সাইফুল আরিফ জুয়েল, নেত্রকোনা
নেত্রকোনার বারহাট্টায় নাশকতার চেষ্টার অভিযোগে মো. হাবিবুর রহমান (৪১) নামে এক প্রবাসীর নামে মামলা দিয়েছে পুলিশ।
এ নিয়ে এলাকায় নানা আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।
গত ৩০ নভেম্বর বারহাট্টা উপজেলার কদম দেউলি এলাকায় বিস্ফোরকদ্রব্য, ককটেল ও মশাল নিয়ে পুলিশ বক্সে হামলা ও রেললাইনে ক্ষতি সাধনের চেষ্টার অভিযোগে বিএনপির ৯৪ নেতা-কর্মীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করে পুলিশ।
তাঁদের মধ্যে বারহাট্টা উপজেলা বিএনপির সদস্যসচিব আশিক আহমেদ কমলকে প্রধান আসামি ও কেন্দ্রীয় বিএনপি নেতা এ টি এম আব্দুল বারী ড্যানীসহ ৬৪ জন নেতা-কর্মীর নাম উল্লেখ ও আরও ৩০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।
এ মামলায় ৩৫ নম্বর আসামি করা হয়েছে মো. হাবিবুর রহমানকে। হাবিবুর রহমান বারহাট্টা উপজেলার বাউসী ইউনিয়নের রামভদ্রপুর গ্রামের মৃত দুখু মিয়ার ছেলে।
পরিবারের লোকজন জানিয়েছে, হাবিবুর ১৭ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে থাকেন। হাবিবুর শেষবার ২০২০ সালে দেশে এসেছিলেন। ছয় মাস দেশে ছুটি কাটিয়ে ফের দুবাই চলে যান। এরপর আর দেশে আসেননি। হাবিবুর কোনো রাজনীতির সঙ্গে জড়িত নয়।
হাবিবুরদের ছয় ভাইয়ের মধ্যে পাঁচজনই প্রবাসী। ভাইদের মধ্যে সবার বড় হাবিবুর। তাঁর এক ছেলে ও এক মেয়েসন্তান রয়েছে।
বিদেশে থাকা হাবিবুরের নামে নাশকতা মামলা হওয়ার ঘটনায় এলাকায় নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা বলছেন, ‘এটি একটি গায়েবি মামলা। বিদেশ থেকে ভিসা-পাসপোর্ট ছাড়া দেশে এসে নাশকতা করে আবার চলে গেলেন কেমনে?’
এ বিষয়ে হাবিবুর রহমানের স্ত্রী জোৎস্না আক্তার বলেন, ‘আমার স্বামী হাবিবুর রহমান ১৭ বছর ধরে দুবাই থাকেন। প্রায় আড়াই বছর আগে শেষবার দেশ থেকে ছুটি কাটিয়ে দুবাই গিয়েছে। বিদেশে থেকে বারহাট্টায় এসে ককটেল ও বিস্ফোরকদ্রব্য নিয়ে নাশকতা করতে গেল কীভাবে? সে তো কোনো রাজনীতিও করে না। তাহলে বিএনপি নেতাদের সঙ্গে তার মামলায় আসল কীভাবে বুঝলাম না। এটি একটি মিথ্যা মামলা।’
বিদেশে থাকা হাবিবুরের নামে নাশকতার মামলা হওয়ার খবর শুনে হতবাক হন তাঁর মা মহিলা খাতুন। তিনি বলেন, ‘আমার ছেলে দেশেই থাকে না, তাহলে বারহাট্টায় নাশকতা করবে কীভাবে। ১৭ বছর ধরে বিদেশে থাকে। দেশে থাকাকালেও কোনো দেলের রাজনীতি করেনি।’ এমন মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি।
হাবিবুরের চাচাতো ভাই মো. আব্দুর রাজ্জাক বলেন, ‘হাবিবুরদের পরিবারের কেউ রাজনীতির সঙ্গে যুক্ত নয়। তারা ছয় ভাইয়ের পাঁচজনই প্রবাসী। এটি একটি মিথ্যা মনগড়া মামলা।’
