বাকৃবি প্রতিনিধি
কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, রোবোটিকস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং যান্ত্রিকীকরণের মাধ্যমে কৃষিকে বাণিজ্যিকীকরণ করতে হবে। কৃষিকে বাণিজ্যিকীকরণ করলে অনেক কৃষিবিদের কর্মসংস্থান হবে। দেশের অর্থনীতির উন্নয়ন হবে। কৃষির অনেক সম্ভাবনা রয়েছে।
আজ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) গণতান্ত্রিক শিক্ষক ফোরাম আয়োজিত কৃষিবিদ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য লুৎফুল হাসান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইমেরিটাস অধ্যাপক এম এ সাত্তার মণ্ডল। গেস্ট অব অনার ছিলেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। সভাপতিত্ব করেন গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সভাপতি মো. আবু হাদী নূর আলী খান।
অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয় কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি আবুল ফয়েজ কুতুবী, কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (বাকসু) ভিপি মো. ইয়াছিন আলী, শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. রহমতুল্লাহ, বাকসুর সাবেক সহসভাপতি মো. নজিবুর রহমান ও সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাককে।
বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, জেলা আওয়ামী লীগের সভাপতি এহ্তেশামূল আলম ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল।
কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, ১৯৭৩ সালের ১৩ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু কৃষিবিদদের প্রথম শ্রেণির পদ মর্যাদা প্রদান করেন। পরবর্তীতে কৃষিবিদদের ওই পদ মর্যাদা মেধাবীদের কৃষিতে যুক্ত করেছে। এখন শুধু কৃষক নয়, কৃষির উন্নয়নে প্রয়োজন কৃষি বিজ্ঞানী। আমরা যখন বঙ্গবন্ধুর কাছে দাবি (কৃষিবিদদের প্রথম শ্রেণির পদ পর্যাদা দিতে হবে) নিয়ে গেলাম তখন তিনি বলেছিলেন বঙ্গবন্ধুর কলম কৃষিবিদদের ১ম শ্রেণির পদ পর্যাদা লিখবে। তিনি তাঁর কথা রেখেছিলেন। বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কৃষিকে অনেক গুরুত্ব দিচ্ছেন। আমাদের কৃষিবিদদের এক হয়ে দেশ গড়তে ভূমিকা রাখতে হবে।
কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, রোবোটিকস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং যান্ত্রিকীকরণের মাধ্যমে কৃষিকে বাণিজ্যিকীকরণ করতে হবে। কৃষিকে বাণিজ্যিকীকরণ করলে অনেক কৃষিবিদের কর্মসংস্থান হবে। দেশের অর্থনীতির উন্নয়ন হবে। কৃষির অনেক সম্ভাবনা রয়েছে।
আজ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) গণতান্ত্রিক শিক্ষক ফোরাম আয়োজিত কৃষিবিদ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য লুৎফুল হাসান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইমেরিটাস অধ্যাপক এম এ সাত্তার মণ্ডল। গেস্ট অব অনার ছিলেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। সভাপতিত্ব করেন গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সভাপতি মো. আবু হাদী নূর আলী খান।
অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয় কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি আবুল ফয়েজ কুতুবী, কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (বাকসু) ভিপি মো. ইয়াছিন আলী, শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. রহমতুল্লাহ, বাকসুর সাবেক সহসভাপতি মো. নজিবুর রহমান ও সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাককে।
বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, জেলা আওয়ামী লীগের সভাপতি এহ্তেশামূল আলম ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল।
কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, ১৯৭৩ সালের ১৩ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু কৃষিবিদদের প্রথম শ্রেণির পদ মর্যাদা প্রদান করেন। পরবর্তীতে কৃষিবিদদের ওই পদ মর্যাদা মেধাবীদের কৃষিতে যুক্ত করেছে। এখন শুধু কৃষক নয়, কৃষির উন্নয়নে প্রয়োজন কৃষি বিজ্ঞানী। আমরা যখন বঙ্গবন্ধুর কাছে দাবি (কৃষিবিদদের প্রথম শ্রেণির পদ পর্যাদা দিতে হবে) নিয়ে গেলাম তখন তিনি বলেছিলেন বঙ্গবন্ধুর কলম কৃষিবিদদের ১ম শ্রেণির পদ পর্যাদা লিখবে। তিনি তাঁর কথা রেখেছিলেন। বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কৃষিকে অনেক গুরুত্ব দিচ্ছেন। আমাদের কৃষিবিদদের এক হয়ে দেশ গড়তে ভূমিকা রাখতে হবে।
রাজধানীর আজিমপুরে মেডিকেল স্টাফ কোয়ার্টারের একটি বাসায় দিনদুপুরে ডাকাতিসহ বাচ্চাকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার দুপুরে লালবাগ টাওয়ারের পাশে ফারজানা আক্তার নামের এক নারীর বাসায় এ ঘটনা ঘটে
২ মিনিট আগেবরগুনা সদরের ঘটবাড়িয়া গ্রামের আবদুল লতিফ ফরায়েজীর স্ত্রী জাহানারা বেগমকে (৬০) প্রায় ২৫ বছর পর খুঁজে পেয়েছে তাঁর স্বজনেরা। আজ শুক্রবার দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া বাজার এলাকা থেকে তাঁকে নিয়ে যান স্বজনেরা। ১৯৯৯ সালে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে নিখোঁজ হয়েছিলেন তিনি।
১০ মিনিট আগেসিলেটে ছাত্র-জনতার আন্দোলনে হামলা-গুলির অভিযোগে করা মামলায় সিলেট মহানগর যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২৫ মিনিট আগেকবির বলেন, ‘আমার ছেলে তো কোনো রাজনীতি করত না। কোনো অন্যায় করেনি। তাহলে কেন এভাবে তাকে হত্যা করা হলো? সায়েম দেশের জন্য শহীদ হলেও সরকার থেকে বা অন্য কেউ কোনো খবর নিতে আসেনি।’
৩৬ মিনিট আগে