়রা শাহজাহানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে এ ঘটনার পরপরই হত্যাকাণ্ডে অভিযুক্ত মানিক মিয়ার ছেলে সিয়ামকে আটক করে পুলিশ।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত একজনকে আটক করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে। এ ছাড়া অন্য আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ঘেরের পর এবার আবাসন ব্যবসায়ের আগ্রাসনে উজাড় হচ্ছে যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের হরিণার বিলের তিন ফসলি জমি। প্রাকৃতিক এই জলাধার ভরাট করে প্লট আকারে জমি বিক্রি করছে আবাসন ব্যবসায়ীরা। আইন ভেঙে অবাধে চলছে জমির শ্রেণি পরিবর্তন। এতে বাধাগ্রস্ত হচ্ছে পানি নিষ্কাশন। বছরজুড়ে জলাবদ্ধ থাকায় ব্যাহত হচ্ছে ফসল
৪ মিনিট আগেবন্যার ধকল কাটিয়ে উঠতে না উঠতেই নতুন দুশ্চিন্তায় পড়েছেন চাঁপাইনবাবগঞ্জের বেশ কিছু এলাকার কৃষকেরা। চলতি মৌসুমে শীতকালীন সবজি, ভুট্টা ও বোরো আবাদের ক্ষেত্রে ডাই অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সারের সংকটে রয়েছেন তাঁরা। সার যা মেলে, তা-ও সরকারনির্ধারিত দরের চেয়ে বস্তায় ৩০০ থেকে ৩৫০ টাকা বেশি রাখছেন ডিলাররা।
১০ মিনিট আগেসাবেক খাদ্যমন্ত্রী ও ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলামকে রাজধানীর নিউমার্কেট থানায় দায়ের করা ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় ৮ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান এই রিমান্ড মঞ্জুর করেন।
১৪ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ সাজ্জাদ হোসেনের বাবা আলমগীর হোসেনের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে নীলফামারীর সৈয়দপুর পৌরসভা। গতকাল সোমবার পৌরসভার ওয়াক্তিয়া মসজিদের ইমাম হিসেবে নিয়োগ দেওয়া হয় তাঁকে। মাগরিবের নামাজ আদায়ের মাধ্যমে কাজ শুরু করেন। এ সময় পৌরসভার প্রশাসক, কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও বৈষ
৩০ মিনিট আগে