বাউসী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ২ নম্বর ওয়ার্ডের মেম্বার আইনুল হক বলেন, ‘হাবিবুর রহমান দুবাই থাকে দীর্ঘ বছর ধরে। কখনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিল না। তার একজন প্রয়াত মামা বিএনপির নেতা ছিলেন। হাবিবুর শেষবার প্রায় আড়াই বছর আগে দেশ থেকে গিয়েছে। দুবাই থাকা অবস্থায় দেশে নাশকতা করা সম্ভব না। মামলা রেকর্ড করার আগে বিষয়টি তদন্ত করা দরকার ছিল।’
এ বিষয়ে জানতে চাইলে মামলার বাদী বারহাট্টা থানার উপপরিদর্শক (এসআই) মো. সোহেল খান মোবাইল ফোনে বলেন, ‘ঘটনাটি শতভাগ সত্য। তবে আসামির বিষয়টি তদন্ত করে পরে বাদ দেওয়া হবে।’
এ বিষয়ে জেলা বিএনপির সদস্যসচিব ডা. রফিকুল ইসলাম হিলালী বলেন, ‘বিদেশে থাকা ব্যক্তিকে আসামি করা পুলিশের কাছে এটা তো তেমন কিছু না। এর আগে মৃত মানুষের বিরুদ্ধেও মামলা দিয়েছে। মামলা যখন গায়েবি তখন সবকিছুই সম্ভব।’
নেত্রকোনার বারহাট্টায় নাশকতার চেষ্টার অভিযোগে মো. হাবিবুর রহমান (৪১) নামে এক প্রবাসীর নামে মামলা দিয়েছে পুলিশ।
এ নিয়ে এলাকায় নানা আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।
গত ৩০ নভেম্বর বারহাট্টা উপজেলার কদম দেউলি এলাকায় বিস্ফোরকদ্রব্য, ককটেল ও মশাল নিয়ে পুলিশ বক্সে হামলা ও রেললাইনে ক্ষতি সাধনের চেষ্টার অভিযোগে বিএনপির ৯৪ নেতা-কর্মীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করে পুলিশ।
তাঁদের মধ্যে বারহাট্টা উপজেলা বিএনপির সদস্যসচিব আশিক আহমেদ কমলকে প্রধান আসামি ও কেন্দ্রীয় বিএনপি নেতা এ টি এম আব্দুল বারী ড্যানীসহ ৬৪ জন নেতা-কর্মীর নাম উল্লেখ ও আরও ৩০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।
এ মামলায় ৩৫ নম্বর আসামি করা হয়েছে মো. হাবিবুর রহমানকে। হাবিবুর রহমান বারহাট্টা উপজেলার বাউসী ইউনিয়নের রামভদ্রপুর গ্রামের মৃত দুখু মিয়ার ছেলে।
পরিবারের লোকজন জানিয়েছে, হাবিবুর ১৭ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে থাকেন। হাবিবুর শেষবার ২০২০ সালে দেশে এসেছিলেন। ছয় মাস দেশে ছুটি কাটিয়ে ফের দুবাই চলে যান। এরপর আর দেশে আসেননি। হাবিবুর কোনো রাজনীতির সঙ্গে জড়িত নয়।
হাবিবুরদের ছয় ভাইয়ের মধ্যে পাঁচজনই প্রবাসী। ভাইদের মধ্যে সবার বড় হাবিবুর। তাঁর এক ছেলে ও এক মেয়েসন্তান রয়েছে।
বিদেশে থাকা হাবিবুরের নামে নাশকতা মামলা হওয়ার ঘটনায় এলাকায় নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা বলছেন, ‘এটি একটি গায়েবি মামলা। বিদেশ থেকে ভিসা-পাসপোর্ট ছাড়া দেশে এসে নাশকতা করে আবার চলে গেলেন কেমনে?’
এ বিষয়ে হাবিবুর রহমানের স্ত্রী জোৎস্না আক্তার বলেন, ‘আমার স্বামী হাবিবুর রহমান ১৭ বছর ধরে দুবাই থাকেন। প্রায় আড়াই বছর আগে শেষবার দেশ থেকে ছুটি কাটিয়ে দুবাই গিয়েছে। বিদেশে থেকে বারহাট্টায় এসে ককটেল ও বিস্ফোরকদ্রব্য নিয়ে নাশকতা করতে গেল কীভাবে? সে তো কোনো রাজনীতিও করে না। তাহলে বিএনপি নেতাদের সঙ্গে তার মামলায় আসল কীভাবে বুঝলাম না। এটি একটি মিথ্যা মামলা।’
বিদেশে থাকা হাবিবুরের নামে নাশকতার মামলা হওয়ার খবর শুনে হতবাক হন তাঁর মা মহিলা খাতুন। তিনি বলেন, ‘আমার ছেলে দেশেই থাকে না, তাহলে বারহাট্টায় নাশকতা করবে কীভাবে। ১৭ বছর ধরে বিদেশে থাকে। দেশে থাকাকালেও কোনো দেলের রাজনীতি করেনি।’ এমন মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি।
হাবিবুরের চাচাতো ভাই মো. আব্দুর রাজ্জাক বলেন, ‘হাবিবুরদের পরিবারের কেউ রাজনীতির সঙ্গে যুক্ত নয়। তারা ছয় ভাইয়ের পাঁচজনই প্রবাসী। এটি একটি মিথ্যা মনগড়া মামলা।’
বাউসী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ২ নম্বর ওয়ার্ডের মেম্বার আইনুল হক বলেন, ‘হাবিবুর রহমান দুবাই থাকে দীর্ঘ বছর ধরে। কখনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিল না। তার একজন প্রয়াত মামা বিএনপির নেতা ছিলেন। হাবিবুর শেষবার প্রায় আড়াই বছর আগে দেশ থেকে গিয়েছে। দুবাই থাকা অবস্থায় দেশে নাশকতা করা সম্ভব না। মামলা রেকর্ড করার আগে বিষয়টি তদন্ত করা দরকার ছিল।’
এ বিষয়ে জানতে চাইলে মামলার বাদী বারহাট্টা থানার উপপরিদর্শক (এসআই) মো. সোহেল খান মোবাইল ফোনে বলেন, ‘ঘটনাটি শতভাগ সত্য। তবে আসামির বিষয়টি তদন্ত করে পরে বাদ দেওয়া হবে।’
এ বিষয়ে জেলা বিএনপির সদস্যসচিব ডা. রফিকুল ইসলাম হিলালী বলেন, ‘বিদেশে থাকা ব্যক্তিকে আসামি করা পুলিশের কাছে এটা তো তেমন কিছু না। এর আগে মৃত মানুষের বিরুদ্ধেও মামলা দিয়েছে। মামলা যখন গায়েবি তখন সবকিছুই সম্ভব।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিহত আবদুল্লাহকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় বেনাপোল পৌর বল ফিল্ড মাঠে গার্ড অব অনার শেষে পাশের বড় আঁচড়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
১০ মিনিট আগেপাবনার চাটমোহরে নিখোঁজের ২৪ ঘণ্টা পর গোলজার হোসেন (৫৩) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার বিলচলন ইউনিয়নের খলিশাগাড়ী বিলের কাজীর নালা থেকে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
১৪ মিনিট আগেঘন কুয়াশার কারণে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামায় বিঘ্ন ঘটছে। আজ শুক্রবার ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়ে রানওয়ে।
১৬ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে কলেজছাত্র ইমন হত্যা মামলায় সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মো. আব্দুর রাজ্জাককে টাঙ্গাইলের মির্জাপুর থানায় পাঁচ দিনের রিমান্ডে আনা হয়েছে। আজ শুক্রবার সকালে তাঁকে টাঙ্গাইল কারাগার থেকে থানায় নিয়ে আসে পুলিশ।
২৩ মিনিট আগে